ETV Bharat / state

কালবৈশাখীতে মহিলা-সহ মৃত অন্তত 4, আহত শতাধিক; যাচ্ছেন মমতা-রাজ্যপাল - Norwester in Jalpaiguri

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 5:47 PM IST

Updated : Mar 31, 2024, 10:45 PM IST

Norwester in Jalpaiguri: জলপাইগুড়িতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির জোড়া ফলা ৷ আর তার জেরে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের ৷ প্রাণহানির পাশাপাশি অনেকে আহত হয়েছে বলে খবর ৷ সেই সঙ্গে বেশকিছু ক্ষয়ক্ষতিও হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

জলপাইগুড়িতে কালবৈশাখী


জলপাইগুড়ি, 31 মার্চ: কয়েক মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড জলপাইগুড়ি ৷ আর তার জেরে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের ৷ মৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং 1 জন মহিলা রয়েছেন ৷ অন্যদিকে, আহতের সংখ্যায় বেড়ে শতাধিক হয়েছে ৷ 65 জনকে আপাতত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভরতি করানো হয়েছে ৷ জানা গিয়েছে, ঘটনার খবর পেয়েই জলপাইগুড়ির আসার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাতেই ঘটনাস্থলে পৌঁছে যেতে পারেন তিনি। সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসও ঘটনাস্থলে যেতে পারেন। তার আগে ঝড় মোকাবিলায় রাজভবনে একটি জরুরি সেলও গঠন করেছেন রাজ্যপাল।

হাসপাতাল সূত্রে খবর, যাঁদের মাথায় বা অন্যান্য অঙ্গে গুরুতর চোট লেগেছে, তাঁদের প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করা হচ্ছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চিকিৎসক প্রদীপ কুমার বর্মা ৷ রবিবার দুপুরের পরে আচমকা শুরু হওয়া এই ঝড়ের জেরে হাহাকার পড়ে যায় চারদিকে ৷ কিছুক্ষণের মধ্যে শুরু হয় শিলাবৃষ্টি ৷ এই ঝড়ে বেশ কয়েক জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে ৷ পরবর্তী কোনও দুর্ঘটনা এড়াতে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷

রবিবার দুপুর গড়াতেই হঠাৎই ঝড়ের তাণ্ডব জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা জুড়ে, সঙ্গে শিলাবৃষ্টি ৷ যে ঘটনায় গাছ ভেঙে, তাতে চাপে পড়ে মৃত্যু হয়েছে 4 জনের ৷ একজনের নাম দ্বীজেন্দ্র নারায়ণ সরকার, বয়স 52 বছর ৷ তাঁর বাড়ি জসলপাইগুড়ি শহরের সেন পাড়ার কালীতলা রোডে ৷ জলপাইগুড়ি জেলা স্কুলের পিছনে সুকান্তনগরে তাঁর উপর গাছ চাপা পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী ৷ গাছের ডাল কেটে তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

অন্যদিকে, জলপাইগুড়ি গোশালামোড় এলাকার বাসিন্দা অনিমা রায় (49) কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে মারা গিয়েছেন ৷ মৃতদের মধ্যে বাকিরা হলেন যোগেন রায় (70) এবং সমর রায় (64) ৷ হাসপাতালে এদের সকলকেই মৃত অবস্থায় আনা হয়েছিল ৷ অন্যদিকে, এক শিশুর অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে ৷

এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোকপ্রকাশ করে ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি লেখেন, "জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় আজ বিকেলে আচমকা ঝড় ও ভারীবৃষ্টির ফলে বিপর্যয় দেখা দিয়েছে ৷ এর ফলে মানুষের প্রাণহানি, আহত, ঘরবাড়ির ক্ষতি, গাছ ভেঙে পড়া ও বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে ৷ জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএজি ও কুইক রেসপন্স টিম বিপর্যয় মোকাবিলা করতে ও সাহায্যের জন্য কাজ করছে ৷ আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছি এবং আমি নিশ্চিত জেলা প্রশাসন লাগাতার উদ্ধার ও সাহায্যের জন্য সবরকম ব্যবস্থা করছে ৷"

কালবৈশাখীতে জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি ব্লকে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির ফলে একাধিক টালির বাড়ির চালের ক্ষতি হয়েছে ৷ কোথাও কোথাও ঝড়ের দাপটে জলের ট্যাঙ্ক উড়ে গিয়েছে বলে খবর ৷ জলপাইগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের উত্তররায়কত পাড়ায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ৷ একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায় ৷ পুলিশ, দমকল ও পৌরসভার বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে ৷

জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে ৷ ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার কথা জানিয়েছে প্রশাসন ৷ ঝড়ে আহতদের দেখতে বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র দাস ৷

আরও পড়ুন:

  1. অস্বস্তিকর গরমে জেরবার অবস্থা চলবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  2. এপ্রিলের প্রথমেই পারদ চড়বে চল্লিশে, উত্তর-দক্ষিণে হালকা বৃষ্টির পূর্বাভাস

জলপাইগুড়িতে কালবৈশাখী


জলপাইগুড়ি, 31 মার্চ: কয়েক মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড জলপাইগুড়ি ৷ আর তার জেরে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের ৷ মৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং 1 জন মহিলা রয়েছেন ৷ অন্যদিকে, আহতের সংখ্যায় বেড়ে শতাধিক হয়েছে ৷ 65 জনকে আপাতত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভরতি করানো হয়েছে ৷ জানা গিয়েছে, ঘটনার খবর পেয়েই জলপাইগুড়ির আসার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাতেই ঘটনাস্থলে পৌঁছে যেতে পারেন তিনি। সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসও ঘটনাস্থলে যেতে পারেন। তার আগে ঝড় মোকাবিলায় রাজভবনে একটি জরুরি সেলও গঠন করেছেন রাজ্যপাল।

হাসপাতাল সূত্রে খবর, যাঁদের মাথায় বা অন্যান্য অঙ্গে গুরুতর চোট লেগেছে, তাঁদের প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করা হচ্ছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চিকিৎসক প্রদীপ কুমার বর্মা ৷ রবিবার দুপুরের পরে আচমকা শুরু হওয়া এই ঝড়ের জেরে হাহাকার পড়ে যায় চারদিকে ৷ কিছুক্ষণের মধ্যে শুরু হয় শিলাবৃষ্টি ৷ এই ঝড়ে বেশ কয়েক জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে ৷ পরবর্তী কোনও দুর্ঘটনা এড়াতে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷

রবিবার দুপুর গড়াতেই হঠাৎই ঝড়ের তাণ্ডব জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা জুড়ে, সঙ্গে শিলাবৃষ্টি ৷ যে ঘটনায় গাছ ভেঙে, তাতে চাপে পড়ে মৃত্যু হয়েছে 4 জনের ৷ একজনের নাম দ্বীজেন্দ্র নারায়ণ সরকার, বয়স 52 বছর ৷ তাঁর বাড়ি জসলপাইগুড়ি শহরের সেন পাড়ার কালীতলা রোডে ৷ জলপাইগুড়ি জেলা স্কুলের পিছনে সুকান্তনগরে তাঁর উপর গাছ চাপা পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী ৷ গাছের ডাল কেটে তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

অন্যদিকে, জলপাইগুড়ি গোশালামোড় এলাকার বাসিন্দা অনিমা রায় (49) কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে মারা গিয়েছেন ৷ মৃতদের মধ্যে বাকিরা হলেন যোগেন রায় (70) এবং সমর রায় (64) ৷ হাসপাতালে এদের সকলকেই মৃত অবস্থায় আনা হয়েছিল ৷ অন্যদিকে, এক শিশুর অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে ৷

এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোকপ্রকাশ করে ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি লেখেন, "জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় আজ বিকেলে আচমকা ঝড় ও ভারীবৃষ্টির ফলে বিপর্যয় দেখা দিয়েছে ৷ এর ফলে মানুষের প্রাণহানি, আহত, ঘরবাড়ির ক্ষতি, গাছ ভেঙে পড়া ও বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে ৷ জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএজি ও কুইক রেসপন্স টিম বিপর্যয় মোকাবিলা করতে ও সাহায্যের জন্য কাজ করছে ৷ আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছি এবং আমি নিশ্চিত জেলা প্রশাসন লাগাতার উদ্ধার ও সাহায্যের জন্য সবরকম ব্যবস্থা করছে ৷"

কালবৈশাখীতে জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি ব্লকে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির ফলে একাধিক টালির বাড়ির চালের ক্ষতি হয়েছে ৷ কোথাও কোথাও ঝড়ের দাপটে জলের ট্যাঙ্ক উড়ে গিয়েছে বলে খবর ৷ জলপাইগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের উত্তররায়কত পাড়ায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ৷ একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায় ৷ পুলিশ, দমকল ও পৌরসভার বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে ৷

জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে ৷ ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার কথা জানিয়েছে প্রশাসন ৷ ঝড়ে আহতদের দেখতে বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র দাস ৷

আরও পড়ুন:

  1. অস্বস্তিকর গরমে জেরবার অবস্থা চলবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  2. এপ্রিলের প্রথমেই পারদ চড়বে চল্লিশে, উত্তর-দক্ষিণে হালকা বৃষ্টির পূর্বাভাস
Last Updated : Mar 31, 2024, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.