ETV Bharat / state

ফের বিএসএফের জালে সোনা-সহ পাচারকারী, বিশেষ নজর ইন্দো-বাংলাদেশের হিলি সীমান্তে - HILI BORDER GOLD RECOVERY

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 5:44 PM IST

Gold Recovering Incident From Hili Border Area: ফের ভারত-বাংলাদেশের হিলি সীমান্ত থেকে এক পাচারকারীকে আটক করল বিএসএফ ৷ বাজেয়াপ্ত হয়েছে দুটি সোনার বিস্কুট ৷ যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে 16 লক্ষ টাকা ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

Smuggler Arrest from Hili
বিএসএফের সঙ্গে ধৃত পাচারকারী (ইটিভি ভারত)

বালুরঘাট, 4 অগস্ট: পাচারের আগে ফের সোনার বিস্কুট উদ্ধার ভারত-বাংলাদেশের হিলি সীমান্তে । দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে সোনার বিস্কুট পাচারের চেষ্টার ঘটনায় ধৃত এক পাচারকারী ৷ উদ্ধার প্রায় সাড়ে 16 লক্ষ টাকা সোনার বিস্কুট । পরে সুজন মণ্ডল নামে ওই ব্যক্তিকে পূুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ৷

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত ভারত-বাংলাদেশ হিলি সীমান্ত চোরাকারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে । জেলার তিন দিকেই সীমান্ত এলাকা ৷ কখনও নিষিদ্ধ কফ সিরাপ তো কখনও সাপের বিষ আবার কখনও সোনার বিস্কুট উদ্ধার হয়েছে এখান থেকে । গত 16 মে জেলার হিলির হাড়িপুকুর থেকে জিন্নাত আলি মণ্ডল নামে এক যুবকের মলদ্বার থেকে এক কেজি 40 গ্রাম সোনা উদ্ধার হয়েছিল । প্রায় 76 লক্ষ টাকা মূল্যের মোট ন'টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছিল সেদিন । এই ঘটনার এক সপ্তাহ পরেই 21 মে খতেজা খাতুন নামে এক মহিলা পাচারকারীর যৌনাঙ্গ থেকে উদ্ধার করা হয় 51 লক্ষ টাকার সোনার বিস্কুট । তার বাড়িও হিলির হাড়িপুকুর এলাকায় । এমনই আবহে শনিবার হাড়িপুকুর গ্রামের সুজন মণ্ডল সোনার বিস্কুট পাচার করতে গেলে তাকে আটক করে বিএসএফ ।

বিএসএফ সূত্রে জানা যায়, 61 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গতকাল বিকেলে হিলির হাড়িপুকুর গ্রামে কর্তব্যরত ছিল । সেই সময় হাড়িপুকুর গ্রামের সুজন মণ্ডল পার হতে গেলে জওয়ানরা তাকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করে । সেই সময় তার কাছে ধাতব বা কোনও বস্তু রয়েছে তা ধরা পড়ে । এরপর জিজ্ঞাসাবাদ চালাতেই সে স্বীকার করে তার কাছে দুটি সোনার বিস্কুট রয়েছে । যার ওজন 233.320 গ্রাম । যার বাজারমূল্য 16 লক্ষ 49 হাজার 572 টাকা । এরপর জওয়ানরা শনিবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে সুজনকে সোনা-সহ হিলি শুল্ক দফতরের অপরাধ দমন শাখার হাতে তুলে দেয় ৷ বিগত তিন মাসে হিলির ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হাড়িপুকুর এলাকায় একাধিকবার সোনা পাচারের ঘটনা ঘটেছে ৷ এই পাচার চক্র কীভাবে কাজ করছে এবং আরও কারা জড়িত রয়েছে সেই বিষয় পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ ৷

বালুরঘাট, 4 অগস্ট: পাচারের আগে ফের সোনার বিস্কুট উদ্ধার ভারত-বাংলাদেশের হিলি সীমান্তে । দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে সোনার বিস্কুট পাচারের চেষ্টার ঘটনায় ধৃত এক পাচারকারী ৷ উদ্ধার প্রায় সাড়ে 16 লক্ষ টাকা সোনার বিস্কুট । পরে সুজন মণ্ডল নামে ওই ব্যক্তিকে পূুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ৷

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত ভারত-বাংলাদেশ হিলি সীমান্ত চোরাকারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে । জেলার তিন দিকেই সীমান্ত এলাকা ৷ কখনও নিষিদ্ধ কফ সিরাপ তো কখনও সাপের বিষ আবার কখনও সোনার বিস্কুট উদ্ধার হয়েছে এখান থেকে । গত 16 মে জেলার হিলির হাড়িপুকুর থেকে জিন্নাত আলি মণ্ডল নামে এক যুবকের মলদ্বার থেকে এক কেজি 40 গ্রাম সোনা উদ্ধার হয়েছিল । প্রায় 76 লক্ষ টাকা মূল্যের মোট ন'টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছিল সেদিন । এই ঘটনার এক সপ্তাহ পরেই 21 মে খতেজা খাতুন নামে এক মহিলা পাচারকারীর যৌনাঙ্গ থেকে উদ্ধার করা হয় 51 লক্ষ টাকার সোনার বিস্কুট । তার বাড়িও হিলির হাড়িপুকুর এলাকায় । এমনই আবহে শনিবার হাড়িপুকুর গ্রামের সুজন মণ্ডল সোনার বিস্কুট পাচার করতে গেলে তাকে আটক করে বিএসএফ ।

বিএসএফ সূত্রে জানা যায়, 61 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গতকাল বিকেলে হিলির হাড়িপুকুর গ্রামে কর্তব্যরত ছিল । সেই সময় হাড়িপুকুর গ্রামের সুজন মণ্ডল পার হতে গেলে জওয়ানরা তাকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করে । সেই সময় তার কাছে ধাতব বা কোনও বস্তু রয়েছে তা ধরা পড়ে । এরপর জিজ্ঞাসাবাদ চালাতেই সে স্বীকার করে তার কাছে দুটি সোনার বিস্কুট রয়েছে । যার ওজন 233.320 গ্রাম । যার বাজারমূল্য 16 লক্ষ 49 হাজার 572 টাকা । এরপর জওয়ানরা শনিবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে সুজনকে সোনা-সহ হিলি শুল্ক দফতরের অপরাধ দমন শাখার হাতে তুলে দেয় ৷ বিগত তিন মাসে হিলির ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হাড়িপুকুর এলাকায় একাধিকবার সোনা পাচারের ঘটনা ঘটেছে ৷ এই পাচার চক্র কীভাবে কাজ করছে এবং আরও কারা জড়িত রয়েছে সেই বিষয় পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.