ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে কালো ব্যাজ পরে প্রতিবাদে দেশের চিকিৎসকমহল, নিন্দা আইএমএ’র - RG Kar PGT Doc Rape and Murder - RG KAR PGT DOC RAPE AND MURDER

RG Kar Medical Student Rape and Murder Case: আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরব ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ হাসপাতালের ভিতরে সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ পাশাপাশি প্রতিবাদেও সরব হয়েছে সংস্থা ৷

RG Kar Medical Student Rape and Murder Case
আরজি কর-কাণ্ডে নিন্দায় সরব আইএমএ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 4:55 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ আইএমএ-র তরফে দেশের সব চিকিৎসককে হাতে কালো ব্যাজ পরতে বলা হয়েছে, প্রতিবাদের প্রতীক হিসেবে ৷ সঙ্গে হাসপাতালের ভিতরে চিকিৎসক, শিক্ষানবিশ, স্বাস্থ্য কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে আইএমএ ৷

শুক্রবার সকালে আরজি কর মেডিক্যালে কলেজের সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ পরবর্তী সময়ে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও খুনের মামলা রুজু করে ৷ এই ঘটনার নিন্দা করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ পাশাপাশি, আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকারও তীব্র সমালোচনা করেছে আইএমএ ৷ সেখানে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷

আইএমএ-র তরফে এনিয়ে বলা হয়েছে, "আরজি কর মেডিক্যাল কলেজের ই-সেমিনার কক্ষে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে ৷ হাসপাতালের নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন ? কেন কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি ?" এমন একাধিক প্রশ্ন তোলা হয়েছে সংস্থার তরফে ৷ নারকীয় এই অপরাধের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে আইএমএ ৷

সংস্থার তরফে বলা হয়েছে, "আমরা এই ঘটনায় হতবাক ৷ বিধ্বস্ত বোধ করছি ৷ আমরা দেশের সকল চিকিৎসককে হাতে কালো ব্যাজ পরতে অনুরোধ করছি, প্রতিবাদ ও শোকপ্রকাশের প্রতীক হিসেবে ৷" শুক্রবার সকালে সেমিনার হলে ওই ডাক্তারি পড়ুয়ার রক্তাক্ত ও অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় ৷ চেস্ট মেডিসিন বিভাগের ওই ছাত্রী বৃহস্পতিবার রাতে কর্তব্যরত ছিলেন ৷

এই জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততার সঙ্গে ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ৷ সংস্থার তরফে সভাপতি চিকিৎসক অরবিন্দ মাথুর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি দিয়েছেন ৷ সেখানে বলা হয়েছে, "এই গুরুতর অপরাধকে আমরা কোনওভাবে হালকা করে নিতে পারি না ৷ আর আমাদের নিজেদের অবস্থানে ঐক্যবদ্ধ থাকতে হবে ৷"

তিনি উল্লেখ করেছেন, "হাসপাতালের সেমিনার হলে পাওয়া মহিলা ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পারিপার্শ্বিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ সেখানে হামলা, ধর্ষণ এবং হত্যার অভিযোগ উঠেছে ৷ এই হৃদয়বিদারক ঘটনাটি সারা দেশে আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতিকে স্পষ্টভাবে তুলে ধরেছে ৷" উল্লেখ্য, এই ঘটনায় কলকাতা পুলিশের হোমি সাইড শাখার গোয়েন্দারা সঞ্জয় দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ধৃত সঞ্জয় দাস সিভিক ভলান্টিয়ার ৷

নয়াদিল্লি, 10 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ আইএমএ-র তরফে দেশের সব চিকিৎসককে হাতে কালো ব্যাজ পরতে বলা হয়েছে, প্রতিবাদের প্রতীক হিসেবে ৷ সঙ্গে হাসপাতালের ভিতরে চিকিৎসক, শিক্ষানবিশ, স্বাস্থ্য কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে আইএমএ ৷

শুক্রবার সকালে আরজি কর মেডিক্যালে কলেজের সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ পরবর্তী সময়ে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও খুনের মামলা রুজু করে ৷ এই ঘটনার নিন্দা করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ পাশাপাশি, আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকারও তীব্র সমালোচনা করেছে আইএমএ ৷ সেখানে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷

আইএমএ-র তরফে এনিয়ে বলা হয়েছে, "আরজি কর মেডিক্যাল কলেজের ই-সেমিনার কক্ষে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে ৷ হাসপাতালের নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন ? কেন কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি ?" এমন একাধিক প্রশ্ন তোলা হয়েছে সংস্থার তরফে ৷ নারকীয় এই অপরাধের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে আইএমএ ৷

সংস্থার তরফে বলা হয়েছে, "আমরা এই ঘটনায় হতবাক ৷ বিধ্বস্ত বোধ করছি ৷ আমরা দেশের সকল চিকিৎসককে হাতে কালো ব্যাজ পরতে অনুরোধ করছি, প্রতিবাদ ও শোকপ্রকাশের প্রতীক হিসেবে ৷" শুক্রবার সকালে সেমিনার হলে ওই ডাক্তারি পড়ুয়ার রক্তাক্ত ও অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় ৷ চেস্ট মেডিসিন বিভাগের ওই ছাত্রী বৃহস্পতিবার রাতে কর্তব্যরত ছিলেন ৷

এই জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততার সঙ্গে ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ৷ সংস্থার তরফে সভাপতি চিকিৎসক অরবিন্দ মাথুর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি দিয়েছেন ৷ সেখানে বলা হয়েছে, "এই গুরুতর অপরাধকে আমরা কোনওভাবে হালকা করে নিতে পারি না ৷ আর আমাদের নিজেদের অবস্থানে ঐক্যবদ্ধ থাকতে হবে ৷"

তিনি উল্লেখ করেছেন, "হাসপাতালের সেমিনার হলে পাওয়া মহিলা ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পারিপার্শ্বিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক ৷ সেখানে হামলা, ধর্ষণ এবং হত্যার অভিযোগ উঠেছে ৷ এই হৃদয়বিদারক ঘটনাটি সারা দেশে আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতিকে স্পষ্টভাবে তুলে ধরেছে ৷" উল্লেখ্য, এই ঘটনায় কলকাতা পুলিশের হোমি সাইড শাখার গোয়েন্দারা সঞ্জয় দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ধৃত সঞ্জয় দাস সিভিক ভলান্টিয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.