ETV Bharat / state

একজন হকারের একাধিক স্টল, ডিজিটাল সমীক্ষায় তথ্য মিলতেই কড়া পৌরনিগম - KMC DIGITAL HAWKER SURVEY - KMC DIGITAL HAWKER SURVEY

Hawker Survey Result: প্রথমবার ডিজিটাল হকার সমীক্ষায় উঠে এল অবাক করা তথ্য ৷ একেকজন হকারের নামে একাধিক স্টল রয়েছে ৷ এই ধরনের হকারদের সংখ্যা নেহাত কম নয় ৷ এই ক্ষেত্রে কলকাতা পুরনিগম কড়া পদক্ষেপ করবে বলে জানিয়েছেন হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার ৷

Kolkata Municipal Corporation News
কলকাতা পুরনিগমের ডিজিটাল হকার সার্ভে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 8:22 PM IST

কলকাতা, 31 জুলাই: গড়িয়াহাট বা হাতিবাগান এলাকায় একজন হকারের একাধিক স্টলের হদিশ মিলল ৷ দেদার স্টল ভাড়া দিয়ে মাস গেলে একলপ্তে আসছে মোটা অঙ্কের টাকা । চোখ কপালে ওঠা এমন তথ্য ধরা পড়ল হকারদের ডিজিটাল সমীক্ষায় ৷ সেই তথ্য টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) পাশাপশি পাঠানো হচ্ছে নবান্নের তৈরি 5 সদস্যের হাই পাওয়ার কমিটির কাছে ৷

তারাই চূড়ান্ত ব্যবস্থা নেবে এই সব হকারদের বিরুদ্ধে । টাউন ভেন্ডিং কমিটির বৈঠক শেষে বুধবার এমনটাই জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার ৷

ডিজিটাল হকার সমীক্ষা কী বলছে ?

জানা গিয়েছে, 30 জুলাই পর্যন্ত হওয়া সমীক্ষা অনুযায়ী কলকাতার বিভিন্ন অংশে 11 হাজার 597 জন হকারের নাম নথিভুক্ত করা হয়েছে ৷ এই কাজ করতে গিয়েই গড়িয়াহাট, হাতিবাগান ও নিউ মার্কেট-সহ একাধিক জায়গায় নজরে এসেছে একই হকারের নামে একাধিক স্টল । স্থায়ী বা অস্থায়ী চাকরি না মিললে সংসার চালাতে অনেক ছেলেই হকারি করে । সেই মানবিক দিক থেকেই হকার উচ্ছেদ নয়, বরং আইনিভাবে তাদের নিয়মমাফিক পুনর্বাসন দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই হকারি করার সুযোগে বেশ কিছু হকার একাধিক স্টল তাদের নিজের নামে করে রেখেছেন । কোনওটা নিজে চালাচ্ছেন তো কোনওটি ভাড়া দিয়ে দিয়েছেন ৷ প্রতি মাসে নির্দিষ্ট তারিখে মোটা অঙ্কের ভাড়া ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ।

হকার একজন, দোকান একাধিক

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, শহরজুড়ে সার্ভেতে উঠে এসেছে এমন 181 জন হকারের তথ্য ৷ হকার আইন অনুযায়ী এটা বেআইনি বলেই মনে করছেন পুরকর্তারা ৷ এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এনিয়ে দেবাশিস কুমার জানিয়েছেন, এই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে টাউন ভেন্ডিং কমিটি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা 5 সদস্যের হাই পাওয়ার কমিটির কাছে । তাঁরাই গোটা বিষয়টি পর্যালোচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন ।

শহরে প্রথম পর্যায়ের সমীক্ষার পর শেষের মুখে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষাও । পাশাপাশি বৃহস্পতিবার থেকে শুরু হবে ওয়ার্ড ভিত্তিক হকার সমীক্ষা ৷ কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, 30 জুলাই পর্যন্ত হওয়া সমীক্ষায় মোট 11 হাজার 597 জন হকারের নাম নথিভুক্ত করা হয়েছে ৷ এবার বরোভিত্তিক অর্থাৎ শহরের সর্বত্র বড় থেকে ছোট রাস্তা ধরে ধরে হকার সমীক্ষা শুরু করা হয়েছে ৷

এই বিষয়ে দেবাশিস কুমার বলেন, "এই কাজে প্রথমে 560 জনকে ময়দানে নামানো হবে বলে ঠিক ছিল । পরে সংখ্যা বেড়ে মোট 672 জন পৌরকর্মীকে সমীক্ষার কাজে নামানো হচ্ছে । শহরের 16টি বরোয় 112টি টিম কাজ করবে । প্রতিটি দলে ছ'জন করে কর্মী রয়েছেন ৷ যত দ্রুত সম্ভব সমীক্ষা শেষ করা হবে । মোটামুটি 15 দিনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৷ প্রতিটি রাস্তা, গলি ধরে ধরে সার্ভে হবে ৷ কোন ওয়ার্ডে কত হকার, কে কী ব্যবসা করছেন, কোন ধরনের ব্যবসা কতজন করছেন, এমন ধরে ধরে প্রথম পর্যায়ের সমীক্ষার রিপোর্ট বানানো হয়েছে ৷ ঠিক সেভাবেই বাকি কাজ হবে ।"

কলকাতা, 31 জুলাই: গড়িয়াহাট বা হাতিবাগান এলাকায় একজন হকারের একাধিক স্টলের হদিশ মিলল ৷ দেদার স্টল ভাড়া দিয়ে মাস গেলে একলপ্তে আসছে মোটা অঙ্কের টাকা । চোখ কপালে ওঠা এমন তথ্য ধরা পড়ল হকারদের ডিজিটাল সমীক্ষায় ৷ সেই তথ্য টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) পাশাপশি পাঠানো হচ্ছে নবান্নের তৈরি 5 সদস্যের হাই পাওয়ার কমিটির কাছে ৷

তারাই চূড়ান্ত ব্যবস্থা নেবে এই সব হকারদের বিরুদ্ধে । টাউন ভেন্ডিং কমিটির বৈঠক শেষে বুধবার এমনটাই জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার ৷

ডিজিটাল হকার সমীক্ষা কী বলছে ?

জানা গিয়েছে, 30 জুলাই পর্যন্ত হওয়া সমীক্ষা অনুযায়ী কলকাতার বিভিন্ন অংশে 11 হাজার 597 জন হকারের নাম নথিভুক্ত করা হয়েছে ৷ এই কাজ করতে গিয়েই গড়িয়াহাট, হাতিবাগান ও নিউ মার্কেট-সহ একাধিক জায়গায় নজরে এসেছে একই হকারের নামে একাধিক স্টল । স্থায়ী বা অস্থায়ী চাকরি না মিললে সংসার চালাতে অনেক ছেলেই হকারি করে । সেই মানবিক দিক থেকেই হকার উচ্ছেদ নয়, বরং আইনিভাবে তাদের নিয়মমাফিক পুনর্বাসন দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই হকারি করার সুযোগে বেশ কিছু হকার একাধিক স্টল তাদের নিজের নামে করে রেখেছেন । কোনওটা নিজে চালাচ্ছেন তো কোনওটি ভাড়া দিয়ে দিয়েছেন ৷ প্রতি মাসে নির্দিষ্ট তারিখে মোটা অঙ্কের ভাড়া ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ।

হকার একজন, দোকান একাধিক

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, শহরজুড়ে সার্ভেতে উঠে এসেছে এমন 181 জন হকারের তথ্য ৷ হকার আইন অনুযায়ী এটা বেআইনি বলেই মনে করছেন পুরকর্তারা ৷ এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এনিয়ে দেবাশিস কুমার জানিয়েছেন, এই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে টাউন ভেন্ডিং কমিটি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা 5 সদস্যের হাই পাওয়ার কমিটির কাছে । তাঁরাই গোটা বিষয়টি পর্যালোচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন ।

শহরে প্রথম পর্যায়ের সমীক্ষার পর শেষের মুখে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষাও । পাশাপাশি বৃহস্পতিবার থেকে শুরু হবে ওয়ার্ড ভিত্তিক হকার সমীক্ষা ৷ কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, 30 জুলাই পর্যন্ত হওয়া সমীক্ষায় মোট 11 হাজার 597 জন হকারের নাম নথিভুক্ত করা হয়েছে ৷ এবার বরোভিত্তিক অর্থাৎ শহরের সর্বত্র বড় থেকে ছোট রাস্তা ধরে ধরে হকার সমীক্ষা শুরু করা হয়েছে ৷

এই বিষয়ে দেবাশিস কুমার বলেন, "এই কাজে প্রথমে 560 জনকে ময়দানে নামানো হবে বলে ঠিক ছিল । পরে সংখ্যা বেড়ে মোট 672 জন পৌরকর্মীকে সমীক্ষার কাজে নামানো হচ্ছে । শহরের 16টি বরোয় 112টি টিম কাজ করবে । প্রতিটি দলে ছ'জন করে কর্মী রয়েছেন ৷ যত দ্রুত সম্ভব সমীক্ষা শেষ করা হবে । মোটামুটি 15 দিনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৷ প্রতিটি রাস্তা, গলি ধরে ধরে সার্ভে হবে ৷ কোন ওয়ার্ডে কত হকার, কে কী ব্যবসা করছেন, কোন ধরনের ব্যবসা কতজন করছেন, এমন ধরে ধরে প্রথম পর্যায়ের সমীক্ষার রিপোর্ট বানানো হয়েছে ৷ ঠিক সেভাবেই বাকি কাজ হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.