হাওড়া, 19 সেপ্টেম্বর: হাওড়ায় সাতসকালে দুর্ঘটনা ৷ আচমকাই ভেঙে পড়ল একটি কাপড়ের গুদামের ছাদ ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শ্রমিকের ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়িতে ৷ শ্রমিকেরা রাতে ওই গুদামে ঘুমোচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷ সেই সময় মর্মান্তিক পরিণতি হয় তাঁদের মধ্যে চারজনের ৷ মৃতরা হলেন মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাতো । বর্তমানে গুদামের সামনে মোতায়েন রয়েছে পুলিশ ।
হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, "আজ ভোর 5টার দিকে ঘটনাটি ঘটেছে ৷ 9 জন শ্রমিক ওই গুদামের মধ্যে ঘুমোচ্ছিলেন ৷ তখন গুদামের ছাদ ভেঙে পড়ে ৷ হঠাৎই আওয়াজ পেয়ে 5 জন শ্রমিক গুদাম থেকে কোনওরকমে বেরিয়ে যান ৷ বাকি 4 জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ৷ আমরা এসে দ্রুততার সঙ্গে তাঁদের উদ্ধার করার চেষ্টা করি ৷"
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ঘুসুড়়ির জেএন মুখার্জি রোডের একটি ছাঁট কাপড়ের গুদাম থেকে জোরে কোনও কিছু পড়ার শব্দ পান স্থানীয়েরা । ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন গুদামের ছাদের একাংশ ভেঙে পড়ে রয়েছে । খবর দেওয়া হয় পুলিশকে । ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী-সহ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্তারা । দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরাও ঘটনাস্থলে আসেন ৷ তাঁরা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ শুরু করেন ।
ধ্বংসস্তূপের নীচ থেকে প্রথমে একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয় । চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আরও তিনজন শ্রমিককে । তাঁদের দেহে অবশ্য প্রাণের স্পন্দন মেলেনি । কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ।