ETV Bharat / state

স্বাধীনতা দিবসে পুরী-দিঘা স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের - 15 August Digha Puri Special Train - 15 AUGUST DIGHA PURI SPECIAL TRAIN

Digha-Puri Special Train: সামনেই স্বাধীনতা দিবস ৷ এই সময় ছুটিতে বহু মানুষ দিঘা ও পুরীতে বেড়াতে যান ৷ সেই দিক মাথায় রেখে স্বাধীনতা দিবসে পুরী-দিঘা স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল ৷

Digha-Puri Special Train
দিঘা পুরী বিশেষ ট্রেন চলাচল (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 5:59 PM IST

কলকাতা, 13 অগস্ট: একদিন পরেই দেশের স্বাধীনতা দিবস ৷ এবার এই দিনটি বৃহস্পতিবার ৷ তাই সরকারি বা বেসরকারি চাকুরেরা চাইলে আরও দু'দিন ছুটি নিয়ে উইকেন্ডে একটা ছোট্ট সফর করতেই পারেন ৷ প্রতি বছর এই সময় কাছাকাছি পুরী-দিঘায় ছোট্ট ছুটি কাটাতে যান অনেকেই ৷ হয়তো এবছরও তাই হতে পারে ৷ সেই কথা মাথায় রেখেই পুরী-দিঘা স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা করল রেল দক্ষিণ-পূর্ব রেল ৷ রইল সেই রেলের তালিকা ৷ কোনও বিশেষ দিন বা ওই ধরনের ক্ষেত্রে পূর্বরেলের তরফে বিশেষ ট্রেন চালানো হয়ে থাকে ৷ এবারও সেভাবেই চলছে বিশেষ ট্রেন ৷

  • দক্ষিণ-পূর্ব রেল একটি নির্দেশিকাতে জানিয়েছে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে পুরী স্পেশাল ট্রেন তারা চালাবে ৷
  • 02817/02818 শালিমার-পুরী-শালিমার স্পেশাল ৷
  • 02817 শালিমার-পুরী স্পেশাল 14 অগস্ট রাত্রি 11টা 05 মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে ৷ পরের দিন ভোর 6টা 15মিনিটে পুরী স্টেশন পৌঁছাবে ৷
  • 02818 পুরী-শালিমার স্পেশাল 15 অগস্ট রাত্রি 11 টা 20 মিনিটে পুরী থেকে ছাড়বে ৷ পর দিন সকাল 8টা 50 মিনিটে শালিমার স্টেশন পৌঁছাবে ৷
  • স্পেশাল ট্রেনটির যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর এবং বালাশোর স্টেশনে দাঁড়াবে ৷
  • এছাড়াও 02867/02868 শালিমার-দিঘা-শালিমার স্পেশাল:
  • 02867 শালিমার-দিঘা স্পেশাল 15 অগস্ট সকাল 8টায় শালিমার স্টেশন থেকে ছেড়ে ওইদিন বেলা 11টা 55মিনিটে দীঘা পৌঁছাবে ৷
  • ফের 02868 দিঘা-শালিমার স্পেশাল 15 তারিখ দুপুর 12 টা 45 মিনিটে দিঘা থেকে ছেড়ে ওইদিন বিকেল 4টা 5 মিনিটে শালিমার স্টেশন পৌঁছাবে ৷ এই স্পেশাল ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি স্টেশনে দাঁড়াবে ৷

কলকাতা, 13 অগস্ট: একদিন পরেই দেশের স্বাধীনতা দিবস ৷ এবার এই দিনটি বৃহস্পতিবার ৷ তাই সরকারি বা বেসরকারি চাকুরেরা চাইলে আরও দু'দিন ছুটি নিয়ে উইকেন্ডে একটা ছোট্ট সফর করতেই পারেন ৷ প্রতি বছর এই সময় কাছাকাছি পুরী-দিঘায় ছোট্ট ছুটি কাটাতে যান অনেকেই ৷ হয়তো এবছরও তাই হতে পারে ৷ সেই কথা মাথায় রেখেই পুরী-দিঘা স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা করল রেল দক্ষিণ-পূর্ব রেল ৷ রইল সেই রেলের তালিকা ৷ কোনও বিশেষ দিন বা ওই ধরনের ক্ষেত্রে পূর্বরেলের তরফে বিশেষ ট্রেন চালানো হয়ে থাকে ৷ এবারও সেভাবেই চলছে বিশেষ ট্রেন ৷

  • দক্ষিণ-পূর্ব রেল একটি নির্দেশিকাতে জানিয়েছে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে পুরী স্পেশাল ট্রেন তারা চালাবে ৷
  • 02817/02818 শালিমার-পুরী-শালিমার স্পেশাল ৷
  • 02817 শালিমার-পুরী স্পেশাল 14 অগস্ট রাত্রি 11টা 05 মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে ৷ পরের দিন ভোর 6টা 15মিনিটে পুরী স্টেশন পৌঁছাবে ৷
  • 02818 পুরী-শালিমার স্পেশাল 15 অগস্ট রাত্রি 11 টা 20 মিনিটে পুরী থেকে ছাড়বে ৷ পর দিন সকাল 8টা 50 মিনিটে শালিমার স্টেশন পৌঁছাবে ৷
  • স্পেশাল ট্রেনটির যাত্রাপথে সাঁতরাগাছি, খড়্গপুর এবং বালাশোর স্টেশনে দাঁড়াবে ৷
  • এছাড়াও 02867/02868 শালিমার-দিঘা-শালিমার স্পেশাল:
  • 02867 শালিমার-দিঘা স্পেশাল 15 অগস্ট সকাল 8টায় শালিমার স্টেশন থেকে ছেড়ে ওইদিন বেলা 11টা 55মিনিটে দীঘা পৌঁছাবে ৷
  • ফের 02868 দিঘা-শালিমার স্পেশাল 15 তারিখ দুপুর 12 টা 45 মিনিটে দিঘা থেকে ছেড়ে ওইদিন বিকেল 4টা 5 মিনিটে শালিমার স্টেশন পৌঁছাবে ৷ এই স্পেশাল ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি স্টেশনে দাঁড়াবে ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.