ETV Bharat / state

বাংলার মডেল চান পাওয়ার, তৃণমূল বলছে ধর্ষণবিরোধী আইন এনে দেশকে পথ দেখাচ্ছে বাংলা - Aparajita Woman and Child Bill 2024 - APARAJITA WOMAN AND CHILD BILL 2024

Aparajita Woman and Child Bill 2024: বাংলার মতোই ধর্ষণবিরোধী কঠোর আইনের দাবি জানালেন শরদ পাওয়ার ৷ আর তাঁর দাবিকে সামনে রেখেই তৃণমূল বলছে, ধর্ষণবিরোধী কড়া আইন এনে দেশকে পথ দেখাচ্ছে বাংলা ৷

ETV BHARAT
ধর্ষণবিরোধী আইন নিয়ে তৃণমূল নেতাদের বার্তা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 7:55 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে ধর্ষণবিরোধী কঠোর আইন চালু করতে মঙ্গলবারই অপরাজিতা উওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024 পাশ করেছে রাজ্য বিধানসভা । এই মুহূর্তে সেই বিল রাজ্যপালের অনুমতির অপেক্ষায় । রাজ্যপাল এবং রাষ্ট্রপতির অনুমোদন না-পেলে এই বিলের আইনি রূপ পাওয়া সম্ভব নয় । আর এর মাঝেই ন্যাশনাল কংগ্রেস পার্টি নেতা শরদ পাওয়ার তাঁর রাজ্য মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের কায়দায় কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের জন্য দাবি জানিয়েছেন ।

এই মুহূর্তে যখন আরজি কর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল, তখন দেশের পাশাপাশি বিদেশেও এই ঘটনা নিয়ে প্রতিবাদ আছড়ে পড়ছে । আর এই প্রতিবাদের মাঝেও মহারাষ্ট্রে বদলাপুরের মতো ঘটনা ঘটেছে । এক্ষেত্রে আগামী দিনে মহারাষ্ট্র সরকার যদি কোনও বিল আনতে চায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতোই যেন কড়া পদক্ষেপ সেই বিলে থাকে, এমনই দাবি জানিয়েছেন শরদ পাওয়ার । তাঁর এই দাবিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস দাবি করছে, বাংলাই দেশকে পথ দেখায় ।

প্রসঙ্গত, পাওয়ারের এই দাবির পর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা ভিডিয়ো বার্তার মাধ্যমে তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন । রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে শুরু করে কুণাল ঘোষ, প্রত্যেকেই গতকাল রাজ্য বিধানসভায় যেভাবে সর্বসম্মতিক্রমে ধর্ষণবিরোধী কড়া আইন পাশ হয়েছে, তার প্রশংসা করেছেন । এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "গতকাল অর্থাৎ মঙ্গলবার আমরা যে ধর্ষণ বিরোধী কঠোর বিল পাশ করেছি, তা ইতিহাস তৈরি করেছে । একাধিক রাজ্যে এই বিলের মতো বিল আনার চিন্তুাভাবনা করা করছে । ইতিমধ্যেই শরদ পওয়ারের মতো প্রবীণ নেতা মহারাষ্ট্রে এই রকম বিলের দাবি তুলেছেন । কাজেই এটা বলাই যায়, এক্ষেত্রে দেশকে পথ দেখাচ্ছে বাংলা ।"

অন্যদিকে, রাজ্যের অপর মন্ত্রী শশী পাঁজা বলেন, "পশ্চিমবঙ্গ পথ দেখিয়েছে । এরপর শরদ পাওয়ারের মতো প্রবীণ নেতাও চাইছেন তাঁদের রাজ্য পশ্চিমবঙ্গের দেখানো পথেই আইন তৈরি হোক ।"

অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিলের মাধ্যমে ইতিহাস তৈরি করেছেন । এটি শুধুমাত্র মৃত্যুদণ্ড নিশ্চিত করে না, বরং ধর্ষণের দোষীদের জন্য কঠোর শাস্তিরও আহ্বান জানায় । এটি মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করবে । এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর প্রধান শরদ পওয়ার এই বিলটিকে শুধু স্বাগত জানাননি, বরং এই বিলটিকে তিনি একটি 'মডেল' হিসাবেও অভিহিত করে বলেছেন যে, এটা সারা দেশে বাস্তবায়ন করা উচিত । উনি বলেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের দ্বারা একটি নজির স্থাপন করেছেন । বাংলা আজ যা ভাবে, ভারত আগামিকাল তাই ভাবে এবং ভাবতে হবে ।"

কলকাতা, 4 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে ধর্ষণবিরোধী কঠোর আইন চালু করতে মঙ্গলবারই অপরাজিতা উওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024 পাশ করেছে রাজ্য বিধানসভা । এই মুহূর্তে সেই বিল রাজ্যপালের অনুমতির অপেক্ষায় । রাজ্যপাল এবং রাষ্ট্রপতির অনুমোদন না-পেলে এই বিলের আইনি রূপ পাওয়া সম্ভব নয় । আর এর মাঝেই ন্যাশনাল কংগ্রেস পার্টি নেতা শরদ পাওয়ার তাঁর রাজ্য মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের কায়দায় কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের জন্য দাবি জানিয়েছেন ।

এই মুহূর্তে যখন আরজি কর কাণ্ড নিয়ে গোটা দেশ উত্তাল, তখন দেশের পাশাপাশি বিদেশেও এই ঘটনা নিয়ে প্রতিবাদ আছড়ে পড়ছে । আর এই প্রতিবাদের মাঝেও মহারাষ্ট্রে বদলাপুরের মতো ঘটনা ঘটেছে । এক্ষেত্রে আগামী দিনে মহারাষ্ট্র সরকার যদি কোনও বিল আনতে চায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতোই যেন কড়া পদক্ষেপ সেই বিলে থাকে, এমনই দাবি জানিয়েছেন শরদ পাওয়ার । তাঁর এই দাবিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস দাবি করছে, বাংলাই দেশকে পথ দেখায় ।

প্রসঙ্গত, পাওয়ারের এই দাবির পর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা ভিডিয়ো বার্তার মাধ্যমে তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন । রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে শুরু করে কুণাল ঘোষ, প্রত্যেকেই গতকাল রাজ্য বিধানসভায় যেভাবে সর্বসম্মতিক্রমে ধর্ষণবিরোধী কড়া আইন পাশ হয়েছে, তার প্রশংসা করেছেন । এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "গতকাল অর্থাৎ মঙ্গলবার আমরা যে ধর্ষণ বিরোধী কঠোর বিল পাশ করেছি, তা ইতিহাস তৈরি করেছে । একাধিক রাজ্যে এই বিলের মতো বিল আনার চিন্তুাভাবনা করা করছে । ইতিমধ্যেই শরদ পওয়ারের মতো প্রবীণ নেতা মহারাষ্ট্রে এই রকম বিলের দাবি তুলেছেন । কাজেই এটা বলাই যায়, এক্ষেত্রে দেশকে পথ দেখাচ্ছে বাংলা ।"

অন্যদিকে, রাজ্যের অপর মন্ত্রী শশী পাঁজা বলেন, "পশ্চিমবঙ্গ পথ দেখিয়েছে । এরপর শরদ পাওয়ারের মতো প্রবীণ নেতাও চাইছেন তাঁদের রাজ্য পশ্চিমবঙ্গের দেখানো পথেই আইন তৈরি হোক ।"

অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিলের মাধ্যমে ইতিহাস তৈরি করেছেন । এটি শুধুমাত্র মৃত্যুদণ্ড নিশ্চিত করে না, বরং ধর্ষণের দোষীদের জন্য কঠোর শাস্তিরও আহ্বান জানায় । এটি মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করবে । এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর প্রধান শরদ পওয়ার এই বিলটিকে শুধু স্বাগত জানাননি, বরং এই বিলটিকে তিনি একটি 'মডেল' হিসাবেও অভিহিত করে বলেছেন যে, এটা সারা দেশে বাস্তবায়ন করা উচিত । উনি বলেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের দ্বারা একটি নজির স্থাপন করেছেন । বাংলা আজ যা ভাবে, ভারত আগামিকাল তাই ভাবে এবং ভাবতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.