ETV Bharat / state

সোনারপুরে 'জামাল-সাম্রাজ্যে' বিরল প্রজাতির কচ্ছপ - Turtle at Jamal Sardar House

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 6:55 PM IST

Turtle at Jamal Sardar House: জামাল সর্দারের প্রাসাদোপম বাড়িতে শুধু সালিশি সভা বা মহিলাদের শিকল দিয়ে বেঁধে মারধর করা হত, তা নয় ৷ এই বাড়িয়ে পোষ্যের তালিকায় রয়েছে বিরল প্রজাতির প্রাণী ৷ রয়েছে ঘোড়াও ৷

ETV BHARAT
সোনারপুরের 'জামাল-সাম্রাজ্যে' বিরল প্রজাতির কচ্ছপ ৷ (নিজস্ব চিত্র)

সোনারপুর, 17 জুলাই: জামালউদ্দিন সর্দার ওরফে জামাল ৷ যাকে বলা হচ্ছে, সোনারপুরের 'শেখ শাহজাহান'৷ সালিশি সভা ডেকে মহিলাদের পায়ে শিকল বেঁধে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ এমনকি অন্যের জমি দখলের অভিযোগও রয়েছে ৷ এই জামালের বিশাল অট্টালিকার ভিতরে কী কী রয়েছে ? তারও খোঁজ পাওয়া গেল ৷

সোনারপুরে জামাল সাম্রাজ্য (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বিশাল এলাকাজুড়ে তৈরি জামালের বাড়িতে একটি চৌবাচ্চা রয়েছে ৷ সেখানে একটি বিরল প্রজাতির কচ্ছপ থাকে ৷ সেটিকে পুষেছেন তালিবানি রাজত্ব চালানোয় অভিযুক্ত তৃণমূল নেতা জামাল ৷ গতকালই জামাল দাবি করেছিলেন, তাঁর বাড়িতে যে লোহার মোটা শিকল ও হুক রয়েছে, তা ঘোড়া বাঁধার জন্য ৷ তিনি বাড়িতে ঘোড়াও পুষেছেন ৷ আর তার দেখভালের জন্য মাসিক 10 হাজার বেতনে লোক রাখা হয়েছে ৷

তবে বন্যপ্রাণ আইন অনুযায়ী, কচ্ছপ পোষা বেআইনি ৷ তা সত্ত্বেও, শাসকদলের নেতা হওয়ার সুবাদে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এই জামাল সর্দার ৷ বাড়ির সামনেই চৌবাচ্চায় সেই বিরল প্রজাতির একটি কচ্ছপ থাকে ৷ সেই চৌবাচ্চায় একটি কাঠেক পাটাতন রয়েছে ৷ মাঝে মধ্যে সেই কাঠের পাটাতনে কচ্ছপটি উঠে বসে থাকে ৷ আর যে বিশাল জমির উপরে প্রাসাদোপম বাড়ি তিনি বানিয়েছেন, তার নিরাপত্তায় রয়েছে 50টি চোখ ৷ অর্থাৎ 50টি সিসিটিভি ক্যামেরা ৷

উল্লেখ্য, গত 8 জুলাই সকাল থেকে রাত পর্যন্ত স্থানীয় এক মহিলাকে পায়ে শিকল বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে জামালের বিরুদ্ধে ৷ অভিযোগ, পারিবারিক অশান্তির মীমাংসার নামে সালিশি সভা বসিয়ে এভাবেই গ্রামের মহিলা-পুরুষ সবার উপরে অত্যাচার করে তৃণমূলের এই নেতা ৷ এমনকি গরিব চাষিদের জমিও লুঠ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ গতকাল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, বিএলআরও অফিসের কম্পিউটার থেকে জমির মালিকে নাম বদল করিয়ে দেন এই জামাল ৷ সরাসরি প্রশাসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি ৷

উল্লেখ্য, জামাল সর্দারের এই কীর্তিকাণ্ড সোনারপুর থানার পুলিশ আধিকারিকদের মদতেই নাকি চলে ৷ এমনই অভিযোগ করেছিলেন অগ্নিমিত্রা পাল ৷ যদিও, এনিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷ তবে, জামাল শেখের বিপুল সম্পত্তির উৎস কী ? এনিয়ে স্থানীয়দের অভিযোগ, জামাল কাজকর্ম কিছুই করে না ৷ জমি দখল, জালিয়াতি করে অন্যের জমি বিক্রি করে দেওয়া, সালিশি সভায় বিচারের নামে তোলাবাজি ও বেআইনি প্রোমোটিং, এসবই নাকি তাঁর আয়ের উৎস ৷

সোনারপুর, 17 জুলাই: জামালউদ্দিন সর্দার ওরফে জামাল ৷ যাকে বলা হচ্ছে, সোনারপুরের 'শেখ শাহজাহান'৷ সালিশি সভা ডেকে মহিলাদের পায়ে শিকল বেঁধে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ এমনকি অন্যের জমি দখলের অভিযোগও রয়েছে ৷ এই জামালের বিশাল অট্টালিকার ভিতরে কী কী রয়েছে ? তারও খোঁজ পাওয়া গেল ৷

সোনারপুরে জামাল সাম্রাজ্য (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বিশাল এলাকাজুড়ে তৈরি জামালের বাড়িতে একটি চৌবাচ্চা রয়েছে ৷ সেখানে একটি বিরল প্রজাতির কচ্ছপ থাকে ৷ সেটিকে পুষেছেন তালিবানি রাজত্ব চালানোয় অভিযুক্ত তৃণমূল নেতা জামাল ৷ গতকালই জামাল দাবি করেছিলেন, তাঁর বাড়িতে যে লোহার মোটা শিকল ও হুক রয়েছে, তা ঘোড়া বাঁধার জন্য ৷ তিনি বাড়িতে ঘোড়াও পুষেছেন ৷ আর তার দেখভালের জন্য মাসিক 10 হাজার বেতনে লোক রাখা হয়েছে ৷

তবে বন্যপ্রাণ আইন অনুযায়ী, কচ্ছপ পোষা বেআইনি ৷ তা সত্ত্বেও, শাসকদলের নেতা হওয়ার সুবাদে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এই জামাল সর্দার ৷ বাড়ির সামনেই চৌবাচ্চায় সেই বিরল প্রজাতির একটি কচ্ছপ থাকে ৷ সেই চৌবাচ্চায় একটি কাঠেক পাটাতন রয়েছে ৷ মাঝে মধ্যে সেই কাঠের পাটাতনে কচ্ছপটি উঠে বসে থাকে ৷ আর যে বিশাল জমির উপরে প্রাসাদোপম বাড়ি তিনি বানিয়েছেন, তার নিরাপত্তায় রয়েছে 50টি চোখ ৷ অর্থাৎ 50টি সিসিটিভি ক্যামেরা ৷

উল্লেখ্য, গত 8 জুলাই সকাল থেকে রাত পর্যন্ত স্থানীয় এক মহিলাকে পায়ে শিকল বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে জামালের বিরুদ্ধে ৷ অভিযোগ, পারিবারিক অশান্তির মীমাংসার নামে সালিশি সভা বসিয়ে এভাবেই গ্রামের মহিলা-পুরুষ সবার উপরে অত্যাচার করে তৃণমূলের এই নেতা ৷ এমনকি গরিব চাষিদের জমিও লুঠ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ গতকাল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, বিএলআরও অফিসের কম্পিউটার থেকে জমির মালিকে নাম বদল করিয়ে দেন এই জামাল ৷ সরাসরি প্রশাসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি ৷

উল্লেখ্য, জামাল সর্দারের এই কীর্তিকাণ্ড সোনারপুর থানার পুলিশ আধিকারিকদের মদতেই নাকি চলে ৷ এমনই অভিযোগ করেছিলেন অগ্নিমিত্রা পাল ৷ যদিও, এনিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷ তবে, জামাল শেখের বিপুল সম্পত্তির উৎস কী ? এনিয়ে স্থানীয়দের অভিযোগ, জামাল কাজকর্ম কিছুই করে না ৷ জমি দখল, জালিয়াতি করে অন্যের জমি বিক্রি করে দেওয়া, সালিশি সভায় বিচারের নামে তোলাবাজি ও বেআইনি প্রোমোটিং, এসবই নাকি তাঁর আয়ের উৎস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.