ETV Bharat / state

ভবিষ্যদ্বাণী মিলে যেতেই মুখে চওড়া হাসি শাহজাহানের ! তাঁকে ঘিরে 'জয় বাংলা' স্লোগান - Sheikh Sahajahan - SHEIKH SAHAJAHAN

Sheikh Sahajahan: আজ বসিরহাট আদালতে শেখ শাহজাহানকে তোলা হলে আদালত চত্বরে তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান তুললেন তাঁর অনুগামীরা ৷ আর ভোটে তাঁর ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় বেশ চনমনে মেজাজে দেখা গিয়েছে সন্দেশখালির একসময়ের 'বেতাজ বাদশা'কে ৷

ETV BHARAT
শাহজাহানকে আদালতে পেশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 8:10 PM IST

বসিরহাট, 7 জুন: নিজের ভবিষ্যদ্বাণী মিলে যেতেই মুখে চওড়া হাসি সন্দেশখালির একসময়ের 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের । ভোটের ফল প্রকাশের পর শুক্রবার জেলবন্দি শাহজাহানকে তোলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে । প্রিজন ভ‍্যান থেকে নামতেই সন্দেশখালির 'বাঘ'-কে লক্ষ্য করে এদিন 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন শাহজাহানের অনুগামীরা । তা দেখে শেখ শাহজাহানের মুখে দেখা যায় চওড়া হাসি । যদিও নিজের ভবিষ্যদ্বাণী নিয়ে এদিন কিছু বলেননি তৃণমূলের এই 'বহিষ্কৃত' নেতা । তিনি সোজা ঢুকে যান আদালত কক্ষে । তবে ভবিষ্যদ্বাণী নিয়ে মুখে কিছু না বললেও শাহজাহানের হাসিতেই তাঁর বক্তব্য লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

শাহজাহানকে আদালতে পেশ (নিজস্ব ভিডিয়ো)

প্রসঙ্গত, সপ্তম দফায় অর্থাৎ 1 জুন নির্বাচন ছিল বসিরহাট কেন্দ্রের । তার ঠিক আগে 24 মে বসিরহাট আদালত চত্বরে তাই নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী শুনিয়েছিলেন সন্দেশখালির এক সময়ের 'বেতাজ বাদশা' জেলবন্দি শেখ শাহজাহান । সেদিন তিনি দাবি করেছিলেন, রেখা পাত্র বসিরহাট থেকে 3 লক্ষেরও বেশি ভোটে হারবেন । ভোটের ফলাফলে হলও তাই ! বিজেপি প্রার্থী রেখা পাত্র তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের কাছে হারলেন 3 লক্ষ 33 হাজার 547 ভোটে । অর্থাৎ শাহজাহানের ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছে তৃণমূল প্রার্থী বিরাট ব‍্যবধানে জয়ী হওয়ায় ।

14 দিনের জেল হেফাজত শেষ হওয়ার পর শুক্রবার ফের সন্দেশখালি-কাণ্ডের 'মাস্টারমাইন্ড' জেলবন্দি শেখ শাহজাহানকে নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতে । তাঁরই সঙ্গে এদিন আদালতে তোলা হয় তাঁর ভাই শেখ আলমগীর, শাহজাহানের অনুগামী দিদার বক্স মোল্লা-সহ আরও কয়েকজনকে । শেখ শাহজাহানকে নিয়ে আসার আগে থেকেই এদিন আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগতরা । ফলে প্রিজন ভ‍্যান থেকে নামতেই শাহজাহানকে লক্ষ্য করে 'জয়ধ্বনি' দিতে শুরু করেন তাঁর অনুগামীরা । ওঠে 'জয় বাংলা' স্লোগানও ৷ এসব দেখে বেশ চনমনে ছিলেন শেখ শাহজাহান ।

এবারে লোকসভা ভোটে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে ভোটে বাজিমাৎ করতে চেয়েছিলেন বিরোধী দলের প্রার্থীরা । বিশেষ করে বিজেপি শেখ শাহজাহানের অত‍্যাচার, জমি জবরদখল, নারী নির্যাতন-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করেছিল এবারের নির্বাচনে । গেরুয়া শিবির নিশ্চিত ছিল, এই সমস্ত ইস্যু প্রভাব ফেলবে বসিরহাট লোকসভার ভোটে । পালটা শাসক শিবিরও সন্দেশখালি ইস্যু ভোঁতা করতে কোমর বেঁধে নেমেছিল । পালটা গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁরা অপপ্রচারের অভিযোগ এনে ঝাঁপিয়েছিল বসিরহাট কেন্দ্রের নির্বাচনে ।

ভোটের মাঝে এনিয়ে চলে দু'পক্ষের জোর কাটাছেঁড়া । তবে নির্বাচনী লড়াইয়ে শেষ হাসি হেসেছে শাসক শিবিরই ৷ ভোটের ফলাফলে একটা বিষয় স্পষ্ট, সন্দেশখালি-কাণ্ড কোনও দাগই কাটতে পারেনি বসিরহাটের নির্বাচনে । উলটে সন্দেশখালি ইস্যু বুমেরাং হয়েছে গেরুয়া শিবিরের জন্য । তা না হলে 3 লক্ষেরও বেশি ভোটে হারের মুখ দেখতে হত না বিজেপি প্রার্থী রেখা পাত্রকে । এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের ।

বসিরহাট, 7 জুন: নিজের ভবিষ্যদ্বাণী মিলে যেতেই মুখে চওড়া হাসি সন্দেশখালির একসময়ের 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের । ভোটের ফল প্রকাশের পর শুক্রবার জেলবন্দি শাহজাহানকে তোলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে । প্রিজন ভ‍্যান থেকে নামতেই সন্দেশখালির 'বাঘ'-কে লক্ষ্য করে এদিন 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন শাহজাহানের অনুগামীরা । তা দেখে শেখ শাহজাহানের মুখে দেখা যায় চওড়া হাসি । যদিও নিজের ভবিষ্যদ্বাণী নিয়ে এদিন কিছু বলেননি তৃণমূলের এই 'বহিষ্কৃত' নেতা । তিনি সোজা ঢুকে যান আদালত কক্ষে । তবে ভবিষ্যদ্বাণী নিয়ে মুখে কিছু না বললেও শাহজাহানের হাসিতেই তাঁর বক্তব্য লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

শাহজাহানকে আদালতে পেশ (নিজস্ব ভিডিয়ো)

প্রসঙ্গত, সপ্তম দফায় অর্থাৎ 1 জুন নির্বাচন ছিল বসিরহাট কেন্দ্রের । তার ঠিক আগে 24 মে বসিরহাট আদালত চত্বরে তাই নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী শুনিয়েছিলেন সন্দেশখালির এক সময়ের 'বেতাজ বাদশা' জেলবন্দি শেখ শাহজাহান । সেদিন তিনি দাবি করেছিলেন, রেখা পাত্র বসিরহাট থেকে 3 লক্ষেরও বেশি ভোটে হারবেন । ভোটের ফলাফলে হলও তাই ! বিজেপি প্রার্থী রেখা পাত্র তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের কাছে হারলেন 3 লক্ষ 33 হাজার 547 ভোটে । অর্থাৎ শাহজাহানের ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছে তৃণমূল প্রার্থী বিরাট ব‍্যবধানে জয়ী হওয়ায় ।

14 দিনের জেল হেফাজত শেষ হওয়ার পর শুক্রবার ফের সন্দেশখালি-কাণ্ডের 'মাস্টারমাইন্ড' জেলবন্দি শেখ শাহজাহানকে নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতে । তাঁরই সঙ্গে এদিন আদালতে তোলা হয় তাঁর ভাই শেখ আলমগীর, শাহজাহানের অনুগামী দিদার বক্স মোল্লা-সহ আরও কয়েকজনকে । শেখ শাহজাহানকে নিয়ে আসার আগে থেকেই এদিন আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগতরা । ফলে প্রিজন ভ‍্যান থেকে নামতেই শাহজাহানকে লক্ষ্য করে 'জয়ধ্বনি' দিতে শুরু করেন তাঁর অনুগামীরা । ওঠে 'জয় বাংলা' স্লোগানও ৷ এসব দেখে বেশ চনমনে ছিলেন শেখ শাহজাহান ।

এবারে লোকসভা ভোটে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে ভোটে বাজিমাৎ করতে চেয়েছিলেন বিরোধী দলের প্রার্থীরা । বিশেষ করে বিজেপি শেখ শাহজাহানের অত‍্যাচার, জমি জবরদখল, নারী নির্যাতন-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করেছিল এবারের নির্বাচনে । গেরুয়া শিবির নিশ্চিত ছিল, এই সমস্ত ইস্যু প্রভাব ফেলবে বসিরহাট লোকসভার ভোটে । পালটা শাসক শিবিরও সন্দেশখালি ইস্যু ভোঁতা করতে কোমর বেঁধে নেমেছিল । পালটা গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁরা অপপ্রচারের অভিযোগ এনে ঝাঁপিয়েছিল বসিরহাট কেন্দ্রের নির্বাচনে ।

ভোটের মাঝে এনিয়ে চলে দু'পক্ষের জোর কাটাছেঁড়া । তবে নির্বাচনী লড়াইয়ে শেষ হাসি হেসেছে শাসক শিবিরই ৷ ভোটের ফলাফলে একটা বিষয় স্পষ্ট, সন্দেশখালি-কাণ্ড কোনও দাগই কাটতে পারেনি বসিরহাটের নির্বাচনে । উলটে সন্দেশখালি ইস্যু বুমেরাং হয়েছে গেরুয়া শিবিরের জন্য । তা না হলে 3 লক্ষেরও বেশি ভোটে হারের মুখ দেখতে হত না বিজেপি প্রার্থী রেখা পাত্রকে । এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.