ETV Bharat / bharat

যন্ত্রের মহিমা ! সফলভাবে ফুসফুস অপসারণ, রোবটের হাতযশে প্রাণ পেলেন ক্যানসারের রোগী - ROBOTIC SURGERY

অস্ত্রোপচারের পর রোগীকে সরাসরি ওয়ার্ডে স্থানান্তর করা হয় । আইসিইউ’র প্রয়োজন পড়েনি । 22 বছরের যুবকের প্রাণ বাঁচল রোবোটিক সার্জারির সাহায্যে ৷

Robotic Surgery
এইমস যোধপুরে অসাধ্যসাধন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 6:08 PM IST

যোধপুর, 15 নভেম্বর: অসাধ্যসাধন এইমস যোধপুরে ৷ ডাক্তারদের নয়, অসাধ্যসাধন সম্ভব হয়েছে যন্ত্রের হাতযশে ৷ সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগে জীবন ফিরে পেয়েছেন জটিল ক্যানসারে আক্রান্ত রোগী ৷ শ্রীগঙ্গানগরের 22 বছর বয়সি যুবককে বাঁচানো গিয়েছে রোবোটিক সার্জারির মাধ্যমে ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের ডান ফুসফুসের উপরের অংশে এবং বায়ুনালীতে (ব্রঙ্কাস) ক্যানসার হয়েছিল । এই ধরনের ক্ষেত্রে, ওপেন সার্জারি করা হয় ৷ অর্থাৎ বুক কেটে পুরো ফুসফুস অপসারণ করা হয় ৷ সেই জটিল রোবোটিক সার্জারি হল এইমসে। রোবোটিক সার্জারিতে রোগীর ডান ফুসফুসের উপরের অংশ এবং শ্বাসনালীর ক্যানসারযুক্ত অংশ কেটে ফেলা হল। সেসময় অবশিষ্ট ডান ফুসফুসের নীচের অংশটি উইন্ডপাইপের সঙ্গে সংযুক্ত ছিল । রোগী এখন দেড়খানা ফুসফুস দিয়েই শ্বাস নিতে পারবে ।

Robotic Surgery
রোবটের হাতযশে প্রাণ পেলেন ক্যানসারের রোগী (ইটিভি ভারত)

সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের প্রধান ডাঃ জীবন রাম বিষ্ণোই জানান, পালমোনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. নিশান্ত ভরদ্বাজের কাছে চিকিৎসা করানোর সময় ওই রোগীর ক্যানসার ধরা পড়ে । অস্ত্রোপচারের মাধ্যমে এই ধরনের টিউমার অপসারণ করতে ওপেন সার্জারি করা হয় ৷ ফলে রোগীর অস্ত্রোপচারের পর সুস্থ হতে অনেক সময় লাগে । অস্ত্রোপচারের পর রোগীকে আইসিইউতে রাখায় নিউমোনিয়া, বুকে ব্যথার মতো নানা জটিলতার সম্ভাবনাও থাকে । কিন্তু এক্ষেত্রে দিনকয়েকের মধ্য়েই সম্পূর্ণ সুস্থ হওয়ার পর রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে ।

মাত্র 12 মিমি কেটেই অস্ত্রোপচার: এই অস্ত্রোপচারটিতে বুকে মাত্র 8 এবং 12 মিমি ছেদ করা হয়েছিল । অস্ত্রোপচারের পর রোগীকে সরাসরি ওয়ার্ডে স্থানান্তর করা হয় । আইসিইউর প্রয়োজন পড়েনি । রোগীকে পাঁচ দিনের মধ্যেই হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন

যোধপুর, 15 নভেম্বর: অসাধ্যসাধন এইমস যোধপুরে ৷ ডাক্তারদের নয়, অসাধ্যসাধন সম্ভব হয়েছে যন্ত্রের হাতযশে ৷ সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগে জীবন ফিরে পেয়েছেন জটিল ক্যানসারে আক্রান্ত রোগী ৷ শ্রীগঙ্গানগরের 22 বছর বয়সি যুবককে বাঁচানো গিয়েছে রোবোটিক সার্জারির মাধ্যমে ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের ডান ফুসফুসের উপরের অংশে এবং বায়ুনালীতে (ব্রঙ্কাস) ক্যানসার হয়েছিল । এই ধরনের ক্ষেত্রে, ওপেন সার্জারি করা হয় ৷ অর্থাৎ বুক কেটে পুরো ফুসফুস অপসারণ করা হয় ৷ সেই জটিল রোবোটিক সার্জারি হল এইমসে। রোবোটিক সার্জারিতে রোগীর ডান ফুসফুসের উপরের অংশ এবং শ্বাসনালীর ক্যানসারযুক্ত অংশ কেটে ফেলা হল। সেসময় অবশিষ্ট ডান ফুসফুসের নীচের অংশটি উইন্ডপাইপের সঙ্গে সংযুক্ত ছিল । রোগী এখন দেড়খানা ফুসফুস দিয়েই শ্বাস নিতে পারবে ।

Robotic Surgery
রোবটের হাতযশে প্রাণ পেলেন ক্যানসারের রোগী (ইটিভি ভারত)

সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের প্রধান ডাঃ জীবন রাম বিষ্ণোই জানান, পালমোনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. নিশান্ত ভরদ্বাজের কাছে চিকিৎসা করানোর সময় ওই রোগীর ক্যানসার ধরা পড়ে । অস্ত্রোপচারের মাধ্যমে এই ধরনের টিউমার অপসারণ করতে ওপেন সার্জারি করা হয় ৷ ফলে রোগীর অস্ত্রোপচারের পর সুস্থ হতে অনেক সময় লাগে । অস্ত্রোপচারের পর রোগীকে আইসিইউতে রাখায় নিউমোনিয়া, বুকে ব্যথার মতো নানা জটিলতার সম্ভাবনাও থাকে । কিন্তু এক্ষেত্রে দিনকয়েকের মধ্য়েই সম্পূর্ণ সুস্থ হওয়ার পর রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে ।

মাত্র 12 মিমি কেটেই অস্ত্রোপচার: এই অস্ত্রোপচারটিতে বুকে মাত্র 8 এবং 12 মিমি ছেদ করা হয়েছিল । অস্ত্রোপচারের পর রোগীকে সরাসরি ওয়ার্ডে স্থানান্তর করা হয় । আইসিইউর প্রয়োজন পড়েনি । রোগীকে পাঁচ দিনের মধ্যেই হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.