ETV Bharat / state

ময়নাগুড়িতে মালগাড়ি বেলাইন ! ঘুরপথে চলছে রাজধানী-সহ একাধিক দুরপাল্লার ট্রেন - Goods Train Derailment in Bengal

Goods Train Derails: ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ির 6টি বগি ৷ ছিঁড়ে গিয়েছে ওভারহেডের তার ৷ তাই রাজধানী-সহ একাধিক দুরপাল্লার এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ ৷ দেখে নিন কোন কোন ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে ৷

Goods Train Derails
ঘুরপথে চলছে একাধিক এক্সপ্রেস ট্রেন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 1:49 PM IST

জলপাইগুড়ি, 24 সেপ্টেম্বর: নিউ ময়নাগুড়ি ষ্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিপাকে রেল মন্ত্রক । দুর্ঘটনার জন্য ছিঁড়ে পড়েছে ওভারহেডের তার ৷ তাই, রাজধানী-সহ 9টি এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিল উত্তর-পুর্ব সীমান্ত রেল ৷

মঙ্গলবার সকাল 6টা 25 মিনিট নাগাদ ধূপগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখে বেলাইন হয়ে যায় একটি খালি মালগাড়ির 6টি বগি ৷ নিউ জলপাইগুড়ি থেকে অসমগামী মেন লাইনে এই দুর্ঘটনাটি হওয়ায় বন্ধ হয়ে যায় রেল চলাচল ৷ যুদ্ধকালীন তরপরতায় রেললাইন মেরামতির কাজ শুরু হয় ৷ আর সেকারণে দুরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেয় রেল ৷

কোন পথে চলছে দুরপাল্লার এক্সপ্রেস ট্রেন ?

15704 দেওঘর-আগরতলা এক্সপ্রেস চলছে নিউ জলপাইগুড়ি-নিউ মাল-হাসিমারা-আলিপুরদুয়ার জংশন দিয়ে

15804 আপ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস চলছে নিউ জলপাইগুড়ি-নিউ মাল-হাসিমারা-আলিপুরদুয়ার জংশন দিয়ে

মাথাভাঙা-নিউ কোচবিহার দিয়ে চলছে গোমতি নগর-কামাক্ষ্যা এক্সপ্রেস

মাথাভাঙা-নিউ কোচবিহার দিয়ে চলছে হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, আনন্দ বিহার-গুয়াহাটি কামাক্ষ্যা এক্সপ্রেস

নিউ কোচবিহার-মাথাভাঙা-রানীনগর দিয়ে চলছে 20501 আগরতলা-আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস, 14037 সিলচর-নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, 12423 ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, 12510 গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস ও 20505 ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস

উত্তর-পুর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, দুরপাল্লার একাধিক ট্রেনের পথ পরিবর্তনের পাশাপাশি সাময়িক ভাবে বাতিল করা হয়েছে 15704 বঙ্গাইগাও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসকে ৷

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম । তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে । তিনি বলেন, "কয়েক কিলোমিটার রেললাইন পুরো চেক করা হয়েছে । কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও দেখা হচ্ছে ৷ দ্রুততার সঙ্গে রেললাইনকে মেরামতের চেস্টা করছি আমরা । কয়েকশো রেলকর্মীকে নামানো হয়েছে কাজের জন্য ।"

জলপাইগুড়ি, 24 সেপ্টেম্বর: নিউ ময়নাগুড়ি ষ্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিপাকে রেল মন্ত্রক । দুর্ঘটনার জন্য ছিঁড়ে পড়েছে ওভারহেডের তার ৷ তাই, রাজধানী-সহ 9টি এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিল উত্তর-পুর্ব সীমান্ত রেল ৷

মঙ্গলবার সকাল 6টা 25 মিনিট নাগাদ ধূপগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখে বেলাইন হয়ে যায় একটি খালি মালগাড়ির 6টি বগি ৷ নিউ জলপাইগুড়ি থেকে অসমগামী মেন লাইনে এই দুর্ঘটনাটি হওয়ায় বন্ধ হয়ে যায় রেল চলাচল ৷ যুদ্ধকালীন তরপরতায় রেললাইন মেরামতির কাজ শুরু হয় ৷ আর সেকারণে দুরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেয় রেল ৷

কোন পথে চলছে দুরপাল্লার এক্সপ্রেস ট্রেন ?

15704 দেওঘর-আগরতলা এক্সপ্রেস চলছে নিউ জলপাইগুড়ি-নিউ মাল-হাসিমারা-আলিপুরদুয়ার জংশন দিয়ে

15804 আপ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস চলছে নিউ জলপাইগুড়ি-নিউ মাল-হাসিমারা-আলিপুরদুয়ার জংশন দিয়ে

মাথাভাঙা-নিউ কোচবিহার দিয়ে চলছে গোমতি নগর-কামাক্ষ্যা এক্সপ্রেস

মাথাভাঙা-নিউ কোচবিহার দিয়ে চলছে হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, আনন্দ বিহার-গুয়াহাটি কামাক্ষ্যা এক্সপ্রেস

নিউ কোচবিহার-মাথাভাঙা-রানীনগর দিয়ে চলছে 20501 আগরতলা-আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস, 14037 সিলচর-নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, 12423 ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, 12510 গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস ও 20505 ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস

উত্তর-পুর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, দুরপাল্লার একাধিক ট্রেনের পথ পরিবর্তনের পাশাপাশি সাময়িক ভাবে বাতিল করা হয়েছে 15704 বঙ্গাইগাও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসকে ৷

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম । তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে । তিনি বলেন, "কয়েক কিলোমিটার রেললাইন পুরো চেক করা হয়েছে । কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও দেখা হচ্ছে ৷ দ্রুততার সঙ্গে রেললাইনকে মেরামতের চেস্টা করছি আমরা । কয়েকশো রেলকর্মীকে নামানো হয়েছে কাজের জন্য ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.