ETV Bharat / state

মাইকেল মধুসূদনের স্মৃতি বিজরিত নানা জিনিস ঠাঁই পেয়েছে উত্তরপাড়া সংগ্রহশালায় - Michael Madhusudan Dutt

Michael Madhusudan Dutt: উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরিতে জীবনে দু'বার এসেছিলেন মাইকেল মধুসূদন দত্ত ৷ তাঁর ব্যবহৃত স্মৃতি বিজরিত অনেক জিনিস আজ সংগ্রহ করে রাখা হয়েছে লাইব্রেরিতে, যা মাইকেলের জন্মতিথি উপলক্ষ্যে দেখার সুযোগ করে দেওয়া হয় সাধারণদের ৷

Etv Bharat
মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিচারণা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 8:36 PM IST

মধুসূদনের স্মৃতি বিজরিত নানা জিনিস ঠাঁই পেয়েছে উত্তরপাড়া সংগ্রহশালায়

হুগলি, 25 জানুয়ারি: 'বঙ্গকুল-লক্ষ্মী মোরে নিশার স্বপনে, কহিলা- 'হে বৎস, দেখি তোমার ভকতি, সুপ্রসন্ন তব প্রতি দেবী সরস্বতী! নিজ গৃহে ধন তব, তবে কি কারণে ভিখারী তুমি হে আজি, কহ ধন-পতি? কেন নিরানন্দ তুমি আনন্দ-সদনে?' মাতৃভাষাকে বাংলা সাহিত্যে যিনি অন্যরকম ব্যবহার শিখিয়েছিলেন তিনি অমৃতাক্ষর ছন্দের জন্মদাতা মাইকেল মধুসূদন দত্ত ৷ হুগলির উত্তরপাড়ার লাইব্রেরিতে জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন মাইকেল ৷ তাঁর জন্মতিথিতে আয়োজন করা হয় বিশেষ প্রদশর্নী শালার ৷

উত্তরপাড়ার লাইব্রেরির টেকনিক্যাল অ্যাসিসটেন্ট অর্পিতা চক্রবর্তী বলেন "এখানে রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায় সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের সক্ষতা সর্বজন বিদিত। মাইকেল মধুসূদন দত্ত জয় কৃষ্ণ লাইব্রেরীতে দু'বার এসেছেন 1869 ও 1873 সালে । প্রথমে একা আসাকালীন তিনমাস ছিলেন। দ্বিতীয়বার সস্ত্রীক তিনি ছয় সপ্তাহ ছিলেন। জীবনের অন্তিম দিনে স্ত্রী ও সন্তান নিয়ে কষ্টকর অধ্যায় কাটিয়ে ছিলেন তিনি।"

অর্পিতা জানান, উত্তরপাড়া লাইব্রেরী ও পৌরসভার উদ্যোগে মাইকেল মধুসূদন দত্তের দু'শত জন্মতিথি পালন করা হচ্ছে। কোনও তথ্য প্রমাণ না পাওয়া গেলেও উত্তরপাড়ায় থাকাকালীন বেশ কিছু কবিতা ও নাটক লিখেছেন বলা জানা যায়। ট্রাস্টি ও সরকারি অধিগ্রহণের সময় বেশ কিছু টালবাহানার জন্য অনেক কিছু তথ্য পাওয়া যায়নি। তবে মাইকেল মধুসূদনের ব্যবহৃত জিনিসপত্র ও বাসনপত্র স্বযত্নে রাখা আছে। তার অনুরাগীরা এলে তাঁদের দেখানো হয়।

বাংলা সাহিত্যে দিশা দেখিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। সাহিত্যিকের জন্মদিনের দু'শত বছর পর তাঁকে ঘিরে উচ্ছাস অনেকটাই মলিন হয়ে গিয়েছে। সাহিত্যিক বাসুদেব ঘটক আক্ষেপ করে বলেন, "মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে সারা বাংলায় আলোড়ন পরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই রকম কিছু হয়নি। সেই সময় মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে আক্ষরিক অর্থে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছেন। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার অন্যান্য সাহিতিককে উদ্বুদ্ধ করছিল।" কিন্তু সেই সাহিত্যিককে নিয়ে বাংলায় কোনও উচ্ছাস নেই বলে আক্ষেপ বাসুদেব ঘটকের।

অমৃতাক্ষর ছন্দের জন্মদাতা মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন 25 জানুয়ারি 1824 সালে। মাইকেল সেই সময়ে 'মেঘনাদ বধ' , 'বীরাঙ্গনা', 'শর্মিষ্ঠা', 'পদ্মাবতী'- সহ একাধিক কাব্য ও নাটক লেখেন, যা বাংলা সাহিত্যে অন্য মাত্রা এনে দিয়েছিল।উত্তরপাড়ায় মোট দু'বার এসেছিলেন মাইকেল মধুসূদন। শেষ বার যখন এখানে আসেন তখন তাঁর ব্যবহৃত নানা জিনিস সংরক্ষণ করে রাখা আছে উত্তরপাড়া লাইব্রেরীতে। সাহিত্যিকের সেইসব ব্যবহৃত জিনিস ও বই নিয়ে উত্তরপাড়া লাইব্রেরিতে প্রদর্শনীশালা তৈরি করা হয়েছে। এছাড়াও উত্তরপাড়া পৌরসভার উদ্যোগে নেতাজী ভবনে মাইকেলের নামে সেমিনার হল করা হয়েছে। মাইকেলের কবিতা, নাটক ও জীবনী তুলে ধরা হবে এখানে । সারা বছর এটি খোলা থাকবে দর্শকদের জন্য।

আরও পড়ুন:

1. বইমেলার বাইরে দুলালের 'বইয়ের হাট', অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের

2. দেশের বাইরেও জনপ্রিয়তা পাচ্ছে মুশারফ করিমের 'হুব্বা', একান্ত সাক্ষাতকারে দাবি ব্রাত্যর

3. 2টি রাষ্ট্রপতি পুরস্কার-সহ সাধারণতন্ত্র দিবসে বীরত্ব ও পরিষেবা পদক পাচ্ছেন 1132 জন

মধুসূদনের স্মৃতি বিজরিত নানা জিনিস ঠাঁই পেয়েছে উত্তরপাড়া সংগ্রহশালায়

হুগলি, 25 জানুয়ারি: 'বঙ্গকুল-লক্ষ্মী মোরে নিশার স্বপনে, কহিলা- 'হে বৎস, দেখি তোমার ভকতি, সুপ্রসন্ন তব প্রতি দেবী সরস্বতী! নিজ গৃহে ধন তব, তবে কি কারণে ভিখারী তুমি হে আজি, কহ ধন-পতি? কেন নিরানন্দ তুমি আনন্দ-সদনে?' মাতৃভাষাকে বাংলা সাহিত্যে যিনি অন্যরকম ব্যবহার শিখিয়েছিলেন তিনি অমৃতাক্ষর ছন্দের জন্মদাতা মাইকেল মধুসূদন দত্ত ৷ হুগলির উত্তরপাড়ার লাইব্রেরিতে জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন মাইকেল ৷ তাঁর জন্মতিথিতে আয়োজন করা হয় বিশেষ প্রদশর্নী শালার ৷

উত্তরপাড়ার লাইব্রেরির টেকনিক্যাল অ্যাসিসটেন্ট অর্পিতা চক্রবর্তী বলেন "এখানে রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায় সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের সক্ষতা সর্বজন বিদিত। মাইকেল মধুসূদন দত্ত জয় কৃষ্ণ লাইব্রেরীতে দু'বার এসেছেন 1869 ও 1873 সালে । প্রথমে একা আসাকালীন তিনমাস ছিলেন। দ্বিতীয়বার সস্ত্রীক তিনি ছয় সপ্তাহ ছিলেন। জীবনের অন্তিম দিনে স্ত্রী ও সন্তান নিয়ে কষ্টকর অধ্যায় কাটিয়ে ছিলেন তিনি।"

অর্পিতা জানান, উত্তরপাড়া লাইব্রেরী ও পৌরসভার উদ্যোগে মাইকেল মধুসূদন দত্তের দু'শত জন্মতিথি পালন করা হচ্ছে। কোনও তথ্য প্রমাণ না পাওয়া গেলেও উত্তরপাড়ায় থাকাকালীন বেশ কিছু কবিতা ও নাটক লিখেছেন বলা জানা যায়। ট্রাস্টি ও সরকারি অধিগ্রহণের সময় বেশ কিছু টালবাহানার জন্য অনেক কিছু তথ্য পাওয়া যায়নি। তবে মাইকেল মধুসূদনের ব্যবহৃত জিনিসপত্র ও বাসনপত্র স্বযত্নে রাখা আছে। তার অনুরাগীরা এলে তাঁদের দেখানো হয়।

বাংলা সাহিত্যে দিশা দেখিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। সাহিত্যিকের জন্মদিনের দু'শত বছর পর তাঁকে ঘিরে উচ্ছাস অনেকটাই মলিন হয়ে গিয়েছে। সাহিত্যিক বাসুদেব ঘটক আক্ষেপ করে বলেন, "মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে সারা বাংলায় আলোড়ন পরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই রকম কিছু হয়নি। সেই সময় মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে আক্ষরিক অর্থে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছেন। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার অন্যান্য সাহিতিককে উদ্বুদ্ধ করছিল।" কিন্তু সেই সাহিত্যিককে নিয়ে বাংলায় কোনও উচ্ছাস নেই বলে আক্ষেপ বাসুদেব ঘটকের।

অমৃতাক্ষর ছন্দের জন্মদাতা মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন 25 জানুয়ারি 1824 সালে। মাইকেল সেই সময়ে 'মেঘনাদ বধ' , 'বীরাঙ্গনা', 'শর্মিষ্ঠা', 'পদ্মাবতী'- সহ একাধিক কাব্য ও নাটক লেখেন, যা বাংলা সাহিত্যে অন্য মাত্রা এনে দিয়েছিল।উত্তরপাড়ায় মোট দু'বার এসেছিলেন মাইকেল মধুসূদন। শেষ বার যখন এখানে আসেন তখন তাঁর ব্যবহৃত নানা জিনিস সংরক্ষণ করে রাখা আছে উত্তরপাড়া লাইব্রেরীতে। সাহিত্যিকের সেইসব ব্যবহৃত জিনিস ও বই নিয়ে উত্তরপাড়া লাইব্রেরিতে প্রদর্শনীশালা তৈরি করা হয়েছে। এছাড়াও উত্তরপাড়া পৌরসভার উদ্যোগে নেতাজী ভবনে মাইকেলের নামে সেমিনার হল করা হয়েছে। মাইকেলের কবিতা, নাটক ও জীবনী তুলে ধরা হবে এখানে । সারা বছর এটি খোলা থাকবে দর্শকদের জন্য।

আরও পড়ুন:

1. বইমেলার বাইরে দুলালের 'বইয়ের হাট', অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের

2. দেশের বাইরেও জনপ্রিয়তা পাচ্ছে মুশারফ করিমের 'হুব্বা', একান্ত সাক্ষাতকারে দাবি ব্রাত্যর

3. 2টি রাষ্ট্রপতি পুরস্কার-সহ সাধারণতন্ত্র দিবসে বীরত্ব ও পরিষেবা পদক পাচ্ছেন 1132 জন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.