বহরমপুর, 10 সেপ্টেম্বর: বহরমপুরেও এবার হদিশ মিলল সন্দীপ ঘোষের বিলাসবহুল ফ্ল্যাটের ৷ ওই ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা ডা. এস ঘোষ । আবাসনের বাসিন্দাদের দাবি, এস ঘোষই কলকাতার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । কারণ আবাসনের অনেকেই তাঁকে এখানে আসতে দেখেছেন । আবাসিকদের আরও দাবি, তাঁর একটি গাড়ির গ্যারাজেও রয়েছে । বড় বড় গাড়িতেই নাকি তিনি এখানে আসতেন । বহরমপুর মোহন মলের ঠিক পিছনে বাবুপাড়ায় রয়েছে সন্দীপ ঘোষের এই বিলাসবহুল ফ্ল্যাট, যা নিয়ে চর্চা শুরু হয়েছে ।
জানা গিয়েছে, সন্দীপের ফ্ল্যাটটি দীর্ঘদিন তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে । তবে গাড়ির গ্যারাজটি অন্য একজন ভাড়া নিয়েছেন । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে বেশ কিছুদিন কর্মরত ছিলেন সন্দীপ ঘোষ । সূত্রের খবর, সেই সময়ই গোরাবাজার এলাকায় ওই বিলাসবহুল ফ্ল্যাটটি তিনি কিনেছিলেন । তবে সন্দীপ ঘোষ কবে কার কাছ থেকে ফ্ল্যাটটি কিনেছিলেন, সেই বিষয়ে আবাসিকরা কেউই মুখ খুলতে রাজি হননি ।
ফ্ল্যাটের বাসিন্দা সুমিত রায় বলেন, "টিভির পর্দায় বারবার যে সন্দীপ ঘোষকে দেখানো হচ্ছে তিনি আমাদের আবাসনে থাকতেন । তাঁর ফ্ল্যাট রয়েছে এখানে ৷ ফ্ল্যাটের সঙ্গে তাঁর একটা গ্যারাজও রয়েছে । তবে ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে । প্রায় কয়েক বছর ধরে ওই ফ্ল্যাটে কেউ আসা যাওয়া করেনি । ফ্ল্যাটে ধুলো ময়লা এবং ঝুলের আস্তরণ পড়েছে ।"
আবাসনের কেয়ারটেকার জগন্নাথ দাসের কথায়, "গত চার বছর ধরে আমি এই আবাসনে কাজ করছি । কখনও ওই ডাক্তারকে এখানে আসতে দেখিনি । এই ফ্ল্যাটটি সব সময়ই তালাবন্ধ অবস্থায় থাকে । গাড়ির গ্যারাজটি ইসলামপুরের একজনকে ভাড়া দেওয়া রয়েছে । গ্যারাজে এখন একটি মোটরবাইক রয়েছে ।"
ফ্ল্যাটের আবাসিকরা সঠিক সময় বলতে পারছেন না ৷ তবে যে সময়ে ফ্ল্যাটে তাঁর আসা যাওয়ার কথা বলছেন, সেসময় সন্দীপ ঘোষ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন । ফলে ডক্টর এস ঘোষই যে দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে ধৃত সন্দীপ ঘোষ, অনেকেই তা নিশ্চিত করেছেন । এর আগে কলকাতার বেলেঘাটা, সল্টলেক, নিউটাউন, ক্যানিংয়ে সন্দীপের সম্পত্তির হদিশ মিলেছে ৷ এবার বহরমপুর এলাকায় তাঁর ফ্ল্যাটের খোঁজ মিলল ৷