কলকাতা, 14 জুন: লোকসভা ভোটের ফলাফলের পরবর্তী সময়ে সিপিএম পলিটব্যুরোর তরফে বিবৃতি জারি করে নির্বাচিত বাম সাংসদদের অভিনন্দন জানানো হয়েছে। সেখানে এও দাবি করা হয়েছে, লোকসভা ভোটে সংসদে বামেদের শক্তি খানিক হলেও বৃদ্ধি পেয়েছে। আর যে বাম সাংসদদের যে তালিকা সেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে সিপিএমের চার, সিপিআই-এর দুই এবং সিপিআই (এমএল)-এর দুই সাংসদের নাম উল্লেখ করা হয়। তবে সেই তালিকায় ঠাঁই পায়নি বাম শরিক আরএসপি সাংসদদের নাম ৷ আর এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য।
মনোজ ভট্টাচার্যের কথায়, "সিপিএমের এই আচরণে আমি মর্মাহত। সিপিএমের একমাত্র সরকার রয়েছে কেরালায়। তার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ক্ষমতাধর পলিটব্যুরো সদস্য। 2014 সালে আমরা বাম জোটই ছিলাম। ওই কোল্লাম আসন নিয়েই ঝামেলা। তারপরেই জোট থেকে বের করে দেওয়া হয় আরএসপি-কে। তারপর ওই আসনে আরএসপি একা লড়াই করে। কংগ্রেস অবশ্য সমর্থন করেছে। পরে ইউডিএফ-ও সমর্থন করে। প্রেমচন্দ্রন ওখান থেকে জিতেছেন। আর তাতেই পিনারাই বিজয়ন রুষ্ট হয়ে তাঁর নামটা বাদ দেয়।"
মনোজ ভট্টাচার্যের কথায়, "সিপিএম কেরলে একটিমাত্র আসন পেয়েছে। আর বাকি তিনটে যেখানে পেয়েছে সবটাই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে। সিপিএম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন লড়তে পারে। সিপিআই পারে, সিপিআইএমএল পারে আর আরএসপি লড়লেই তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়। সিপিএমের কী ধরনের শিষ্টাচার এটা জানি না। মার্কসবাদ, লেলিনবাদ নিয়ে সঙ্কটে ভুগছে সিপিএম নেতৃত্ব। আমি এই বিষয় সিপিএম নেতৃত্বকে জানিয়েছি। আশা করব সিপিএম পলিটব্যুরো এটা বিবেচনা করবেন ও ভুল সংশোধন করবেন।"
তিনি আরও বলেন, "সীতারাম ইয়েচুরি 5 জুন আমাদের জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছে। তার পরেও কীভাবে বাদ দেওয়া হল জানি না।" উল্লেখ্য, কোল্লাম আসনে আরএসপি প্রার্থী এনকে প্রেমচন্দ্রন 1 লক্ষ 50 হাজার 332 ভোট জেতেন। তাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 4 লক্ষ 43 হাজার 628। এই নিয়ে তিনি তৃতীয়বারের জন্য এই আসন থেকে জয়লাভ করেছেন।