সাগর, 11 ফেব্রুয়ারি: দীর্ঘ অপেক্ষার অবসান ৷ স্বপ্নপূরণ হতে চলেছে সাগরবাসীর । মুড়িগঙ্গা নদীর উপরে তৈরি হচ্ছে সেতু ৷ এই সেতু তৈরি হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগরে । সেতু তৈরি হওয়ার খবরে খুশির হাওয়া এলাকাবাসীদের মধ্যে ।
সাগরদ্বীপের বাসিন্দা গোবিন্দ মণ্ডল বলেন, "প্রথমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই । সাগরদ্বীপের বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে মুড়িগঙ্গা নদীর উপর একটি ব্রিজ তৈরি হোক । ব্রিজ তৈরি হলে সাগরদ্বীপের প্রতিটা মানুষের আর্থিক উন্নতি ঘটবে । তেমনই প্রতিবছর গঙ্গাসাগর মেলার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এসে এখানে ভিড় জমান । ব্রিজ হলে পুণ্যার্থীদের যাতায়াতের ক্ষেত্রে আর কোনও অসুবিধা থাকবে না । তাঁরা খুব সহজেই গঙ্গাসাগরের পূণ্যভূমিতে এসে পৌঁছে যাবেন ।"
2024-25 অর্থবর্ষে রাজ্যের বাজেট অধিবেশনে মুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে । 3.1 কিলোমিটার দীর্ঘ সেতু, যা লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত সংযোগ স্থাপন করবে । এই সেতুর নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর । প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লাগবে তিন বছর । সেতুর জন্য 1 হাজার 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । যার মধ্যে প্রথম বছরের জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা । এই সেতু তৈরি হলে শুধুমাত্র পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধা হবে তা নয় গঙ্গাসাগর দ্বীপ এলাকার মানুষজের আর্থিক অবস্থারও অনেকটাই উন্নতি হবে বলে মনে করা হচ্ছে । বৃহত্তম পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলেও মনে করছে রাজ্য সরকার ।
সারা বছরই লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এসে ভিড় জমান গঙ্গাসাগরে । দুর্গম পরিস্থিতি নদী পার হয়ে পুণ্যার্থীদের আসতে হয় গঙ্গাসাগরে পূর্ণভূমিতে । কাকদ্বীপ লর্ড নাম্বার 8 থেকে ভেসেল করে পুণ্যার্থীরা আসে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে । কিন্তু নদীতে জোয়ার ভাটা থাকার কারণে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হয় যাত্রীদের । যার ফলে ভোগান্তির শিকার হতে হয় তাঁদের । এর পাশাপাশি দিনের পর দিন মুড়িগঙ্গা নদীর নাব্রতা অনেকটাই কমে যাচ্ছে । এর ফলে প্রতিবছর গঙ্গাসাগর মেলার আগে ভেসেল পরিষেবা দিবা রাত্রি সচল রাখার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মুড়িগঙ্গা নদীতে করা হয় ড্রেজিং । এই ড্রেজিং করেও অনেক সময় সুরাহা মেলে না ।
প্রায় সময় পুণ্যার্থীদের ভেসেল মুড়িগঙ্গা নদীর চড়ে আটকে যাওয়ার ঘটনা সামনে আসে । এই থেকেই সাগরবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে মুড়িগঙ্গা নদীর উপরে এই সেতু হোক ৷ যার ফলে তাদেরও জীবনযাত্রার অনেকটাই মানোন্নয়ন হবে । তবে দীর্ঘদিন ধরে অনেক পরিকল্পনা করা হলেও ফল লাভ হচ্ছিল না কোন কিছুই । তবে এবারে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলায় উচ্ছ্বসিত সাগরবাসী ।
আরও পড়ুন: