ETV Bharat / state

আরজি কর: 4 জুনিয়র ডাক্তারকে তলব, জিজ্ঞাসাবাদ সন্দীপের স্ত্রীকেও - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 1:26 PM IST

RG Kar Doctor Rape and Murder: আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় আজ হাসপাতালেরই চারজন জুনিয়র ডাক্তারকে সিবিআই দফতরে তলব করা হয় ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই ৷ পাশাপাশি আরজি করে দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি ৷

ETV BHARAT
আরজি করের চারজন জুনিয়র ডাক্তার সিবিআইয়ের দফতরে (নিজস্ব চিত্র)

কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সেই হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের চারজন পড়ুয়া চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে আজ সকালে তাঁরা পৌঁছে যান সিবিআইয়ের দফতরে ৷ এদিকে, আরজি করে দুর্নীতির তদন্তে আজই সন্দীপ ঘোষের স্ত্রীকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

ইতিমধ্যেই সন্দীপ ঘোষের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির আধিকারিকরা ৷ আরজি কর মেডিক্যাল কলেজে কোটি কোটি টাকার দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষ কীভাবে জড়িত ছিলেন, সেবিষয়ে বিস্তারিত জানতেই তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সন্দীপ ঘোষের 'খাস' লোক প্রসূন চট্টোপাধ্যায়কেও আজ ডেকে পাঠিয়েছে ইডি ৷ ন্যাশনাল মেডিক্যাল কলেজের অপারেটর হিসেবে কাজ করেন প্রসূন ৷

এদিকে, চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআইয়ের গোয়েন্দারা আজ জিজ্ঞাসাবাদ করছেন আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের চারজন পড়ুয়া চিকিৎসককে ৷ পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, নির্যাতিতার বিরুদ্ধে তাঁরই বিভাগের বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অভিযোগ করেছিলেন । কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তা জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা ৷

এছাড়াও চারজন পড়ুয়া চিকিৎসকের কাছ থেকে তদন্তকারীরা জানতে চাইবেন যে, নির্যাতিতা কি কোনও প্রভাবশালীর রোষের মুখে পড়েছিলেন ? গত কয়েকদিনের তদন্তের পর সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, হাসপাতালে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিষেবা দিতেন নির্যাতিতা । তার জন্যই কি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজন জুনিয়র চিকিৎসক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ? এই বিষয়টিও জানতে চাইছে সিবিআই ৷

এমনই বেশকিছু প্রশ্নের উত্তর জানার জন্য আজ চারজন পড়ুয়া চিকিৎসককে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাঁদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সেই হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের চারজন পড়ুয়া চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে আজ সকালে তাঁরা পৌঁছে যান সিবিআইয়ের দফতরে ৷ এদিকে, আরজি করে দুর্নীতির তদন্তে আজই সন্দীপ ঘোষের স্ত্রীকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

ইতিমধ্যেই সন্দীপ ঘোষের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির আধিকারিকরা ৷ আরজি কর মেডিক্যাল কলেজে কোটি কোটি টাকার দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষ কীভাবে জড়িত ছিলেন, সেবিষয়ে বিস্তারিত জানতেই তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সন্দীপ ঘোষের 'খাস' লোক প্রসূন চট্টোপাধ্যায়কেও আজ ডেকে পাঠিয়েছে ইডি ৷ ন্যাশনাল মেডিক্যাল কলেজের অপারেটর হিসেবে কাজ করেন প্রসূন ৷

এদিকে, চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআইয়ের গোয়েন্দারা আজ জিজ্ঞাসাবাদ করছেন আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের চারজন পড়ুয়া চিকিৎসককে ৷ পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, নির্যাতিতার বিরুদ্ধে তাঁরই বিভাগের বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অভিযোগ করেছিলেন । কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তা জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা ৷

এছাড়াও চারজন পড়ুয়া চিকিৎসকের কাছ থেকে তদন্তকারীরা জানতে চাইবেন যে, নির্যাতিতা কি কোনও প্রভাবশালীর রোষের মুখে পড়েছিলেন ? গত কয়েকদিনের তদন্তের পর সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, হাসপাতালে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিষেবা দিতেন নির্যাতিতা । তার জন্যই কি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজন জুনিয়র চিকিৎসক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ? এই বিষয়টিও জানতে চাইছে সিবিআই ৷

এমনই বেশকিছু প্রশ্নের উত্তর জানার জন্য আজ চারজন পড়ুয়া চিকিৎসককে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাঁদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.