বিষ্ণুপুর, 18 মার্চ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা ৷ পিছিয়ে নেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের শাসক-বিরোধী দুই প্রার্থী ৷ এই কেন্দ্রের চমক, প্রাক্তন স্বামী-স্ত্রী একে অপরের প্রতিপক্ষ ৷ বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বরাবর দেখা গিয়েছে তাঁরা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ৷ তবে সোমবার তাঁদের দেখা গেল অন্যরকম প্রচারে ৷
মানুষের কাছে পৌঁছতে একজন লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে উঠলেন। অন্য জন আদিবাসী গ্রামে গিয়ে মারাংবুরুর পুজো করে মহিলাদের সঙ্গে কোমর দোলালেন ৷ বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সোনামুখী থেকে মশাগ্রাম স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনে চেপে ভোট চাইলেন যাত্রীদের কাছে ৷ ঝালমুড়ি খেতে খেতেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করলেন। জানালেন, চার বছর অক্লান্ত পরিশ্রম করে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া রেলপথের কাজ করেছেন ৷ প্রতিশ্রুতি দিলেন অপূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। ফের জিতলে এলাকার আরও উন্নয়ন করবেন ৷
অপরদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বাঁকুড়ার বেনাচাপড়ার আদিবাসী গ্রামে গিয়ে মারাংবুরুর পুজো করলেন ৷ সামিল হলেন আদিবাসী নৃত্যে ৷ লালপাড় শাড়ি পরে ধামসা-মাদলের তালে কোমর দোলানোর পাশাপাশি করলেন নির্বাচনী প্রচারও ৷ ভোটযুদ্ধের ময়দানে প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াইয়ের দিকে তাকিয়ে সকলেই। দুই পক্ষই জনতার দরবারে পৌঁছে যাওয়াক অভিনব প্রয়াস চালালেও জনতার রায়ে শেষ হাসিটা কে হাসেন সেটা বলবে সময়। পাশাপাশি কংগ্রেস ও সিপিএমের তরফ থেকে এখানে কাকে প্রার্থী করা হয় সেটাও সবদিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন :