ETV Bharat / state

মহালয়ায় গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম 12 পুণ্যার্থী - Road Accident - ROAD ACCIDENT

Road Accident in Kakdwip: গঙ্গাসাগরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি ৷ মহালয়ার পুণ্যস্নান সারার আগেই জখম 12 জন পুণ্যার্থী ৷ ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কে ৷ আহতরা কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷

Road Accident in Kakdwip
কাকদ্বীপে পথ দুর্ঘটনায় জখম অনেকে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 12:15 PM IST

কাকদ্বীপ, 2 অক্টোবর: মহালয়ার পুণ্য লগ্নে গঙ্গাসাগরে স্নান করতে যাওয়ার পথে দুর্ঘটনা ৷ ঘটনায় আহত হয়েছেন 12 জন পুণ্যার্থী ৷ সকলকে উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারুড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত কাশীনগর এলাকার কাছে ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মায়াপুর ইসকনের ভক্তরা ডায়মন্ড হারবার-সহ বারুইপুর থেকে চারটি অটোতে প্রায় 12 জন পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসছিলেন । সেই সময় একটি বাস নামখানা থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল । একই সময় কাশীনগর এলাকার কাছে একটি ম্যাজিক গাড়ি বিকল হয়ে পড়ে ৷ সেই গাড়িতে মেরামতির কাজ চলছিল । তখনই পুণ্যার্থীদের অটো দ্রুত গতিতে এসে ম্যাজিক গাড়িতে ধাক্কা মারে ৷ এরপর উলটো দিক থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোটিকেই আবার ধাক্কা মারে ।

মহালয়ায় গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে যাওয়ার পথে দুর্ঘটনা (ইটিভি ভারত)

এই দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুণ্যার্থী বোঝাই অটোটি । তাতে থাকা সকল যাত্রী জখম হন ৷ স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য নিয়ে আসেন । আহতদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে নেওয়া হয় ৷ আহত বাকি 4 জন পুণ্যার্থীকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ।

এক প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকালে একটি বাস নামখানা থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল ৷ সেই সময় এই দুর্ঘটনা ঘটে ৷ আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ স্পেশালিটি হাসপাতাল পাঠিয়েছি । আহত পুণ্যার্থী বিজলি মণ্ডল ও মঞ্জু প্রধানের কথায়, গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে যাওয়ার পথে তাঁদের অটো দুর্ঘটনার কবলে পড়ে ৷ তাতেই তাঁরা আহত হন ৷ কাকদ্বীপ স্পেশালিটি হাসপাতাল তাঁদের চিকিৎসা চলছে ৷

কাকদ্বীপ, 2 অক্টোবর: মহালয়ার পুণ্য লগ্নে গঙ্গাসাগরে স্নান করতে যাওয়ার পথে দুর্ঘটনা ৷ ঘটনায় আহত হয়েছেন 12 জন পুণ্যার্থী ৷ সকলকে উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারুড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত কাশীনগর এলাকার কাছে ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মায়াপুর ইসকনের ভক্তরা ডায়মন্ড হারবার-সহ বারুইপুর থেকে চারটি অটোতে প্রায় 12 জন পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসছিলেন । সেই সময় একটি বাস নামখানা থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল । একই সময় কাশীনগর এলাকার কাছে একটি ম্যাজিক গাড়ি বিকল হয়ে পড়ে ৷ সেই গাড়িতে মেরামতির কাজ চলছিল । তখনই পুণ্যার্থীদের অটো দ্রুত গতিতে এসে ম্যাজিক গাড়িতে ধাক্কা মারে ৷ এরপর উলটো দিক থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোটিকেই আবার ধাক্কা মারে ।

মহালয়ায় গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে যাওয়ার পথে দুর্ঘটনা (ইটিভি ভারত)

এই দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুণ্যার্থী বোঝাই অটোটি । তাতে থাকা সকল যাত্রী জখম হন ৷ স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য নিয়ে আসেন । আহতদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে নেওয়া হয় ৷ আহত বাকি 4 জন পুণ্যার্থীকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ।

এক প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকালে একটি বাস নামখানা থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল ৷ সেই সময় এই দুর্ঘটনা ঘটে ৷ আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ স্পেশালিটি হাসপাতাল পাঠিয়েছি । আহত পুণ্যার্থী বিজলি মণ্ডল ও মঞ্জু প্রধানের কথায়, গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে যাওয়ার পথে তাঁদের অটো দুর্ঘটনার কবলে পড়ে ৷ তাতেই তাঁরা আহত হন ৷ কাকদ্বীপ স্পেশালিটি হাসপাতাল তাঁদের চিকিৎসা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.