ETV Bharat / state

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেব, আরজি কর কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Suvendu Adhikari Slams Mamata Banerjee: আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ধর্মতলায় বিজেপি ধর্না মঞ্চের আজ দ্বিতীয় দিন। আরও সাত দিনের ধর্নায় বসেছে বঙ্গ বিজেপি।

Dharna Mancho at Dharmatala
ধর্মতলায় বিজেপি ধর্না মঞ্চ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 10:18 PM IST

কলকাতা, 30 অগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও ধর্ষককে ফাঁসির সাজার জন্য আগামী মঙ্গলবার বসতে চলেছে বিশেষ বিধানসভা অধিবেশন। এই নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, আগামী মঙ্গলবার বিধানসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেবেন। তিনি বলেন, "আপনার মুখোশ খোলার দায়িত্ব বিরোধী দলনেতার। মুখোশ আমি খুলব।"

আরজি কর কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর (ইটিভি ভারত)

"আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেব। আর আগামী সোমবার আবার তথ্য তুলে ধরব সবার সামনে। আপনাকে বলে গেলাম, ব্যাগ গোছান আপনি ।" আজ এমনটাই আজ চরম আজ চরম হুঁশিয়ারি দিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ধর্মতলায় বিজেপি ধর্না মঞ্চের আজ দ্বিতীয় দিন। আবারও সাত দিনের ধর্নায় বসেছে বঙ্গ বিজেপি। আজ বিজেপির ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিজেপি শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, তাপস রায়-সহ আরও অনেকেই।

তিনি আরও বলেন, "27 তারিখে রাজ্যের মানুষ সাড়ে তিন ঘণ্টা নবান্নকে নড়িয়েছে। ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় থরথর করে কেঁপেছিলেন। আজ বারে বারে বাধাপ্রাপ্ত হওয়া সত্বেও মহিলা মোর্চার সদস্যরা মহিলা কমিশনের বাইরে প্রতীকী তালা ঝুলিয়ে এসেছে । এবার রাজ্য সরকারকে বিজেপি সিনেমা দেখাবে। একদিন নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযানের ডাক দেওয়া হবে । আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন পুজো কবে আসবে, সেই দিন গুনছেন। তাহলেই তো মানুষ পুজোয় মিতে যাবে, আর আন্দোলনটা বন্ধ হয়ে যাবে", কটাক্ষ বিরোধী দলনেতার ।

গত 72 ঘণ্টায় রাজ্যে যে ছয়টি শ্লিলতাহানির মামলা হয়েছে, তার মধ্যে পাঁচ জনই নাবালিকা । বালুরঘাটে তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে একজন নাবালিকার ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ওই জেলার হরিরামপুর অঞ্চলের আদিবাসীরা রাস্তা অবরোধ করে রেখেছে । এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন, "সময় থাকতে তিনি যেন বুঝে যান যে, এই রাজ্যের মানুষ আর তাঁকে চাইছে না ।"

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে সারা রাজ্যে হওয়া 900টি ধর্ষণের মামলা তুলে ধরেছেন। রাজ্য বিজেপি সভাপতি বলেন, "আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি যে, এই 900টা ঘটনার মধ্যে আরজি করের ঘটনার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে মেলে এমন ভারতবর্ষে হওয়া একটি ধর্ষণের ঘটনা তিনি দেখিয়ে দিন। আরজিকরের ঘটনাটি একেবারে একটা আলাদা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পায় ৷ তাই ধর্না মঞ্চ করতে দিতে চাইছিলেন না ।"

কলকাতা, 30 অগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও ধর্ষককে ফাঁসির সাজার জন্য আগামী মঙ্গলবার বসতে চলেছে বিশেষ বিধানসভা অধিবেশন। এই নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, আগামী মঙ্গলবার বিধানসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেবেন। তিনি বলেন, "আপনার মুখোশ খোলার দায়িত্ব বিরোধী দলনেতার। মুখোশ আমি খুলব।"

আরজি কর কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর (ইটিভি ভারত)

"আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেব। আর আগামী সোমবার আবার তথ্য তুলে ধরব সবার সামনে। আপনাকে বলে গেলাম, ব্যাগ গোছান আপনি ।" আজ এমনটাই আজ চরম আজ চরম হুঁশিয়ারি দিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ধর্মতলায় বিজেপি ধর্না মঞ্চের আজ দ্বিতীয় দিন। আবারও সাত দিনের ধর্নায় বসেছে বঙ্গ বিজেপি। আজ বিজেপির ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিজেপি শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, তাপস রায়-সহ আরও অনেকেই।

তিনি আরও বলেন, "27 তারিখে রাজ্যের মানুষ সাড়ে তিন ঘণ্টা নবান্নকে নড়িয়েছে। ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় থরথর করে কেঁপেছিলেন। আজ বারে বারে বাধাপ্রাপ্ত হওয়া সত্বেও মহিলা মোর্চার সদস্যরা মহিলা কমিশনের বাইরে প্রতীকী তালা ঝুলিয়ে এসেছে । এবার রাজ্য সরকারকে বিজেপি সিনেমা দেখাবে। একদিন নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযানের ডাক দেওয়া হবে । আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন পুজো কবে আসবে, সেই দিন গুনছেন। তাহলেই তো মানুষ পুজোয় মিতে যাবে, আর আন্দোলনটা বন্ধ হয়ে যাবে", কটাক্ষ বিরোধী দলনেতার ।

গত 72 ঘণ্টায় রাজ্যে যে ছয়টি শ্লিলতাহানির মামলা হয়েছে, তার মধ্যে পাঁচ জনই নাবালিকা । বালুরঘাটে তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে একজন নাবালিকার ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ওই জেলার হরিরামপুর অঞ্চলের আদিবাসীরা রাস্তা অবরোধ করে রেখেছে । এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন, "সময় থাকতে তিনি যেন বুঝে যান যে, এই রাজ্যের মানুষ আর তাঁকে চাইছে না ।"

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে সারা রাজ্যে হওয়া 900টি ধর্ষণের মামলা তুলে ধরেছেন। রাজ্য বিজেপি সভাপতি বলেন, "আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি যে, এই 900টা ঘটনার মধ্যে আরজি করের ঘটনার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে মেলে এমন ভারতবর্ষে হওয়া একটি ধর্ষণের ঘটনা তিনি দেখিয়ে দিন। আরজিকরের ঘটনাটি একেবারে একটা আলাদা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পায় ৷ তাই ধর্না মঞ্চ করতে দিতে চাইছিলেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.