ETV Bharat / state

কতবার দেখেছি, আজ দিদি নেই ! নির্যাতিতার স্মৃতি জড়িয়েই ছন্দে ফিরছে আরজি কর - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Services Return to Normalcy: আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের ৷ তবে পরিষেবা স্বাভাবিক রাখতে বাড়তি দায়িত্ব নিয়েছেন সিনিয়র চিকিৎসকরা ৷ এছাড়াও নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী ৷ ক্রমে রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে ৷

ETV BHARAT
নির্যাতিতার স্মৃতি জড়িয়েই ছন্দে ফিরছে আরজি কর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 4:03 PM IST

Updated : Aug 26, 2024, 5:19 PM IST

কলকাতা, 26 অগস্ট: চিকিৎসক ছাত্রীর নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই অচলাবস্থা চলছে আরজি কর হাসপাতালে ৷ সুবিচারের দাবিতে আন্দোলনে কিছুটা ব্যাহত হয় পরিষেবা ৷ তবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ও সিনিয়র চিকিৎসকদের বাড়তি প্রচেষ্টায় আন্দোলনের মাঝেও ফের ছন্দে ফিরছে ঐতিহ্যবাহী হাসপাতাল ৷ ক্রমে বাড়ছে রোগীর ভিড় ৷ চিকিৎসা করাতে এসে নির্যাতিতাকেও শ্রদ্ধা জানাচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা ৷

নির্যাতিতার স্মৃতি জড়িয়েই ছন্দে ফিরছে আরজি কর (নিজস্ব ভিডিয়ো)

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের । তার পর আবার 14 অগস্ট রাতে হাসপাতালে দুষ্কৃতী হামলায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয় ৷ কার্যত থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় আরজি কর হাসপাতাল চত্বরে ৷ বহু রোগীর পরিবার তাদের রোগীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে অন্যত্র চলে যাচ্ছিলেন । নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছিল বড় প্রশ্ন । এছাড়াও হাসপাতালে রোগীরা আদেও কতটা পরিষেবা পাচ্ছেন, তাই নিয়েও প্রশ্ন ওঠে ।

তবে সময় যত এগোচ্ছে ততই ভয় কাটছে আমজনতার । গোটা হাসপাতাল চত্বর এখন কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ৷ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সিআইএসএফ জওয়ানরা । অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে যাতে রোগীদের সমস্যা না-বাড়ে সেজন্য প্রতিটি বিভাগে বাড়তি দায়িত্ব নিয়ে পরিষেবা দিচ্ছেন সিনিয়র চিকিৎসকেরা । ক্রমে পুরনো ছন্দে ফিরে আসছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল । সপ্তাহের শুরুতেই আগের তুলনায় রোগীর ভিড় বাড়তে শুরু করেছে হাসপাতালের বহির্বিভাগে । দূর-দূরান্ত থেকে তাঁরা আসছেন আরজি কর হাসপাতালে । বিনা বাধায় রোগীরা ডাক্তার দেখাচ্ছেন, শারীরিক পরীক্ষা করাচ্ছেন, তারপর ওষুধ কিনে বাড়ি ফিরছেন ।

তবে চিকিৎসা করাতে এসে নির্যাতিতার সুবিচারের দাবিতে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিও পূর্ণ সমর্থন জানাচ্ছেন রোগী ও তাঁদের পরিবার পরিজনেরা ৷ হাসপাতালের আন্দোলন মঞ্চে মৃত মহিলা চিকিৎসকের একটি প্রতীকী ছবি রাখা আছে ৷ পাশে জ্বালানো মোমবাতি ৷ যাঁরাই হাসপাতালে আসছেন, তাঁরাই একবার সেই মঞ্চের পাশে ঢুঁ মেরে যাচ্ছেন ৷ ছবির পাশে জ্বালিয়ে দিচ্ছেন মোমবাতি ৷

রিষড়া থেকে আসা এক মহিলা ইটিভি ভারতকে জানালেন তিনি এর আগে অনেকবার নির্যাতিতাকে দেখেছেন, তাঁর সঙ্গে কথা বলেছেন ৷ আজ তিনি নেই এটা ভাবতেই তাঁর চোখে জল এসে যাচ্ছে ৷ তাঁর কথায়, "আমার স্বামী বহুদিন ভর্তি ছিল আরজি কর মেডিক্যাল কলেজে । আজ আবার তাঁকে নিয়ে চিকিৎসা করাতে এসেছি । আমার স্বামী যখন ভর্তি ছিল, তখন এই ডাক্তার দিদিকে বহুবার দেখেছি । কথা বলেছি ৷ এখন ভাবতে পারছি না তিনি আর নেই । তাঁর ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে গেলাম ৷ দোষীরা শাস্তি পাক ৷" কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ওই মহিলার ৷

আন্দোলন চলছে ৷ পাশাপাশি পরিষেবাও স্বাভাবিক করার প্রচেষ্টায় ঐতিহ্যবাহী হাসপাতাল ৷ ক্রমে ভিড় বাড়ছে রোগীর ৷ তবে দোষীরা শাস্তি পেলে, নির্যাতিতা সুবিচার পেলে, তবেই পুরোপুরি স্বাভাবিক হবে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷

কলকাতা, 26 অগস্ট: চিকিৎসক ছাত্রীর নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই অচলাবস্থা চলছে আরজি কর হাসপাতালে ৷ সুবিচারের দাবিতে আন্দোলনে কিছুটা ব্যাহত হয় পরিষেবা ৷ তবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ও সিনিয়র চিকিৎসকদের বাড়তি প্রচেষ্টায় আন্দোলনের মাঝেও ফের ছন্দে ফিরছে ঐতিহ্যবাহী হাসপাতাল ৷ ক্রমে বাড়ছে রোগীর ভিড় ৷ চিকিৎসা করাতে এসে নির্যাতিতাকেও শ্রদ্ধা জানাচ্ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা ৷

নির্যাতিতার স্মৃতি জড়িয়েই ছন্দে ফিরছে আরজি কর (নিজস্ব ভিডিয়ো)

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের । তার পর আবার 14 অগস্ট রাতে হাসপাতালে দুষ্কৃতী হামলায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয় ৷ কার্যত থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় আরজি কর হাসপাতাল চত্বরে ৷ বহু রোগীর পরিবার তাদের রোগীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে অন্যত্র চলে যাচ্ছিলেন । নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছিল বড় প্রশ্ন । এছাড়াও হাসপাতালে রোগীরা আদেও কতটা পরিষেবা পাচ্ছেন, তাই নিয়েও প্রশ্ন ওঠে ।

তবে সময় যত এগোচ্ছে ততই ভয় কাটছে আমজনতার । গোটা হাসপাতাল চত্বর এখন কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ৷ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সিআইএসএফ জওয়ানরা । অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে যাতে রোগীদের সমস্যা না-বাড়ে সেজন্য প্রতিটি বিভাগে বাড়তি দায়িত্ব নিয়ে পরিষেবা দিচ্ছেন সিনিয়র চিকিৎসকেরা । ক্রমে পুরনো ছন্দে ফিরে আসছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল । সপ্তাহের শুরুতেই আগের তুলনায় রোগীর ভিড় বাড়তে শুরু করেছে হাসপাতালের বহির্বিভাগে । দূর-দূরান্ত থেকে তাঁরা আসছেন আরজি কর হাসপাতালে । বিনা বাধায় রোগীরা ডাক্তার দেখাচ্ছেন, শারীরিক পরীক্ষা করাচ্ছেন, তারপর ওষুধ কিনে বাড়ি ফিরছেন ।

তবে চিকিৎসা করাতে এসে নির্যাতিতার সুবিচারের দাবিতে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিও পূর্ণ সমর্থন জানাচ্ছেন রোগী ও তাঁদের পরিবার পরিজনেরা ৷ হাসপাতালের আন্দোলন মঞ্চে মৃত মহিলা চিকিৎসকের একটি প্রতীকী ছবি রাখা আছে ৷ পাশে জ্বালানো মোমবাতি ৷ যাঁরাই হাসপাতালে আসছেন, তাঁরাই একবার সেই মঞ্চের পাশে ঢুঁ মেরে যাচ্ছেন ৷ ছবির পাশে জ্বালিয়ে দিচ্ছেন মোমবাতি ৷

রিষড়া থেকে আসা এক মহিলা ইটিভি ভারতকে জানালেন তিনি এর আগে অনেকবার নির্যাতিতাকে দেখেছেন, তাঁর সঙ্গে কথা বলেছেন ৷ আজ তিনি নেই এটা ভাবতেই তাঁর চোখে জল এসে যাচ্ছে ৷ তাঁর কথায়, "আমার স্বামী বহুদিন ভর্তি ছিল আরজি কর মেডিক্যাল কলেজে । আজ আবার তাঁকে নিয়ে চিকিৎসা করাতে এসেছি । আমার স্বামী যখন ভর্তি ছিল, তখন এই ডাক্তার দিদিকে বহুবার দেখেছি । কথা বলেছি ৷ এখন ভাবতে পারছি না তিনি আর নেই । তাঁর ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে গেলাম ৷ দোষীরা শাস্তি পাক ৷" কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ওই মহিলার ৷

আন্দোলন চলছে ৷ পাশাপাশি পরিষেবাও স্বাভাবিক করার প্রচেষ্টায় ঐতিহ্যবাহী হাসপাতাল ৷ ক্রমে ভিড় বাড়ছে রোগীর ৷ তবে দোষীরা শাস্তি পেলে, নির্যাতিতা সুবিচার পেলে, তবেই পুরোপুরি স্বাভাবিক হবে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷

Last Updated : Aug 26, 2024, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.