ETV Bharat / state

ভিন্ন সুর, ভোটে না-লড়ার কথা বললেও মনোনয়নপত্র জমা দিলেন শান্তনু সেন - SANTUNU SEN

বহু মানুষ তাঁকে ফোন করেছেন । বহুবার বলেছেন ভোটে লড়ার জন্য। সেই কারণেই সিদ্ধান্তের বদল। এমনটাই জানালেন শান্তনু সেন ৷

Santunu Sen
মনোনয়নপত্র জমা দিলেন শান্তনু সেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 10:41 PM IST

কলকাতা, 29 অক্টোবর: ভোটের ময়দানে ফিরে এলেন চিকিৎসক শান্তনু সেন । গতমাসে তাঁর গলায় শোনা গিয়েছিল ভিন্ন সুর । কিন্তু বাস্তবে ঘটল না । আইএমএর রাজ্য শাখার রাজ্য সম্পাদকের পদের জন্য মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন তিনি । ফলে এবারও আইএমএ’র নির্বাচনে লড়তে দেখা যাবে পাঁচবারের জয়ী রাজ্য সম্পাদক শান্তনু সেনকে। তবে তার এই বদলের কারণ? সেখানে চিকিৎসক শান্তনু সেন জানান, বহু মানুষ তাঁকে ফোন করেছেন । বহুবার বলেছেন ভোটে লড়ার জন্য। সেই কারণেই সিদ্ধান্তের বদল।

গত 22 সেপ্টেম্বর আই এম এ রাজ্য শাখা বৈঠক করেছিলেন। নির্বাচন নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর শান্তনু সেন বেরিয়ে জানিয়েছিলেন, আইএমএ অরাজনৈতিক একটি সংগঠন । সেখানে আমার মনে হয়েছে আমার রাজনৈতিক সত্ত্বা না রাখাই ভালো । যদিও অনেকেই সম্পাদক পদে অনেকেই আমার নাম প্রস্তাব করেছিল । আমি অনেকদিন সেই কাজ করেছি । কিন্তু এবার ব্যক্তিগতভাবে আমি নির্বাচনে আর লড়ব না ।"

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর একাধিকবার সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন। থ্রেট কালচার নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সেই সময় দেখা যায় তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয়া হয় তাকে। তবে থ্রেট কালচার নিয়ে সরব ছিলেন তাঁর কন্যা সৌমিলিও। বর্তমানে তিনি আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়া। মেডিক্যাল কলেজে অভ্যন্তরীণ তদন্ত চলাকালীন সাক্ষী হিসেবে ডাক পড়েছিল তারও।

কলকাতা, 29 অক্টোবর: ভোটের ময়দানে ফিরে এলেন চিকিৎসক শান্তনু সেন । গতমাসে তাঁর গলায় শোনা গিয়েছিল ভিন্ন সুর । কিন্তু বাস্তবে ঘটল না । আইএমএর রাজ্য শাখার রাজ্য সম্পাদকের পদের জন্য মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন তিনি । ফলে এবারও আইএমএ’র নির্বাচনে লড়তে দেখা যাবে পাঁচবারের জয়ী রাজ্য সম্পাদক শান্তনু সেনকে। তবে তার এই বদলের কারণ? সেখানে চিকিৎসক শান্তনু সেন জানান, বহু মানুষ তাঁকে ফোন করেছেন । বহুবার বলেছেন ভোটে লড়ার জন্য। সেই কারণেই সিদ্ধান্তের বদল।

গত 22 সেপ্টেম্বর আই এম এ রাজ্য শাখা বৈঠক করেছিলেন। নির্বাচন নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর শান্তনু সেন বেরিয়ে জানিয়েছিলেন, আইএমএ অরাজনৈতিক একটি সংগঠন । সেখানে আমার মনে হয়েছে আমার রাজনৈতিক সত্ত্বা না রাখাই ভালো । যদিও অনেকেই সম্পাদক পদে অনেকেই আমার নাম প্রস্তাব করেছিল । আমি অনেকদিন সেই কাজ করেছি । কিন্তু এবার ব্যক্তিগতভাবে আমি নির্বাচনে আর লড়ব না ।"

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর একাধিকবার সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন। থ্রেট কালচার নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সেই সময় দেখা যায় তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয়া হয় তাকে। তবে থ্রেট কালচার নিয়ে সরব ছিলেন তাঁর কন্যা সৌমিলিও। বর্তমানে তিনি আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়া। মেডিক্যাল কলেজে অভ্যন্তরীণ তদন্ত চলাকালীন সাক্ষী হিসেবে ডাক পড়েছিল তারও।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.