ETV Bharat / state

ইডি হেফাজতে জোর করে বয়ান লেখানো হয়েছে, ব্যাঙ্কশাল আদালতে অভিযোগ শেখ শাহজাহানের - Sandeshkhali Incident - SANDESHKHALI INCIDENT

Sheikh Shahjahan: ইডি হেফাজতে জোর করে তাকে দিয়ে বয়ান লেখানো হয়েছে ব্যাঙ্কশাল আদালতে, অভিযোগ শেখ শাহজাহানের ৷ তার পরিবারের লোকজনকে মাদক ও মহিলা পাচার মামলায় জড়িয়ে দেওয়া হবে ৷ এমনটা বলেই নাকি শাহজাহানের বয়ান নেয় ইডি।

Sheikh Shahjahan
Sheikh Shahjahan
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 9:03 PM IST

কলকাতা, 13 এপ্রিল: ইডি হেফাজতে জোর করে তাকে দিয়ে বয়ান লেখানো হয়েছে বলে ব্যাঙ্কশাল আদালতে অভিযোগ জানালেন সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহান। ইডিকে যে বয়ান দিয়েছে এবার সে তা প্রত্যাহার করতে চায় বলে ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানালেন শাহজাহানের আইনজীবী।

শনিবার ব্যাঙ্কশাল আদালতে সন্দেশখালি মামলার শুনানি ছিল। শাহজাহানের আইনজীবী যে আর্জি জানিয়েছেন, তাঁর বিরোধিতা করে ইডির আইনজীবী অভিজিৎ চক্রবর্তী জানান, এই মামলায় কারা সাক্ষী দিয়েছেন তা শাহজাহান জানে। তাই এখন যদি তাকে মুক্তি দেওয়া হয় তাহলে মামলায় অসুবিধা হবে। শাহজাহানের আয় বহির্ভূত অনেক সম্পত্তি রয়েছে। অন্যদিকে, শাহজাহানের আইনজীবী জাকির হুসেন বিস্ফোরক অভিযোগ করেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে।

তিনি আদালতকে জানিয়েছেন, ইডি তাকে হুমকি দিয়ে জোর করে বয়ান নিয়েছে। বয়ান না-দিলে তাকে তার পরিবারের লোকজনকে মাদক ও মহিলা পাচার মামলায় জড়িয়ে দেওয়া হবে। এরপরেই শাহজাহান বয়ান দেয়। এখন শাহজাহান তার দেওয়া বয়ান প্রত্যাহার করতে চাইছে ৷ যদিও ইডির আইনজীবী শাহজাহানের আইনজীবীর এই আবেদনকে গুরুত্ব দিতে চাননি। একইসঙ্গে আবেদনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শাহজাহান যে কাগজে আবেদন জানিয়েছে, তা চিঠি না আবেদন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে আদালত বিস্তারিত শুনানি করবে।

এর পাশাপাশি ইডিকে তাদের বক্তব্য লিখিত আকারে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। মামলার শুনানি শেষে শাহজাহানের আইনজীবী জানিয়েছেন, শাহজাহান আদালতে আবেদন করে জানিয়েছে সে নিজের ইচ্ছায় বয়ান দেয়নি ৷ আর সেই কারণেই সন্দেশখালি কাণ্ডের 'বেতাজ বাদশা' তার বয়ান প্রত্যাহার করতে চায়। যদিও শাহজাহানকে বাইরে এনিয়ে জিজ্ঞসা করা হলে তিনি মুখ খোলেনি। উল্লেখ্য, শনিবার সন্দেশখালি মামলার শুনানি ছিল আদালতে। শাহজাহানের বিচার বিভাগীয় হেফাজত চেয়ে আবেদন জানান ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। সূত্রের খবর, ইডি লিখিত আকারে আদালতকে জানিয়েছে, শাহজাহান তাদের কাছে জেরায় কী কী বলেছেন।

আরও পড়ুন:

  1. সাদা খাতায় 'কালো' হিসেব জমা করত শাহজাহান
  2. দু'বছরে চিংড়ি রফতানি করে শাহজাহানের মুনাফা 104 কোটি ! খতিয়ে দেখছে ইডি
  3. তদন্তে সাহায্য করছেন না শাহজাহান, হেফাজতে চেয়ে আদালতে ইডি

কলকাতা, 13 এপ্রিল: ইডি হেফাজতে জোর করে তাকে দিয়ে বয়ান লেখানো হয়েছে বলে ব্যাঙ্কশাল আদালতে অভিযোগ জানালেন সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহান। ইডিকে যে বয়ান দিয়েছে এবার সে তা প্রত্যাহার করতে চায় বলে ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানালেন শাহজাহানের আইনজীবী।

শনিবার ব্যাঙ্কশাল আদালতে সন্দেশখালি মামলার শুনানি ছিল। শাহজাহানের আইনজীবী যে আর্জি জানিয়েছেন, তাঁর বিরোধিতা করে ইডির আইনজীবী অভিজিৎ চক্রবর্তী জানান, এই মামলায় কারা সাক্ষী দিয়েছেন তা শাহজাহান জানে। তাই এখন যদি তাকে মুক্তি দেওয়া হয় তাহলে মামলায় অসুবিধা হবে। শাহজাহানের আয় বহির্ভূত অনেক সম্পত্তি রয়েছে। অন্যদিকে, শাহজাহানের আইনজীবী জাকির হুসেন বিস্ফোরক অভিযোগ করেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে।

তিনি আদালতকে জানিয়েছেন, ইডি তাকে হুমকি দিয়ে জোর করে বয়ান নিয়েছে। বয়ান না-দিলে তাকে তার পরিবারের লোকজনকে মাদক ও মহিলা পাচার মামলায় জড়িয়ে দেওয়া হবে। এরপরেই শাহজাহান বয়ান দেয়। এখন শাহজাহান তার দেওয়া বয়ান প্রত্যাহার করতে চাইছে ৷ যদিও ইডির আইনজীবী শাহজাহানের আইনজীবীর এই আবেদনকে গুরুত্ব দিতে চাননি। একইসঙ্গে আবেদনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শাহজাহান যে কাগজে আবেদন জানিয়েছে, তা চিঠি না আবেদন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে আদালত বিস্তারিত শুনানি করবে।

এর পাশাপাশি ইডিকে তাদের বক্তব্য লিখিত আকারে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। মামলার শুনানি শেষে শাহজাহানের আইনজীবী জানিয়েছেন, শাহজাহান আদালতে আবেদন করে জানিয়েছে সে নিজের ইচ্ছায় বয়ান দেয়নি ৷ আর সেই কারণেই সন্দেশখালি কাণ্ডের 'বেতাজ বাদশা' তার বয়ান প্রত্যাহার করতে চায়। যদিও শাহজাহানকে বাইরে এনিয়ে জিজ্ঞসা করা হলে তিনি মুখ খোলেনি। উল্লেখ্য, শনিবার সন্দেশখালি মামলার শুনানি ছিল আদালতে। শাহজাহানের বিচার বিভাগীয় হেফাজত চেয়ে আবেদন জানান ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। সূত্রের খবর, ইডি লিখিত আকারে আদালতকে জানিয়েছে, শাহজাহান তাদের কাছে জেরায় কী কী বলেছেন।

আরও পড়ুন:

  1. সাদা খাতায় 'কালো' হিসেব জমা করত শাহজাহান
  2. দু'বছরে চিংড়ি রফতানি করে শাহজাহানের মুনাফা 104 কোটি ! খতিয়ে দেখছে ইডি
  3. তদন্তে সাহায্য করছেন না শাহজাহান, হেফাজতে চেয়ে আদালতে ইডি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.