কলকাতা, 23 অগস্ট: ভ্রমণপিপাসু বাঙালি সুযোগ পেলেই বেরিয়ে পরে ৷ অল্প ক'দিনের ছুটি হোক বা টানা কয়েকদিনের ৷ আর তা যদি হয় পুজোর লম্বা ছুটি, তাহলে তো কথাই নেই ৷ কাছে কিংবা দূরে ঘুরে আসার লোভ বাঙালিরা সামলাতে পারেন না। তাই এবার সেই কথা চিন্তা করেই পুজোর অনেক আগে থেকেই বিশেষ ট্রেনের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷
বাঙালির সর্বশ্রেষ্ট উৎসব দুর্গাপুজো। পুজোর ক'টা দিন বছরের রুটিন থেকে বেরিয়ে সবাই নিজের মত করে আনন্দে মেতে ওঠতে চান ৷ কেউ নিজের শহরে থেকেই পরিবার পরিজনদের সঙ্গে ঠাকুর দর্শন করতে ভালোবাসেন ৷ আবার ভ্রমণপিপাসু বহু মানুষ টানা ছুটির সদ্ব্যবহার করতে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন কাছে কিংবা দূরে ৷
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যে প্রতিবার দুর্গাপুজোর সময় যেহেতু টিকিটের চাহিদা থাকে তুঙ্গে ৷ তাই পুজো স্পেশাল ট্রেনগুলো ঘোষণা আগে থেকে করা হচ্ছে ৷ এতে যাত্রীরা আগাম টিকিট বুকি করতে পারবেন ৷ অনলাইনে বা কাউন্টারে গিয়ে টিকিট কাটার জন্য অনেকটাই সময় পাবেন যাত্রীরা ৷
দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে যে সব পুজো স্পেশাল ট্রেনগুলোর ঘোষণা করা হয়েছে সেগুলির তালিকা:
03101/03102 কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল: 03101 কলকাতা পুরী স্পেশাল আগামী 03 অক্টোবর প্রতি বৃস্পতিবার কলকাতা থেকে চেয়ে পুরী যাবে। 28 নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেনটি পরিষেবা দেবে ৷ প্রতি বৃহস্পতিবার 23.50 সময় ট্রেনটি কলকাতা থেকে রওনা হয়ে পরের দিন 9.35 সময় পুরী পৌঁছবে ৷
03102 পুরী-কলকাতা স্পেশাল ট্রেনটি আগামী 4 অক্টোবর থেকে প্রতি শুক্রবার পুরী থেকে ছাড়বে ৷ ট্রেনটি 29 নভেম্বর পর্যন্ত চলবে ৷ প্রতি শুক্রবার ট্রেনটি পুরী থেকে বেলা 3টের সময় ছেড়ে পরের দিন রাত 2.00 কলকাতা পৌঁছবে। যাতায়াতের পথে এই স্পেশাল ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে ৷
08893/08894 গোন্দিয়া-সাঁতরাগাছি-গোন্দিয়া স্পেশাল: 08893 গোন্দিয়া আর সাঁতরাগাছি স্পেশাল ৷ গোন্দিয়া থেকে আগামী 4 অক্টোবর ছাড়বে ৷ ট্রেনটি 9 নভেম্বর পর্যন্ত পরিষেবা দেবে ৷ ট্রেনটি গোন্দিয়াা থেকে 11.20 মিনিটে ছেড়ে পরের দিন ভোর 5.20 মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে।
অন্যদিকে, 08894 সাঁতরাগাছি-গোন্দিয়া স্পেশাল ট্রেনটি সাঁতরাগাছি থেকে আগামী 5 অক্টোবর যাত্রা শুরু করবে। ট্রেনটি 10 নভেম্বর পর্যন্ত চলবে। ট্রেনটি সাঁতরাগাছি থেকে সকাল 7.30 মিনিটে ছেড়ে পরের দিন রাত 01.15 মিনিটে গোন্দিয়া পৌঁছবে ৷ এই স্পেশাল ট্রেনটি খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, ঝড়সুগুড়া স্টেশনে থামবে ৷