ETV Bharat / state

ভিন রাজ্যের ব্যবসায়ীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাজারামের, তদন্তে লালবাজারের বিশেষ টিম - Rajaram Rege Terrorist Links

Terrorist Link With Rajaram Rege: ব্যবসায়ীদের সঙ্গে কেন গোপনে যোগাযোগ করবে রাজারাম রেগে ? যদিও তদন্তকারীরা যে সব তথ্য হাতে পেয়েছেন, তা এখনই সামনে আনতে নারাজ তারা।

author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 4:16 PM IST

Rajaram Rege
রাজারাম রেগে ৷ (Etv Bharat)

কলকাতা, 7 মে: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হওয়া রাজারাম রেগের সঙ্গে ভিন রাজ্যের এক ব্যক্তির নিয়মিত কথা হতো। যে ব্যক্তিকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা গোপনে নজরদারি চালানোর অভিযোগে ভিন রাজ্য থেকে গ্রেফতারও করেছে ৷ সেই ব্যক্তির সঙ্গে কীভাবে ব্যবসায়ীদের নিয়মিত যোগাযোগ হতো, তা জানার জন্য এবার সেই সব রাজ্যে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি বিশেষ ইউনিটকে।

ইতিমধ্যেই রাজারাম রেগের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক নথিপত্র এবং একটি মোবাইল ফোনের সূত্র ঘেটে জানা গিয়েছে, এই রাজারাম রেগের সঙ্গে তেলেঙ্গানার একাধিক ব্যবসায়ীর নিয়মিত কথাবার্তা হতো। লালবাজারের দাবি, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে যোগাযোগ রাখত রেগে। আর এখানেই প্রশ্ন উঠছে ৷ রাজারাম রেগে কেন ব্যবসায়ীদের সঙ্গে গোপনে যোগাযোগ করবে ? যদিও তদন্তকারীরা যে সকল তথ্য আপাতত হাতে পেয়েছেন, তা এখনই সামনে আনতে নারাজ তারা।

সম্প্রতি, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা মুম্বাই থেকে 26/11-র ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এবং ডেভিড কোল্ডম্যান হেডলের সঙ্গে যোগাযোগের সন্দেহে রাজারাম রেগেকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই রাজারামের বিরুদ্ধে কলকাতা পুলিশ অভিযোগ এনেছে যে, রাজারাম নিজেকে একজন ব্যবসায়ী বলে কলকাতায় একটি হোটেলে ওঠে। অভিযোগ, এরপরে এই সে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কলকাতার বাসভবনে সামনে এসে গোপনে ভিডিয়ো এবং ছবি তোলে ৷

কলকাতার একাধিক জায়গার গোপনে তোলা ছবি মিলেছে তার থেকে ৷ সেই ঘটনার তদন্তে নেমে এসটিএফের গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ বর্তমানে 19 মে পর্যন্ত রাজারাম রেগের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। মূলত, তদন্তকারীরা এই ঘটনার তদন্তে নেমে যে সকল প্রশ্নগুলির স্পষ্ট উত্তর চাইছেন সেগুলি হল, কেন রাজারাম রেগে নিজেকে একজন সফল ব্যবসায়ী বলে দাবি করলেও, সে কী ব্যবসা করে, তার কোনও রকম প্রমাণ, ট্রেড লাইসেন্স আদালতে জমা দিতে পারল না ? যদি রাজারাম ব্যবসায়ী হয়, সে ক্ষেত্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার ছক কষেছিল কেন ? কলকাতায় তার বাসভবনের গোপনভাবে নজর রাখছিল কেন ? এই ধরণের হাজারো প্রশ্নের উত্তর খুঁজতেই এবার তেলেঙ্গানায় পাড়ি দিল লালবাজারের একটি বিশেষ দল।

আরও পড়ুন

শুধু গুড টাচ-ব্যাড টাচ শেখানোই যথেষ্ট নয়, ছোটদের শেখান ভার্চুয়াল টাচ: দিল্লি হাইকোর্ট

আর্থিক তছরুপকাণ্ডে গ্রেফতার ঝাড়খণ্ডের মন্ত্রীর আপ্তসহায়ক, বাজেয়াপ্ত নগদ বেড়ে 32 কোটি

কলকাতা, 7 মে: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হওয়া রাজারাম রেগের সঙ্গে ভিন রাজ্যের এক ব্যক্তির নিয়মিত কথা হতো। যে ব্যক্তিকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা গোপনে নজরদারি চালানোর অভিযোগে ভিন রাজ্য থেকে গ্রেফতারও করেছে ৷ সেই ব্যক্তির সঙ্গে কীভাবে ব্যবসায়ীদের নিয়মিত যোগাযোগ হতো, তা জানার জন্য এবার সেই সব রাজ্যে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি বিশেষ ইউনিটকে।

ইতিমধ্যেই রাজারাম রেগের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক নথিপত্র এবং একটি মোবাইল ফোনের সূত্র ঘেটে জানা গিয়েছে, এই রাজারাম রেগের সঙ্গে তেলেঙ্গানার একাধিক ব্যবসায়ীর নিয়মিত কথাবার্তা হতো। লালবাজারের দাবি, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে যোগাযোগ রাখত রেগে। আর এখানেই প্রশ্ন উঠছে ৷ রাজারাম রেগে কেন ব্যবসায়ীদের সঙ্গে গোপনে যোগাযোগ করবে ? যদিও তদন্তকারীরা যে সকল তথ্য আপাতত হাতে পেয়েছেন, তা এখনই সামনে আনতে নারাজ তারা।

সম্প্রতি, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা মুম্বাই থেকে 26/11-র ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এবং ডেভিড কোল্ডম্যান হেডলের সঙ্গে যোগাযোগের সন্দেহে রাজারাম রেগেকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই রাজারামের বিরুদ্ধে কলকাতা পুলিশ অভিযোগ এনেছে যে, রাজারাম নিজেকে একজন ব্যবসায়ী বলে কলকাতায় একটি হোটেলে ওঠে। অভিযোগ, এরপরে এই সে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কলকাতার বাসভবনে সামনে এসে গোপনে ভিডিয়ো এবং ছবি তোলে ৷

কলকাতার একাধিক জায়গার গোপনে তোলা ছবি মিলেছে তার থেকে ৷ সেই ঘটনার তদন্তে নেমে এসটিএফের গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ বর্তমানে 19 মে পর্যন্ত রাজারাম রেগের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। মূলত, তদন্তকারীরা এই ঘটনার তদন্তে নেমে যে সকল প্রশ্নগুলির স্পষ্ট উত্তর চাইছেন সেগুলি হল, কেন রাজারাম রেগে নিজেকে একজন সফল ব্যবসায়ী বলে দাবি করলেও, সে কী ব্যবসা করে, তার কোনও রকম প্রমাণ, ট্রেড লাইসেন্স আদালতে জমা দিতে পারল না ? যদি রাজারাম ব্যবসায়ী হয়, সে ক্ষেত্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার ছক কষেছিল কেন ? কলকাতায় তার বাসভবনের গোপনভাবে নজর রাখছিল কেন ? এই ধরণের হাজারো প্রশ্নের উত্তর খুঁজতেই এবার তেলেঙ্গানায় পাড়ি দিল লালবাজারের একটি বিশেষ দল।

আরও পড়ুন

শুধু গুড টাচ-ব্যাড টাচ শেখানোই যথেষ্ট নয়, ছোটদের শেখান ভার্চুয়াল টাচ: দিল্লি হাইকোর্ট

আর্থিক তছরুপকাণ্ডে গ্রেফতার ঝাড়খণ্ডের মন্ত্রীর আপ্তসহায়ক, বাজেয়াপ্ত নগদ বেড়ে 32 কোটি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.