ETV Bharat / state

আরজি কর দুর্নীতির তদন্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ সন্দীপের - RG Kar Financial Irregularity Probe - RG KAR FINANCIAL IRREGULARITY PROBE

Sandip Ghosh Moves Supreme Court: আরজি করে নির্যাতিতার ধর্ষণ ও হত্যার মামলায় নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের ৷ এছাড়া আদালতের নির্দেশেই হাসপাতালের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই ৷ এই সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷

Sandip Ghosh
সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 6:18 PM IST

Updated : Sep 4, 2024, 6:50 PM IST

কলকাতা ও নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ হাসপাতালের আর্থিক দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ 6 সেপ্টেম্বর দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ৷

আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় নাম জড়িয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ৷ এরপর হাসপাতালে আর্থিক দুর্নীতির নেপথ্যেও তিনি রয়েছেন বলে অভিযোগ ওঠে ৷ প্রথমে হাসপাতালের আর্থিক তছরূপের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল রাজ্য সরকার ৷ এরপর 23 অগস্ট কলকাতা হাইকোর্ট হাসপাতালের এই দুর্নীতিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পৃথক তদন্তভার দেয় সিবিআই-এর উপর ৷

তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যার মামলায় সিবিআই তদন্তে গত 16 অগস্ট থেকে গত 2 সেপ্টেম্বর প্রায় রোজই সিজিও কমপ্লেক্সে সিবিআই কার্যালয়ে হাজিরা দিয়েছেন সন্দীপ ৷ এরপর সোমবার রাতে তাঁকে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করে সিবিআই ৷ 3 সেপ্টেম্বর আলিপুর বিশেষ সিবিআই আদালত সন্দীপ ঘোষ-সহ মোট 4 জনকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ এরপরই সুপ্রিম কোর্টে আবেদন জানালেন আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষ ৷

আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি এর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ৷ 9 অগস্ট হাসপাতালের চারতলায় সেমিনার হলে পড়ুয়া-চিকিৎসকের মৃতদেহ উদ্ধার ঘটনায় রাজ্য তথা দেশজুড়ে প্রতিবাদে নামেন চিকিৎসকরা ৷ আবারও সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে ৷

গত 23 অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, মামলাকারী আখতার আলিকে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ৷ তিন সপ্তাহ পরে সিবিআইকে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাইকোর্টে ৷ 17 সেপ্টেম্বর সেই রিপোর্ট তলব করেছে আদালত ।

কলকাতা ও নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ হাসপাতালের আর্থিক দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ 6 সেপ্টেম্বর দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ৷

আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় নাম জড়িয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ৷ এরপর হাসপাতালে আর্থিক দুর্নীতির নেপথ্যেও তিনি রয়েছেন বলে অভিযোগ ওঠে ৷ প্রথমে হাসপাতালের আর্থিক তছরূপের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল রাজ্য সরকার ৷ এরপর 23 অগস্ট কলকাতা হাইকোর্ট হাসপাতালের এই দুর্নীতিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পৃথক তদন্তভার দেয় সিবিআই-এর উপর ৷

তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যার মামলায় সিবিআই তদন্তে গত 16 অগস্ট থেকে গত 2 সেপ্টেম্বর প্রায় রোজই সিজিও কমপ্লেক্সে সিবিআই কার্যালয়ে হাজিরা দিয়েছেন সন্দীপ ৷ এরপর সোমবার রাতে তাঁকে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করে সিবিআই ৷ 3 সেপ্টেম্বর আলিপুর বিশেষ সিবিআই আদালত সন্দীপ ঘোষ-সহ মোট 4 জনকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ এরপরই সুপ্রিম কোর্টে আবেদন জানালেন আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষ ৷

আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি এর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ৷ 9 অগস্ট হাসপাতালের চারতলায় সেমিনার হলে পড়ুয়া-চিকিৎসকের মৃতদেহ উদ্ধার ঘটনায় রাজ্য তথা দেশজুড়ে প্রতিবাদে নামেন চিকিৎসকরা ৷ আবারও সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে ৷

গত 23 অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, মামলাকারী আখতার আলিকে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ৷ তিন সপ্তাহ পরে সিবিআইকে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাইকোর্টে ৷ 17 সেপ্টেম্বর সেই রিপোর্ট তলব করেছে আদালত ।

Last Updated : Sep 4, 2024, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.