কলকাতা, 21 অক্টোবর: উৎসব বনাম আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, এই লড়াইয়ে কেটেছে এ বছরের পুজো । তবে এবার যাই হোক না কেন, বিজয়া মিটতে না-মিটতেই, কলকাতার বহু পুজো কমিটি সেরে ফেলল আগামী বছরের প্রস্তুতি । এখনই বিষয় ভাবনা প্রকাশ না করলেও, অনেক কমিটির সঙ্গেই চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে থিম শিল্পীদের ।
এ বছর ঢাকের শব্দ বিলীন হয়েছে প্রতিবাদের গর্জনে । তবে পুজো উদ্যোক্তারাও দমে থাকার নন । তাঁরাও বিজয়ার মিষ্টি মুখ সেরেই আগামী বছরের উৎসবের পরিকল্পনা শুরু করে দিয়েছেন ৷ কলকাতার উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন পুজো কমিটি ইতিমধ্যেই চূড়ান্ত করেছে আগামী বছরের থিম ও শিল্পীদের ।
অর্থাৎ এবারের ঢাকের শব্দ বিলীন হতেই আগামী বছরের ঢাকে কাঠি পড়ার প্রস্তুতি শুরু । ইতিমধ্যে উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীন পুজো কমিটির তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, পরের বারেও অনির্বাণ । কাশী বোস লেন পোস্ট করেছে, 25-এর আহ্বান সঙ্গে অনির্বাণ । চোরবাগান সোশাল মিডিয়ায় লিখেছে, 90-এর উদযাপনে এবার এক অন্য মৃধা । 25 পল্লি পোস্ট করেছে, 25-এর পুজো হোক উৎসবময়, সঙ্গে মলয় শুভময় ।
কেন্দুয়া শান্তি সংঘে আগামী বছর থিম করছেন সুশান্ত পাল । এমনই আরও অনেক পুজো কমিটি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাদের শিল্পীর নাম । এছাড়াও একাধিক পুজো কমিটি বিভিন্ন শিল্পীদের সঙ্গে চুক্তির জন্য আলোচনা চালাচ্ছে ৷
এই প্রসঙ্গে কাশী বোস লেন দুর্গাপুজা কমিটির কর্মকর্তা সৌমেন দত্ত বলেন, "কলকাতার দুর্গাপুজো এখন যে মাত্রায় উঠেছে সেখানে আমাদের এক বছর আগে থাকতে প্রস্তুতি সেরে ফেলতে হয় । নবমীর পরেই আমরা ক্লাবের সদস্যরা আলোচনায় বসে যাই । আলোচনা করে দিন 4-5 এর মধ্যে শিল্পীর সঙ্গেও বসে চুক্তি করে ফেলি । এ বছর পুজোয় প্রতিবাদ হলেও মানুষ উৎসবে গা ভাসিয়েছে । আগামী বছরে উৎসবময় হবে গোটা পুজো ।"
শিল্পী অনির্বাণের কথায়, "এই বছর কলকাতার 6টি পুজোয় কাজ করেছি । আগামী বছরও 6টা পুজোয় কাজ করতে চলেছি । একটা পুজো শেষের পর বিজয়া থেকেই বিভিন্ন ক্লাব কর্তারা আসতে শুরু করেন । তাঁদের সঙ্গে আলোচনা করে বাজেট ও জায়গা দেখে চুক্তি করি । এইবার চারটি পুজোর থিম ছিল, আগামী বছরও ওগুলি করব । দুটো পুজো ছাড়ছি, পরিবর্তে নতুন দুটো পুজোর থিম করছি । আর অফার এলেও সেগুলোর কাজ ধরতে পারছি না ।"
অর্থাৎ শিল্পীদের ও পুজো উদ্যোক্তাদের কথাতেই স্পষ্ট যে, দুর্গাপুজোর উদ্যম ও আগামীর উৎসবের প্রস্তুতি মায়ের বিসর্জন পর্ব থেকেই শুরু হয়ে গিয়েছে ।