ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধানমার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য শিলিগুড়ি পুরনিগমের - Bidhan Market Fire

Financial Assistance to Fire-Affected Businessmen of Bidhan Market: গত শনিবার শিলিগুড়ির বিধানমার্কেটে অগ্নিকাণ্ড হয় ৷ ক্ষতিগ্রস্ত হন অনেক ব্যবসায়ী ৷ আজ, মঙ্গলবার সেই ব্যবসায়ীদের আর্থিক সাহায্য করল শিলিগুড়ি পুরনিগম ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সাহায্য বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷

Financial Assistance to Fire-Affected Businessmen of Bidhan Market
মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধানমার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য শিলিগুড়ি পুরনিগমের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 6:32 PM IST

শিলিগুড়ি, 1 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিধানমার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য তুলে দিল শিলিগুড়ি পুরনিগম । সোমবার শিলিগুড়ি পুরভবনে ব্যবসায়ীদের আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয় । এ দিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ওই চেকগুলি ব্যবসায়ীদের হাতে তুলে দেন ।

প্রসঙ্গত, গত শনিবার শিলিগুড়ির বিধানমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের জেরে ছয়টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও 23টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয় । এরপর রবিবার উত্তরবঙ্গ সফরে আসেন মুখ্যমন্ত্রী । উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করার পর ব্যবসায়ীদের পুজোর মুখে ক্ষতির কথা শুনে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন ।

Financial Assistance to Fire-Affected Businessmen of Bidhan Market
বিধানমার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য শিলিগুড়ি পুরনিগমের (নিজস্ব চিত্র)

শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত দোকানগুলি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ও শিলিগুড়ি পুরনিগমকে পুনর্নির্মাণের নির্দেশ দেন । সেই মতো এ দিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চেক তুলে দেওয়া হয় । পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষতির বিষয়ে জানা হয় ।

Financial Assistance to Fire-Affected Businessmen of Bidhan Market
বিধানমার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য শিলিগুড়ি পুরনিগমের (নিজস্ব চিত্র)

মেয়র গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রী সবটা জানার পর একদিনের মধ্যে আর্থিক সাহায্যের উদ্যোগ নেন । পাশাপাশি দোকানগুলো পুনর্নির্মাণ করার নির্দেশ দিয়েছেন । চেকগুলো ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হল । পুরনিগমের ইঞ্জিনিয়ররা গিয়ে পরিদর্শন করে এসেছেন । ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুজোর আগেই পুনর্নিমাণ করা হবে ।"

Financial Assistance to Fire-Affected Businessmen of Bidhan Market
বিধানমার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য শিলিগুড়ি পুরনিগমের (নিজস্ব চিত্র)

যদিও সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি ঘটনার দিনই তুলেছিলেন ব্যবসায়ীরা ৷ সেদিন বিধানমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বাপি সাহা অভিযোগ করেছিলেন যে বাজারের কাছে দমকলের একটি সাবস্টেশন তৈরি করা বা দমকলের ইঞ্জিন রাখার দাবি তাঁরা দীর্ঘদিন ধরে তুলেছিলেন ৷ তা না-হলে একটি রিজার্ভার তৈরির দাবিও তোলা হয় ৷ সেই দাবিও মানা হয়নি৷ সেই দাবি মানা হলে এত বড় দুর্ঘটনা ঘটত না ৷ সেই কারণে তিনি সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছিলেন ৷ যা মিলল মঙ্গলবার ৷

Financial Assistance to Fire-Affected Businessmen of Bidhan Market
বিধানমার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য শিলিগুড়ি পুরনিগমের (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 1 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিধানমার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য তুলে দিল শিলিগুড়ি পুরনিগম । সোমবার শিলিগুড়ি পুরভবনে ব্যবসায়ীদের আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয় । এ দিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ওই চেকগুলি ব্যবসায়ীদের হাতে তুলে দেন ।

প্রসঙ্গত, গত শনিবার শিলিগুড়ির বিধানমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের জেরে ছয়টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও 23টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয় । এরপর রবিবার উত্তরবঙ্গ সফরে আসেন মুখ্যমন্ত্রী । উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করার পর ব্যবসায়ীদের পুজোর মুখে ক্ষতির কথা শুনে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন ।

Financial Assistance to Fire-Affected Businessmen of Bidhan Market
বিধানমার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য শিলিগুড়ি পুরনিগমের (নিজস্ব চিত্র)

শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত দোকানগুলি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ও শিলিগুড়ি পুরনিগমকে পুনর্নির্মাণের নির্দেশ দেন । সেই মতো এ দিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চেক তুলে দেওয়া হয় । পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষতির বিষয়ে জানা হয় ।

Financial Assistance to Fire-Affected Businessmen of Bidhan Market
বিধানমার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য শিলিগুড়ি পুরনিগমের (নিজস্ব চিত্র)

মেয়র গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রী সবটা জানার পর একদিনের মধ্যে আর্থিক সাহায্যের উদ্যোগ নেন । পাশাপাশি দোকানগুলো পুনর্নির্মাণ করার নির্দেশ দিয়েছেন । চেকগুলো ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হল । পুরনিগমের ইঞ্জিনিয়ররা গিয়ে পরিদর্শন করে এসেছেন । ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুজোর আগেই পুনর্নিমাণ করা হবে ।"

Financial Assistance to Fire-Affected Businessmen of Bidhan Market
বিধানমার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য শিলিগুড়ি পুরনিগমের (নিজস্ব চিত্র)

যদিও সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি ঘটনার দিনই তুলেছিলেন ব্যবসায়ীরা ৷ সেদিন বিধানমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বাপি সাহা অভিযোগ করেছিলেন যে বাজারের কাছে দমকলের একটি সাবস্টেশন তৈরি করা বা দমকলের ইঞ্জিন রাখার দাবি তাঁরা দীর্ঘদিন ধরে তুলেছিলেন ৷ তা না-হলে একটি রিজার্ভার তৈরির দাবিও তোলা হয় ৷ সেই দাবিও মানা হয়নি৷ সেই দাবি মানা হলে এত বড় দুর্ঘটনা ঘটত না ৷ সেই কারণে তিনি সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছিলেন ৷ যা মিলল মঙ্গলবার ৷

Financial Assistance to Fire-Affected Businessmen of Bidhan Market
বিধানমার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য শিলিগুড়ি পুরনিগমের (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.