হায়দরাবাদ, 4 ডিসেম্বর: এনগেজমেন্টের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা ৷ হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োতে বসেছে জমকালো বিয়ের আসর ৷ ভারতীয় বিনোদন জগতের একাধিক তারকা নবদম্পতিকে আশীর্বাদ জানাতে উপস্থিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে ৷
অভিনেতা থেকে ক্রিকেটার, রাজনীতিবিদ থেকে পরিচালক ও কাছের বন্ধুরা দক্ষিণের অন্যতম বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ৷ তালিকায় রয়েছেন আল্লু অর্জুন ও তাঁর পরিবার, প্রভাস, পরিচালক এসএস রাজামৌলি ৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আক্কিয়েনি পরিবারের অন্যান্য সদস্যরাও ৷ থাকছে দগ্গাবুটি পরিবার, চিরঞ্জীবির পরিবার ৷ অর্থাৎ চিরঞ্জীবির সঙ্গে উপস্থিত থাকছেন তাঁর স্ত্রী সুরেখা, ছেলে রাম চরণ, পুত্রবধু উপাসনা কোনিডেলা ৷
শোনা গিয়েছে, মহেশ বাবা ও নম্রোতা শিরোকদারও নাগা-শোভিতার বিয়েতে উপস্থিত থাকবেন ৷ অন্যদিকে, বিয়েতে উপস্থিত থাকার কথা জুনিয়র এনটিআর ও তাঁর স্ত্রী লক্ষ্মী প্রনথির ৷ পাশাপাশি, শোভিতার খুব ভালো বন্ধু নয়নতারা ৷ ফলে এই বিয়েতে তাঁর উপস্থিতিও লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে ৷ শুধু তাই নয়, ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধুও উপস্থিত থাকছেন এই বিয়ের অনুষ্ঠানে ৷
নাগা চৈতন্য ঠাকুরদা আক্কিয়েনি নাগেশ্বর রাও অন্নপূর্ণা স্টুডিয়ো তৈরি করেছিলেন ৷ ফলে স্মৃতি বিজারিত সেই জায়গাতেই দ্বিতীয়বার নতুন জীবনের সূচণা করতে যাচ্ছেন নাগা ৷ শোনা গিয়েছে, বিশেষ দিনে শোভিতা বিয়ের সাজ হিসাবে বেছে নিয়েছেন সোনার জরির কাজ করা কাঞ্জিভরম শাড়ি ৷ সঙ্গে সাজ সম্পূর্ণ করার জন্য থাকবে ভারী সোনার গয়না ৷ অন্যদিকে, নাগাকে দেখা যাবে পরিবারের ঐতিহ্যবাহী 'পাঞ্চা' (Pancha) পোশাকে ৷