কলকাতা, 3 মে: ভেবেছিলেন চিরকালের মতো অবসর নেবেন রাজনীতি থেকে। কিন্তু তেমনটা করেননি বর্ষীয়ান রাজনীতিক তাপস রায়। কারণ লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি ৷ শুধু তাই নয়, এবার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। ভোটপ্রচারে তাঁকে নিয়ে গান বাঁধলেন বহুদিনের পথচলার সঙ্গী তাপস কর। একসঙ্গে পথ চলার বিভিন্ন স্মৃতিকে মূল উপপাদ্য করেই গানটি লিখেছেন তিনি। গানের সুর দিয়েছে ও সঙ্গীত আয়োজন করেছেন শ্রীদিলীপ। গতকাল থেকেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই গান শোনা যাচ্ছে ৷
চাপাতলা লেন থেকে জীবন শুরু তাপস রায়ের। ছাত্র রাজনীতির পর কংগ্রেস ঘরানায় সক্রিয় রাজনীতি শুরু করেন তিনি। এরপর আসা তৃণমূল কংগ্রেসে। এবার গেরুয়া শিবিরের হয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ পদ্মপ্রার্থী তিনি। তাপস রায় জানান, নির্বাচন হোক শান্তিপূর্ণ। এই বার্তা নিয়েই গতকাল আনুষ্ঠানিকভাবে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে নিয়ে গান বাঁধলেন বিজেপির কলকাতা উত্তর শাখার কর্মী-সমর্থকরা।
তাঁকে নিয়ে গান বাঁধা প্রসঙ্গে পদ্মপ্রার্থী তাপস রায় জানান, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেই বিষয়ে সবাইকে নজর রাখতে হবে। এর পাশাপাশি তিনি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্তিশালী করতে বিজেপিকেই যেন মানুষজন ভোট দেন। দলমত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ 18 থেকে 80 সমস্ত ভোটারকে ভোটদানে উৎসাহিত করতেই এই গান তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
দলীয় কর্মী-সমর্থক মৃত অভিজিৎ সরকারের বাড়ি গিয়ে তাঁর স্মরণসভায় অংশগ্রহণ নিয়েছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁর স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে পরিবারের সঙ্গে কথা বলেন। তারপর তাঁকে নিয়ে লেখা গানের উদ্বোধন করেন তাপস রায় ৷
আরও পড়ুন: