কলকাতা, 2 মে: তাপপ্রবাহের বলয় থেকে বেরিয়ে এল কলকাতা। গত দু'দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 43 ডিগ্রি এবং 42 ডিগ্রি সেলসিয়াস । কিন্তু প্রত্যাশামত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প প্রবেশ করতেই 24 ঘণ্টার মধ্যে প্রায় 3 ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 3.8 ডিগ্রি বেশি। অর্থাৎ, আজ তাপপ্রবাহের কবল থেকে বেরিয়ে এল কলকাতা। মহানগর তাপপ্রবাহ মুক্ত হলেও রাজ্যের বাকি অংশ কিন্তু দহনজ্বালা যথেষ্ট। যদিও রাজ্যের জেলায় জেলায় আজ তাপমাত্রা বিগত পাঁচদিনের অনুপাতে কিছুটা নিম্নগামী।
দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃহস্পতিবার এবং আগামিকাল তাপপ্রবাহ সদৃশ পরিস্থিতি থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। রবিবার 5 মে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ওইদিন থেকে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে করছেন আবহাওয়া দফতর। এর পাশাপাশি, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূমে শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি পরিস্থিতি বহাল। তবে মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। আগামিকাল 4মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দুই 24 পরগনায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। দুই দিনাজপুর,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার দুই 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবার 6 মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে।
আরও পড়ুন: