মালদা ও দার্জিলিং, 21 এপ্রিল: "সিএএ আইন বন্ধ করার অধিকার কোনও রাজ্যের নেই ৷" নালাগোলার জনসভা থেকে মমতাকে এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি বলেন, "আমাদের প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনও পার্থক্য নেই । আমরা নাগরিকত্ব আইন আনার কথা বলেছিলাম । সিএএ আইন লাগু হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, উনি নাগরিকত্ব আইন বন্ধ করে দেবেন । আসলে উনি পশ্চিমবঙ্গের মানুষের চোখে ধুলো দিচ্ছেন । নাগরিকত্ব আইন বন্ধ করার অধিকার কোনও রাজ্যের কাছে নেই ।"
রবিবার ইন্দো-বাংলা সীমান্ত এলাকা নালাগোলায় দলীয় প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ জনসভায় কেন্দ্র ও রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি ৷ রাজনাথ বলেন, "বিজেপি ক্ষমতায় আসার পর বিশ্ব দরবারে ভারতবর্ষের কদর বেড়েছে । অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রদায়িতকতার জন্য পরিচিত হচ্ছে । বিজেপি সরকার মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণ করছে, আর তৃণমূল সরকারের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে । পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই । বিজেপির সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই । অথচ তৃণমূল সরকারের বিরুদ্ধে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ । তৃণমূল সরকারের মন্ত্রীরা জেলের পেছনে রয়েছে । আসলে খাদির আড়ালে লুট করা হচ্ছে ৷"
এদিন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে জনসভা করেন রাজনাথ ৷ সেই সভাতেও একই সুর শোনা যায় তাঁর গলাতে ৷ রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে । সন্দেশখালির ঘটনায় সবার মাথা হেঁট হয়েছে । এমন সরকারকে ধিক্কার জানাই । তিনি নামেই মমতা । স্বভাব ও ব্যবহারে মমতা নষ্ট হয়ে গিয়েছে । কেন্দ্রের প্রকল্প লাগু করেন না । প্রধানমন্ত্রী আবাস যোজনার বদলে বাংলার আবাস যোজনা করেছেন । নিন্দাজনক ঘটনা । ইডি সিবিআইয়ের উপর আক্রমণ করা হয়। আপনার রাজত্বে হচ্ছে কী? বিজেপি এসব বরদাস্ত করবে না ।"
এরপর মোদি জমানায় দেশের উন্নয়নের কথা তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, "ভারত এখন অনেক বেশি শক্তিশালী । যে কেউ এসে ভারতকে চোখ রাঙাতে পারবে না । ভারতের এখন শত্রুকে ধ্বংস করার শক্তি রয়েছে ।" এরপরই তিনি বলেন, "পিওকে আমাদের ছিল, পিওকে আমাদের আছে, পিওকে আমাদের থাকবে । আপনারা চিন্তা করবেন না । ভারতের এখন সেই ক্ষমতা রয়েছে ।"
আরও পড়ুন: