কলকাতা, 13 ডিসেম্বর: জামিন পেলেন আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ৷ 90 দিনের মাথাতেও কোনও রকমের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই । ফলে এই ঘটনায় টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে শিয়ালদা আদালত ।
সূত্রের খবর, আজ আদালতে সিবিআইয়ের গোয়েন্দাদের আরজি করে ধর্ষণ ও খুনের মামলার অগ্রগতি সম্পর্কে জিজ্ঞাস করা হলে তাঁরা বলেন, এখনও তদন্ত চলছে । অর্থাৎ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনও তথ্যপ্রমাণ জোগাড় করছে সিবিআই । এরপরেই তাঁদের আইনজীবীরা আদালতে দাবি করেন যে, তাঁদের মক্কেলরা 90 দিন সংশোধনাগারে থেকেছেন । ফলে তাঁদের জামিন দেওয়া হোক ।
তাঁদের আবেদনে সাড়া দিয়ে দু'জনেরই জামিন মঞ্জুর করে আদালত ৷ তবে জামিন পেলেও আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় সংশোধনাগারেই থাকতে হবে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে । জানা গিয়েছে, 2000 টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয় সন্দীপ এবং অভিজিৎকে ।
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগেও সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই । টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অবশ্য অন্য কোনও মামলা নেই । তাই তিনি জেল থেকে আপাতত মুক্তি পাবেন । তবে আজই তিনি বেরোতে পারবেন কি না, তা স্পষ্ট নয় ।জামিন পেলেও যখনই তাঁকে থানায় ডাকা হবে, তখনই যেতে হবে ৷ এই মর্মেই তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় সেখানকার এক তরুণী চিকিৎসকের দেহ । পরবর্তী সময়ে জানা যায়, ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে । সেই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে কলকাতা পুলিশ প্রাথমিকভাবে তদন্ত নেমে তাদের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল । তবে তারপর এই ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে ।
তদন্তে নেমে টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই । এক্ষেত্রে ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে । এর আগে, সিবিআই আদালতে দাবি করেছিল, সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এই ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে ওতোপ্রতোভাবে যুক্ত । তবে এই অভিযোগ আনার পরেও কেন অভিজিৎ এবং সন্দীপের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও রকমের শক্তপোক্ত প্রমাণ সামনে আনতে পারল না সিবিআই, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই ৷