কলকাতা, 31 জুলাই: হাওড়া-মুম্বই মেল ট্রেন দুর্ঘটনার জেরে আজ, বুধবারও একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল ৷ মঙ্গলে বাতিল করা হয়েছিল 62টি ট্রেন ৷ এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল এমন ট্রেনের সংখ্যা ছিল 11টি । অন্যদিকে আরও 28টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছিল । এবার আজ ফের একাধিক শাখার ট্রেন বাতিল করা হল
- বাতিল হওয়া ট্রেনের তালিকা :
08163/08164 চক্রধরপুর-রৌরকেল্লা-চক্রধরপুর স্পেশাল
08163/08164 চক্রধরপুর-রৌরকেল্লা-চক্রধরপুর স্পেশাল
12768 সাঁতরাগাছি-নান্দেদ এক্সপ্রেস
08602 হাতিয়া-টাটানগর স্পেশাল
08195 টাটানগর-হাতিয়া স্পেশাল
18190 এর্নাকুলাম-টাটানগর এক্সপ্রেস
02864 যশবন্তপুর হাওড়া স্পেশাল
18189 টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেস
18109/18110 টাটানগর-ইটুয়ারি-টাটানগর এক্সপ্রেস
18115 এনএসসিবি গোমো চক্রধরপুর এক্সপ্রেস
22862 কান্তাবাঞ্জি হাওড়া এক্সপ্রেস
08146 রৌরকেল্লা-টাটানগর স্পেশাল
12262 হাওড়া সিএসএমটি মুম্বাই দুরন্ত এক্সপ্রেস
12871 হাওড়া টিটলাগর এক্সপ্রেস
- যাত্রাপথ সংক্ষিপ্ত ও সময় পরিবর্তন করা ট্রেন :
18011 হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস আদ্রায় যাত্রা শেষ করবে ।
13287 দুর্গ আরা এক্সপ্রেস ঝাড়সুগুড়াতে যাত্রা শেষ করবে ।
12810 হাওড়া সিএসএমটি মুম্বই মেলের সময় পরিবর্তন করা হয়েছে ।
20828 সাঁতরাগাছি-জব্বলপুর হামসফর এক্সপ্রেসের ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে ।