ETV Bharat / state

ট্রাকের ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু, ক্ষিপ্ত জনতার মারে হাসপাতালে ভর্তি থানার আইসি - road accident in kharagpur - ROAD ACCIDENT IN KHARAGPUR

Public Beat the Police for Road Accident: ট্রাকের ধাক্কায় স্কুটি চালকের মৃত্যুতে রণক্ষেত্র খড়গপুর। পরিস্থিতি সামাল দিতে খড়গপুর টাউন থানার পুলিশ এলে ক্ষিপ্ত জনতার হাতে আক্রান্ত হন খোদ পুলিশ আধিকারিক ৷ আক্রান্ত হন ট্রাক ড্রাইভারও ৷ আহতদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর ও খড়গপুর হাসপাতালে।

Public Beat the Police for Road Accident
ট্রাকের ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 12:41 PM IST

খড়গপুর, 12 সেপ্টেম্বর: পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র রেল শহর খড়গপুর ৷ খড়গপুরের নিউ ট্রাফিক এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহীর ৷ তারপরই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা ৷ ট্রাক চালককে বাঁচাতে এসে আক্রান্ত হন খোদ পুলিশ আধিকারিক। বর্তমানে চালক ও পুলিশ আধিকারিকরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

ক্ষিপ্ত জনতার মারে হাসপাতালে ভর্তি থানার আইসি (ইটিভি ভারত)

বুধবার রাত তখন 11টা ৷ সেইসময় খড়গপুর ট্রাফিক বাজার এলাকায় এসডিও অফিসের কাছে একটি পেঁয়াজ ভর্তি ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি স্কুটিকে ধাক্কা মারে। ওই স্কুটিতে একজনই ছিলেন ৷ বেপরোয়ার গতির বলি হন ওই স্কুটির চালক। এরপর এলাকার মানুষ ট্রাকটিকে ঘিরে ধরে ৷ দুর্ঘটনাস্থলে গাড়ির চালককে পেয়ে উত্তপ্ত জনতা ব্যাপক মারধর শুরু করে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খড়গপুর টাউন থানার পুলিশ। তারা চালককে জনতার হাত থেকে উদ্ধার করতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়।

পাল্টা জনতা পুলিশের উপর চড়াও হয়। পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধে আহত হন খড়গপুর টাউন আইসি রাজিব পাল-সহ কয়েকজন পুলিশ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত যুবকের নাম অর্জুন নায়েক (25)। যদিও জনতার বেধড়ক মারে আহত হন গাড়ির চালকও ৷ আহত চালক ওরফে শ্যামসুন্দর ধনকড়কে উদ্ধার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ উল্লেখ্য, এই ঘটনায় আইসি-সহ গাড়ির চালক ও আহত পুলিশকর্মীদের খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে শ্যামসুন্দরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রেললাইনে রিল ! ট্রেনের ধাক্কায় মৃত বাবা-মা ও বছর তিনেকের শিশু

খড়গপুর, 12 সেপ্টেম্বর: পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র রেল শহর খড়গপুর ৷ খড়গপুরের নিউ ট্রাফিক এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহীর ৷ তারপরই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা ৷ ট্রাক চালককে বাঁচাতে এসে আক্রান্ত হন খোদ পুলিশ আধিকারিক। বর্তমানে চালক ও পুলিশ আধিকারিকরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

ক্ষিপ্ত জনতার মারে হাসপাতালে ভর্তি থানার আইসি (ইটিভি ভারত)

বুধবার রাত তখন 11টা ৷ সেইসময় খড়গপুর ট্রাফিক বাজার এলাকায় এসডিও অফিসের কাছে একটি পেঁয়াজ ভর্তি ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি স্কুটিকে ধাক্কা মারে। ওই স্কুটিতে একজনই ছিলেন ৷ বেপরোয়ার গতির বলি হন ওই স্কুটির চালক। এরপর এলাকার মানুষ ট্রাকটিকে ঘিরে ধরে ৷ দুর্ঘটনাস্থলে গাড়ির চালককে পেয়ে উত্তপ্ত জনতা ব্যাপক মারধর শুরু করে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খড়গপুর টাউন থানার পুলিশ। তারা চালককে জনতার হাত থেকে উদ্ধার করতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়।

পাল্টা জনতা পুলিশের উপর চড়াও হয়। পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধে আহত হন খড়গপুর টাউন আইসি রাজিব পাল-সহ কয়েকজন পুলিশ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত যুবকের নাম অর্জুন নায়েক (25)। যদিও জনতার বেধড়ক মারে আহত হন গাড়ির চালকও ৷ আহত চালক ওরফে শ্যামসুন্দর ধনকড়কে উদ্ধার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ উল্লেখ্য, এই ঘটনায় আইসি-সহ গাড়ির চালক ও আহত পুলিশকর্মীদের খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে শ্যামসুন্দরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রেললাইনে রিল ! ট্রেনের ধাক্কায় মৃত বাবা-মা ও বছর তিনেকের শিশু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.