ETV Bharat / state

এসএফআইয়ের রাজ্য দফতরে বসল ভেন্ডিং মেশিন, 5 টাকায় মিলছে স্যানিটারি ন্যাপকিন - SFI Kolkata

New Initiative of SFI : বসানো হয়েছে ন্যাপকিন ভেন্ডিং মেশিন ৷ এবার এসএফআইয়ের রাজ্য দফতরে পাঁচ টাকাতে মিলবে স্যানিটারি ন্যাপকিন ৷ আগামিদিনে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও যাতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় সেই কাজ চালিয়ে যাবে এই বামপন্থী ছাত্র সংগঠন।

Kolkata SFI
এসএফআইয়ের রাজ্য দফতরে ন্যাপকিন ভেন্ডিং মেশিন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 10:31 PM IST

কলকাতা, 29 মে: এসএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন । 5 টাকায় মিলছে স্যানিটারি ন্যাপকিন । মঙ্গলবার মেন্সট্রুয়াল হাইজিন ডে উপলক্ষ্যে এসএফআই কলকাতা জেলার উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম, ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী সোনামণি টুডু, এসএফআই কেন্দ্রীয় কমিটির নেত্রী ঐশী ঘোষ ৷

নয়া উদ্যোগ এসএফআইয়ের (ইটিভি ভারত)
উদ্যোক্তাদের মধ্যে এসএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদিকা দীধিতি রায় বলেন, "আগামী দিনে রাজ্যের সমস্ত স্কুল কলেজে যাতে এ ধরনের ভেন্ডিং মেশিন বসানো হয় সেই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে । এসএফআই বহুদিন ধরে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে । সেই আন্দোলনকে নয়া দিশা দিতে আমাদের রাজ্য দফতরে এই মেশিন বসানো হয়েছে । আপাতত আমাদের সংগঠনের মেয়েরা এখান থেকে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন । আগামিদিনে অন্য মেয়েদের কাছেও বিষয়টা সহজলভ্য করার চেষ্টা হচ্ছে ।"

রেশনে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার দাবি বাংলার প্যাডম্যানের

কারণ হিসেবে দীধিতি রায় বলেন, "বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে, ঋতুস্রাবজনিত কারণে আমাদের দেশে গড়ে 23 মিলিয়ন ছাত্রী স্কুলছুট হয় । যা প্রতি পাঁচ জনে একজন । 5-6 ঘণ্টার ব্যবধানে যে প্যাড পরিবর্তন করা উচিত তা সব শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মস্থলে থাকে না । ফলে, হাইজিন মেনটেন করা সম্ভব হয় না । ফলত, সারভাইক্যাল ক্যানসারের প্রবণতা বাড়ে।"

তাঁর আরও দাবি, "পৃথিবীর যত সংখ্যক সারভাইক্যাল ক্যানসার রোগী আছেন তার 27 ভাগ আমাদের দেশের । এর প্রতিরোধ কিংবা অন্যান্য কাজ করার কথা সরকারের। কিন্তু, কোনওটাই সরকার করছে না। ইতিমধ্যে যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এসএফআই ছাত্র সংসদ রয়েছে সেখানে এই ধরনের মেশিন বসানো হয়েছে । আগামিদিনে এই কেন্দ্রিক যে আন্দোলন রয়েছে তা রাজ্যজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।"

এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সভাপতি প্রণয় কার্যী, ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক শৌভিক দাস বক্সীদের বক্তব্য,"পাবলিক প্লেস থেকে কলেজ ক্যাম্পাস সমস্ত জায়গায় মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিতে হবে সরকারকে । তাঁর জন্য আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হবে ।"

স্যানিটারি প্যাড ব্যবহারে ক্যানসারের ঝুঁকি বাড়ে ? জানুন কী বলছে গবেষণা

কলকাতা, 29 মে: এসএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন । 5 টাকায় মিলছে স্যানিটারি ন্যাপকিন । মঙ্গলবার মেন্সট্রুয়াল হাইজিন ডে উপলক্ষ্যে এসএফআই কলকাতা জেলার উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম, ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী সোনামণি টুডু, এসএফআই কেন্দ্রীয় কমিটির নেত্রী ঐশী ঘোষ ৷

নয়া উদ্যোগ এসএফআইয়ের (ইটিভি ভারত)
উদ্যোক্তাদের মধ্যে এসএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদিকা দীধিতি রায় বলেন, "আগামী দিনে রাজ্যের সমস্ত স্কুল কলেজে যাতে এ ধরনের ভেন্ডিং মেশিন বসানো হয় সেই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে । এসএফআই বহুদিন ধরে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে । সেই আন্দোলনকে নয়া দিশা দিতে আমাদের রাজ্য দফতরে এই মেশিন বসানো হয়েছে । আপাতত আমাদের সংগঠনের মেয়েরা এখান থেকে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন । আগামিদিনে অন্য মেয়েদের কাছেও বিষয়টা সহজলভ্য করার চেষ্টা হচ্ছে ।"

রেশনে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার দাবি বাংলার প্যাডম্যানের

কারণ হিসেবে দীধিতি রায় বলেন, "বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে, ঋতুস্রাবজনিত কারণে আমাদের দেশে গড়ে 23 মিলিয়ন ছাত্রী স্কুলছুট হয় । যা প্রতি পাঁচ জনে একজন । 5-6 ঘণ্টার ব্যবধানে যে প্যাড পরিবর্তন করা উচিত তা সব শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মস্থলে থাকে না । ফলে, হাইজিন মেনটেন করা সম্ভব হয় না । ফলত, সারভাইক্যাল ক্যানসারের প্রবণতা বাড়ে।"

তাঁর আরও দাবি, "পৃথিবীর যত সংখ্যক সারভাইক্যাল ক্যানসার রোগী আছেন তার 27 ভাগ আমাদের দেশের । এর প্রতিরোধ কিংবা অন্যান্য কাজ করার কথা সরকারের। কিন্তু, কোনওটাই সরকার করছে না। ইতিমধ্যে যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এসএফআই ছাত্র সংসদ রয়েছে সেখানে এই ধরনের মেশিন বসানো হয়েছে । আগামিদিনে এই কেন্দ্রিক যে আন্দোলন রয়েছে তা রাজ্যজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।"

এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সভাপতি প্রণয় কার্যী, ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক শৌভিক দাস বক্সীদের বক্তব্য,"পাবলিক প্লেস থেকে কলেজ ক্যাম্পাস সমস্ত জায়গায় মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিতে হবে সরকারকে । তাঁর জন্য আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হবে ।"

স্যানিটারি প্যাড ব্যবহারে ক্যানসারের ঝুঁকি বাড়ে ? জানুন কী বলছে গবেষণা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.