ETV Bharat / state

সেহওয়াগের থেকে ভালো স্ট্রাইক রেট দিলীপের, কীর্তির 'চুল্লুভর...' মন্তব্যে জবাব শমিকের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: দিলীপ ঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্যের জবাব, আরেকটি বিতর্কিত মন্তব্য ৷ আর সেই নিয়ে এবার বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিশানা করল বিজেপি ৷ পাশাপাশি, দিলীপ ঘোষের প্রশংসায় তাঁকে বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে তুলনা করলেন শমিক ভট্টাচার্য ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 9:08 PM IST

দিলীপ ঘোষ নিয়ে কীর্তি আজাদের মন্তব্যের সমালোচনা শমিক ভট্টাচার্যের

বর্ধমান, 29 মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপির দুই প্রার্থীর বাকযুদ্ধ চরমে পৌঁছেছে ৷ যার আপাত-সমাপ্তিতে বিজেপির দিলীপ ঘোষকে উল্লেখ করে, 'চুল্লুভর পানি মে ডুবকে... জানা চাহিয়ে' মন্তব্য করেন তৃণমূলের কীর্তি আদাজ ৷ এবার কীর্তির সেই মন্তব্যের জবাবে দিলীপ ঘোষকে বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে তুলনা করলেন বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য ৷

একদিকে দিলীপ ঘোষ এবং তাঁর একের পর এক বিতর্কিত মন্তব্য ৷ কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'পৃতি-পরিচয়' তো আবার, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলা ৷ আর তাঁর প্রতিপক্ষে কংগ্রেস থেকে এসে তৃণমূলের বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী কীর্তি আদাজ ৷ যিনি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে, পালটা বিতর্ক তৈরি করেছেন গত বৃহস্পতিবার ৷ কীর্তির মন্তব্য ছিল, 'চুল্লুভর পানি মে ডুবকে... জানা চাহিয়ে' ৷ দুই প্রার্থীর এই বিতর্কিত মন্তব্যের ডুয়েলের মাঝেই দিলীপের পাশে দাঁড়াল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷

দিলীপ ঘোষকে বিজেপির সবচেয়ে 'সফল' রাজ্য সভাপতি হিসেবে উল্লেখ করলেন শমিক ভট্টাচার্য ৷ আর সেই প্রসঙ্গেই প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে তুলনা টানলেন বিজেপি মুখপাত্র ৷ তিনি বলেন, "দিলীপ ঘোষ ভূমিপুত্র ৷ দিলীপ ঘোষের স্ট্রাইকরেট বীরেন্দ্র সেহওয়াগের থেকে বেশি ৷ জীবনে কোনও নির্বাচনে তিনি পরাজিত হননি ৷ বঙ্গ বিজেপির ইতিহাসে তিনি সফলতম সভাপতি ৷ সেই দিলীপ ঘোষ সম্পর্কে বাইরে থেকে উড়ে এসে কীর্তি আজাদ এই ধরনের মন্তব্য করবেন, আর বাংলার মানুষ সেটা গ্রহণ করবে ?"

সেই সঙ্গে 83’র বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা প্রাক্তন সাংসদ কীর্তি আজাদকে রাজনীতির মঞ্চে দল পরিবর্তন নিয়ে কটাক্ষও করলেন শমিক ৷ তিনি বলেন, "কতবার জীবনে দল পরিবর্তন করেছেন ? বিজেপি থেকে কংগ্রেস, আবার কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, এবার তো আরজেডি, বিজেডি খুঁজতে হবে ৷ তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেটা রাজনীতির ভাষা নয় ৷ মানুষই তাঁকে বিসর্জন দিয়ে দেবে ৷ তাঁকে তো মঞ্চে বসিয়ে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, তাঁর যদি সামান্য সম্মানবোধ থাকত, তাহলে তাঁর মঞ্চ থেকে নেমে যাওয়া উচিত ছিল ৷"

আরও পড়ুন:

  1. মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ
  2. মাফিয়াদের টাকায় তৃণমূলে ফান্ডিং: লকেট
  3. মমতার মৃত্যু কামনার অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

দিলীপ ঘোষ নিয়ে কীর্তি আজাদের মন্তব্যের সমালোচনা শমিক ভট্টাচার্যের

বর্ধমান, 29 মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপির দুই প্রার্থীর বাকযুদ্ধ চরমে পৌঁছেছে ৷ যার আপাত-সমাপ্তিতে বিজেপির দিলীপ ঘোষকে উল্লেখ করে, 'চুল্লুভর পানি মে ডুবকে... জানা চাহিয়ে' মন্তব্য করেন তৃণমূলের কীর্তি আদাজ ৷ এবার কীর্তির সেই মন্তব্যের জবাবে দিলীপ ঘোষকে বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে তুলনা করলেন বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য ৷

একদিকে দিলীপ ঘোষ এবং তাঁর একের পর এক বিতর্কিত মন্তব্য ৷ কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'পৃতি-পরিচয়' তো আবার, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলা ৷ আর তাঁর প্রতিপক্ষে কংগ্রেস থেকে এসে তৃণমূলের বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী কীর্তি আদাজ ৷ যিনি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে, পালটা বিতর্ক তৈরি করেছেন গত বৃহস্পতিবার ৷ কীর্তির মন্তব্য ছিল, 'চুল্লুভর পানি মে ডুবকে... জানা চাহিয়ে' ৷ দুই প্রার্থীর এই বিতর্কিত মন্তব্যের ডুয়েলের মাঝেই দিলীপের পাশে দাঁড়াল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷

দিলীপ ঘোষকে বিজেপির সবচেয়ে 'সফল' রাজ্য সভাপতি হিসেবে উল্লেখ করলেন শমিক ভট্টাচার্য ৷ আর সেই প্রসঙ্গেই প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে তুলনা টানলেন বিজেপি মুখপাত্র ৷ তিনি বলেন, "দিলীপ ঘোষ ভূমিপুত্র ৷ দিলীপ ঘোষের স্ট্রাইকরেট বীরেন্দ্র সেহওয়াগের থেকে বেশি ৷ জীবনে কোনও নির্বাচনে তিনি পরাজিত হননি ৷ বঙ্গ বিজেপির ইতিহাসে তিনি সফলতম সভাপতি ৷ সেই দিলীপ ঘোষ সম্পর্কে বাইরে থেকে উড়ে এসে কীর্তি আজাদ এই ধরনের মন্তব্য করবেন, আর বাংলার মানুষ সেটা গ্রহণ করবে ?"

সেই সঙ্গে 83’র বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা প্রাক্তন সাংসদ কীর্তি আজাদকে রাজনীতির মঞ্চে দল পরিবর্তন নিয়ে কটাক্ষও করলেন শমিক ৷ তিনি বলেন, "কতবার জীবনে দল পরিবর্তন করেছেন ? বিজেপি থেকে কংগ্রেস, আবার কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, এবার তো আরজেডি, বিজেডি খুঁজতে হবে ৷ তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেটা রাজনীতির ভাষা নয় ৷ মানুষই তাঁকে বিসর্জন দিয়ে দেবে ৷ তাঁকে তো মঞ্চে বসিয়ে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, তাঁর যদি সামান্য সম্মানবোধ থাকত, তাহলে তাঁর মঞ্চ থেকে নেমে যাওয়া উচিত ছিল ৷"

আরও পড়ুন:

  1. মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ
  2. মাফিয়াদের টাকায় তৃণমূলে ফান্ডিং: লকেট
  3. মমতার মৃত্যু কামনার অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.