ETV Bharat / state

পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে

Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত ৷ সন্দেশখালিতে ইডির উপর হামলা চালানোর মামলায় তিনি মূল অভিযুক্ত ৷ গতরাতে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷

ETV Bharat
পুলিশি হেফাজতে শেখ শাহজাহানের
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 11:11 AM IST

Updated : Feb 29, 2024, 9:11 PM IST

10 দিনের পুলিশি হেফাজত শাহজাহানের

বসিরহাট, 29 ফেব্রুয়ারি: ইডি হামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত ৷ বুধবার রাতে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার হন শেখ শাহজাহান ৷ আজ তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

কড়া নিরাপত্তায় সকাল 10টা 50 মিনিট নাগাদ বসিরহাট মহকুমা আদালতের লকআপ থেকে আদালত কক্ষে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে ৷ আদালত কক্ষে ঢোকার সময় হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করেন ধৃত তৃণমূলের এই 'বাহুবলী' নেতা ৷ মেরেকেটে 10 থেকে 15 সেকেন্ডের মতো এজলাসের ভিতরে ছিলেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান ৷ পরে আবারও সেখান থেকে তিনি কোর্ট লকআপে ফিরে যান ৷ এদিন সাদা রঙের ধবধবে পোশাকেই আদালতের লকআপ থেকে বেরতে দেখা যায় শেখ শাহজাহানকে ৷ তবে আদালত চত্বরে তাঁর হাঁটাচলা দেখে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছে, রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরেও কীভাবে এত আত্মবিশ্বাসী ছিলেন শেখ শাহজাহান ? তাহলে কি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাই ঠিক ? শেখ শাহজাহানকে পাঁচতারা হোটেলের সুযোগ-সুবিধে দেওয়া হবে পুলিশি হেফাজতে ?

সূত্রের খবর, 10টা 50 মিনিট থেকে বেলা 11টা পর্যন্ত মাত্র 10 মিনিটেই শেখ শাহজাহান মামলায় সওয়াল-জবাব পর্ব শেষ হয়ে যায় ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাই প্রোফাইল এই তৃণমূল নেতার নিরাপত্তার স্বার্থেই এজলাসে তোলার কিছুক্ষণের মধ্যেই শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে ৷ পুলিশ 14 দিনের হেফাজত চাইলেও 10 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক ৷

এদিকে তাঁর গ্রেফতারির পরই সন্দেশখালিজুড়ে বেড়েছে পুলিশের নিরাপত্তা ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ৷ এই আশঙ্কাতেই পুলিশের তরফে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে ৷ শুধু সন্দেশখালি নয়, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বসিরহাট মহকুমা আদালত চত্বর ৷ আদালতে ঢোকা-বেরনোর প্রায় সব প্রবেশদ্বারই এই মুহূর্তে ব‍্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ মোতায়েন রয়েছে র‍্যাফ,কমব‍্যাট ফোর্স সহ রণসজ্জায় সজ্জিত পুলিশের বাহিনী ৷

গত 5 জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷ তাঁকে গ্রেফতার করা নিয়ে বিরোধীদের চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আদালতের স্থগিতাদেশের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না ৷

এখানে ইডির ভূমিকা প্রসঙ্গে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, "সংবাদমাধ্যমে, চ্যানেলে বলা হয়েছে, পুলিশ ইচ্ছাকৃত শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না ৷ আমি স্পষ্ট করে বলতে চাই এটা ভুল, অপপ্রচার ৷ আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল ৷ দিনদুয়েক আগে মাননীয় উচ্চআদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে, গ্রেফতারিতে কোনও বিধিনিষেধ নেই ৷ তারপর আমরা জোরকদমে তল্লাশি শুরু করি ৷ গতরাতে মিনাখাঁ থানার বামনপুকুর থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করি ৷" এরপর তিনি প্রশ্ন করেন, "আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই, ইডির উপর ছিল না ৷ তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি ? সেই প্রশ্নটাও প্রাসঙ্গিক ৷"

আরও পড়ুন:

  1. 'আমাদের আইনি বাধা ছিল, ইডির ছিল না', শাহজাহানের গ্রেফতারির পর মন্তব্য পুলিশের
  2. হাইকোর্টের নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার শাহজাহান
  3. আদালতের 'বাধা' সরতেই পুলিশের জালে শাহজাহান, অভিষেককেই কৃতিত্ব কুণালের

10 দিনের পুলিশি হেফাজত শাহজাহানের

বসিরহাট, 29 ফেব্রুয়ারি: ইডি হামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত ৷ বুধবার রাতে উত্তর 24 পরগনার মিনাখাঁ থেকে গ্রেফতার হন শেখ শাহজাহান ৷ আজ তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

কড়া নিরাপত্তায় সকাল 10টা 50 মিনিট নাগাদ বসিরহাট মহকুমা আদালতের লকআপ থেকে আদালত কক্ষে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে ৷ আদালত কক্ষে ঢোকার সময় হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করেন ধৃত তৃণমূলের এই 'বাহুবলী' নেতা ৷ মেরেকেটে 10 থেকে 15 সেকেন্ডের মতো এজলাসের ভিতরে ছিলেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান ৷ পরে আবারও সেখান থেকে তিনি কোর্ট লকআপে ফিরে যান ৷ এদিন সাদা রঙের ধবধবে পোশাকেই আদালতের লকআপ থেকে বেরতে দেখা যায় শেখ শাহজাহানকে ৷ তবে আদালত চত্বরে তাঁর হাঁটাচলা দেখে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছে, রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরেও কীভাবে এত আত্মবিশ্বাসী ছিলেন শেখ শাহজাহান ? তাহলে কি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাই ঠিক ? শেখ শাহজাহানকে পাঁচতারা হোটেলের সুযোগ-সুবিধে দেওয়া হবে পুলিশি হেফাজতে ?

সূত্রের খবর, 10টা 50 মিনিট থেকে বেলা 11টা পর্যন্ত মাত্র 10 মিনিটেই শেখ শাহজাহান মামলায় সওয়াল-জবাব পর্ব শেষ হয়ে যায় ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাই প্রোফাইল এই তৃণমূল নেতার নিরাপত্তার স্বার্থেই এজলাসে তোলার কিছুক্ষণের মধ্যেই শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে ৷ পুলিশ 14 দিনের হেফাজত চাইলেও 10 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক ৷

এদিকে তাঁর গ্রেফতারির পরই সন্দেশখালিজুড়ে বেড়েছে পুলিশের নিরাপত্তা ৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে ৷ এই আশঙ্কাতেই পুলিশের তরফে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে ৷ শুধু সন্দেশখালি নয়, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বসিরহাট মহকুমা আদালত চত্বর ৷ আদালতে ঢোকা-বেরনোর প্রায় সব প্রবেশদ্বারই এই মুহূর্তে ব‍্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ মোতায়েন রয়েছে র‍্যাফ,কমব‍্যাট ফোর্স সহ রণসজ্জায় সজ্জিত পুলিশের বাহিনী ৷

গত 5 জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷ তাঁকে গ্রেফতার করা নিয়ে বিরোধীদের চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আদালতের স্থগিতাদেশের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না ৷

এখানে ইডির ভূমিকা প্রসঙ্গে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, "সংবাদমাধ্যমে, চ্যানেলে বলা হয়েছে, পুলিশ ইচ্ছাকৃত শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না ৷ আমি স্পষ্ট করে বলতে চাই এটা ভুল, অপপ্রচার ৷ আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল ৷ দিনদুয়েক আগে মাননীয় উচ্চআদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে, গ্রেফতারিতে কোনও বিধিনিষেধ নেই ৷ তারপর আমরা জোরকদমে তল্লাশি শুরু করি ৷ গতরাতে মিনাখাঁ থানার বামনপুকুর থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করি ৷" এরপর তিনি প্রশ্ন করেন, "আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই, ইডির উপর ছিল না ৷ তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি ? সেই প্রশ্নটাও প্রাসঙ্গিক ৷"

আরও পড়ুন:

  1. 'আমাদের আইনি বাধা ছিল, ইডির ছিল না', শাহজাহানের গ্রেফতারির পর মন্তব্য পুলিশের
  2. হাইকোর্টের নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার শাহজাহান
  3. আদালতের 'বাধা' সরতেই পুলিশের জালে শাহজাহান, অভিষেককেই কৃতিত্ব কুণালের
Last Updated : Feb 29, 2024, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.