ETV Bharat / state

সপ্তাহের শুরুতেই বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, দেখুন তালিকা - Train Cancellation

Train Cancellation: জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের তরফে বাতিল করা হল একাধিক দূরপাল্লার ট্রেন । সপ্তাহের শুরুতেই যাতে সমস্যায় না পড়তে হয়, দেখে নিন একনজরে ট্রেন বাতিলের তালিকা ৷

Eastern Rail Train Cancellation list
একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল পূর্ব রেলের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 6:01 PM IST

হাওড়া, 25 অগস্ট: সপ্তাহের শুরুতে ফের ভোগান্তি পোহাতে চলেছেন ট্রেনের যাত্রীরা ৷ পূর্ব রেলের তরফে চলতি মাসের 26 তারিখ থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন । ওয়েস্ট-সেন্ট্রাল রেলের জব্বলপুর বিভাগের কান্তি মুরওয়ারা-বীণা জংশনের মধ্যে দামোহ স্টেশনের তৃতীয় লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ হবে ৷ তার জন্যই পূর্ব রেল একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করার ঘোষণা করেছে । আপনার নির্ধারিত ট্রেন সেই তালিকাতে নেই তো ? দেখে নিন একনজরে ৷

বাতিল দূরপাল্লার ট্রেনের তালিকা

  • 19608 আজমের-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস 26 অগস্ট, 2 সেপ্টেম্বর ও 9 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 19607 কলকাতা–আজমের সাপ্তাহিক এক্সপ্রেস 29 অগস্ট, 5 সেপ্টেম্বর ও 12 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 22911 ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস 3 ও 5 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 22912 হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস 5 ও 7 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 19413 আমেদাবাদ-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস 4 ও 11 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 19414 কলকাতা-আমেদাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস 7 ও 14 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 13423 ভাগলপুর–আজমের সাপ্তাহিক এক্সপ্রেস 5 ও 12 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 13424 আজমের–ভাগলপুর সাপ্তাহিক এক্সপ্রেস 7 ও 14 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 13025 হাওড়া–ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস 9 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 13026 ভোপাল–হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস 11 সেপ্টেম্বর বাতিল থাকবে ।

ঘুরপথে চলবে যেসমস্ত ট্রেন

  • 13025 হাওড়া–ভোপাল উইকলি এক্সপ্রেস 26 অগস্ট ও 2 সেপ্টেম্বর নিউ কাতনি জংশন – কাতনি সাউথ – জব্বলপুর – ইতারসি – ভোপাল হয়ে ঘুরপথে চলবে ।
  • 13026 ভোপাল – হাওড়া উইকলি এক্সপ্রেস 28 সেপ্টেম্বর ভোপাল - ইতারসি - জব্বলপুর - কাতনি সাউথ - নিউ কাতনি জংশন হয়ে ঘুরপথে চলবে ৷
  • 19414 কলকাতা – আমেদাবাদ উইকলি এক্সপ্রেস 31 অগাস্ট নিউ কাতনি জংশন – কাতনি সাউথ – জব্বলপুর – ইতারসি – ভোপাল – সন্ত হীরদারাম নগর হয়ে ঘুরপথে চলবে ।
  • 22911 ইন্দর– হাওড়া শিপ্রা এক্সপ্রেস 10 ও 12 সেপ্টেম্বর সন্ত হীরদারাম নগর – ভোপাল – ইতারসি - জব্বলপুর – কাতনি জংশন হয়ে ঘুরপথে চলবে ।
  • 22912 হাওড়া – ইন্দর শিপ্রা এক্সপ্রেস 29, 31 অগস্ট এবং 2, 9, 12 সেপ্টেম্বর কাতনি জংশন – জব্বলপুর – ইতারসি – ভোপাল – সন্ত হীরদারাম নগর হয়ে ঘুরপথে চলবে ।

হাওড়া, 25 অগস্ট: সপ্তাহের শুরুতে ফের ভোগান্তি পোহাতে চলেছেন ট্রেনের যাত্রীরা ৷ পূর্ব রেলের তরফে চলতি মাসের 26 তারিখ থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন । ওয়েস্ট-সেন্ট্রাল রেলের জব্বলপুর বিভাগের কান্তি মুরওয়ারা-বীণা জংশনের মধ্যে দামোহ স্টেশনের তৃতীয় লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ হবে ৷ তার জন্যই পূর্ব রেল একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করার ঘোষণা করেছে । আপনার নির্ধারিত ট্রেন সেই তালিকাতে নেই তো ? দেখে নিন একনজরে ৷

বাতিল দূরপাল্লার ট্রেনের তালিকা

  • 19608 আজমের-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস 26 অগস্ট, 2 সেপ্টেম্বর ও 9 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 19607 কলকাতা–আজমের সাপ্তাহিক এক্সপ্রেস 29 অগস্ট, 5 সেপ্টেম্বর ও 12 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 22911 ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস 3 ও 5 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 22912 হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস 5 ও 7 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 19413 আমেদাবাদ-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস 4 ও 11 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 19414 কলকাতা-আমেদাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস 7 ও 14 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 13423 ভাগলপুর–আজমের সাপ্তাহিক এক্সপ্রেস 5 ও 12 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 13424 আজমের–ভাগলপুর সাপ্তাহিক এক্সপ্রেস 7 ও 14 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 13025 হাওড়া–ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস 9 সেপ্টেম্বর বাতিল থাকবে ।
  • 13026 ভোপাল–হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস 11 সেপ্টেম্বর বাতিল থাকবে ।

ঘুরপথে চলবে যেসমস্ত ট্রেন

  • 13025 হাওড়া–ভোপাল উইকলি এক্সপ্রেস 26 অগস্ট ও 2 সেপ্টেম্বর নিউ কাতনি জংশন – কাতনি সাউথ – জব্বলপুর – ইতারসি – ভোপাল হয়ে ঘুরপথে চলবে ।
  • 13026 ভোপাল – হাওড়া উইকলি এক্সপ্রেস 28 সেপ্টেম্বর ভোপাল - ইতারসি - জব্বলপুর - কাতনি সাউথ - নিউ কাতনি জংশন হয়ে ঘুরপথে চলবে ৷
  • 19414 কলকাতা – আমেদাবাদ উইকলি এক্সপ্রেস 31 অগাস্ট নিউ কাতনি জংশন – কাতনি সাউথ – জব্বলপুর – ইতারসি – ভোপাল – সন্ত হীরদারাম নগর হয়ে ঘুরপথে চলবে ।
  • 22911 ইন্দর– হাওড়া শিপ্রা এক্সপ্রেস 10 ও 12 সেপ্টেম্বর সন্ত হীরদারাম নগর – ভোপাল – ইতারসি - জব্বলপুর – কাতনি জংশন হয়ে ঘুরপথে চলবে ।
  • 22912 হাওড়া – ইন্দর শিপ্রা এক্সপ্রেস 29, 31 অগস্ট এবং 2, 9, 12 সেপ্টেম্বর কাতনি জংশন – জব্বলপুর – ইতারসি – ভোপাল – সন্ত হীরদারাম নগর হয়ে ঘুরপথে চলবে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.