ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে অতিরিক্ত তথ্য জানা 8 জনকে তলব সিটের - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 1:14 PM IST

RG Kar Doctor Rape and Murder: আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় অতিরিক্ত তথ্য জানা আটজনকে তলব করল বিশেষ তদন্তকারী দল ৷ যাঁদের তলব করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন সংশ্লিষ্ট হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপার মর্যাদার দুই চিকিৎসক ৷

ETV BHARAT
আরজি কর-কাণ্ডে অতিরিক্ত তথ্য জানা 8 জনকে তলব সিটের (নিজস্ব চিত্র)

কলকাতা, 13 অগস্ট: আরজি কর কাণ্ডে সংশ্লিষ্ট হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপার মর্যাদার দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল ৷ পাশাপাশি আরও চারজন পড়ুয়া চিকিৎসককেও ডেকে পাঠিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

এছাড়াও ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে নম্বর দেওয়া হয়েছে । আবেদন করা হয়েছে যে, এই ঘটনায় যদি কোনও ব্যক্তির কাছে কোনও রকমের তথ্য থাকে, তাহলে তাঁরা সেই নম্বরে যেন ফোন করে পুলিশকে জানান ৷ লালবাজার সূত্রের খবর, অতিরিক্ত তথ্যের জন্য আটজনকে ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার এক পুলিশ আধিকারিক বলেন, মূলত প্রত্যেকের বয়ান আলাদাভাবে রেকর্ড করা হবে । এদিকে আজ সকালেই কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিটের সদস্যরা হাজির হন আরজি কর হাসপাতালে । সেখানে গিয়ে নতুন করে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । এছাড়াও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণগুলি মিলিয়ে দেখার চেষ্টা করেন ।

মানুষের কাছে এই বিষয়ে যাতে কোনও রকমের মনগড়া কথা সামাজিক মাধ্যমে লেখা না-হয়, ইতিমধ্যেই মানুষের কাছে সেই আবেদন জানিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । তবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, আরজি করের এই জঘন্য ঘটনায় পুলিশের তদন্ত ছাড়াও কিছু মানুষ সোশাল মিডিয়ায় বিভিন্ন রকমের জল্পনা উসকে দিচ্ছেন । এমনই বেশ কয়েকটি ফেসবুক পেজ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের নজরে এসেছে । জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তদন্তকারীরা ।

গতকালই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা লালবাজারে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে ৷ তাঁরা জানতে চান যে, এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় কী কী পদক্ষেপ করেছে এবং তদন্তের অগ্রগতি কতটা হয়েছে ।

কলকাতা, 13 অগস্ট: আরজি কর কাণ্ডে সংশ্লিষ্ট হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপার মর্যাদার দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল ৷ পাশাপাশি আরও চারজন পড়ুয়া চিকিৎসককেও ডেকে পাঠিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

এছাড়াও ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে নম্বর দেওয়া হয়েছে । আবেদন করা হয়েছে যে, এই ঘটনায় যদি কোনও ব্যক্তির কাছে কোনও রকমের তথ্য থাকে, তাহলে তাঁরা সেই নম্বরে যেন ফোন করে পুলিশকে জানান ৷ লালবাজার সূত্রের খবর, অতিরিক্ত তথ্যের জন্য আটজনকে ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার এক পুলিশ আধিকারিক বলেন, মূলত প্রত্যেকের বয়ান আলাদাভাবে রেকর্ড করা হবে । এদিকে আজ সকালেই কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিটের সদস্যরা হাজির হন আরজি কর হাসপাতালে । সেখানে গিয়ে নতুন করে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । এছাড়াও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণগুলি মিলিয়ে দেখার চেষ্টা করেন ।

মানুষের কাছে এই বিষয়ে যাতে কোনও রকমের মনগড়া কথা সামাজিক মাধ্যমে লেখা না-হয়, ইতিমধ্যেই মানুষের কাছে সেই আবেদন জানিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । তবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, আরজি করের এই জঘন্য ঘটনায় পুলিশের তদন্ত ছাড়াও কিছু মানুষ সোশাল মিডিয়ায় বিভিন্ন রকমের জল্পনা উসকে দিচ্ছেন । এমনই বেশ কয়েকটি ফেসবুক পেজ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের নজরে এসেছে । জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তদন্তকারীরা ।

গতকালই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা লালবাজারে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে ৷ তাঁরা জানতে চান যে, এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় কী কী পদক্ষেপ করেছে এবং তদন্তের অগ্রগতি কতটা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.