বসিরহাট, 19 সেপ্টেম্বর: গ্যারেজে সাইকেল রাখার সামান্য ভাড়ার টাকা নিয়ে গন্ডগোল। আর তার জেরে এক যুবককে পিটিয়ে খুন করে তাঁর দেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে গ্যারেজ মালিক ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের মালতীপুর স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম বিশ্বজিৎ মুণ্ডা। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার গ্যারেজ মালিক-সহ মোট দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু সাইকেল ভাড়া নিয়ে গন্ডগোল নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, বিশ্বজিতের বাড়ি মাটিয়ার কুলতলা এলাকায়। প্রতিদিন সে মালতীপুর স্টেশনের পাশে সাইকেল গ্যারেজে নিজের সাইকেল রেখে কলকাতায় যেতেন কাজ করতে। আবার কাজ থেকে ফেরার পথে সেখান থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরতেন তিনি। এটাই ছিল বিশ্বজিতের রোজনামচা ৷ বুধবারও সে একইভাবে সাইকেল রেখে কাজে গিয়েছিলেন। কাজ থেকে ফিরে সেদিন সন্ধ্যায় ফের মালতীপুর স্টেশনের পাশের গ্যারেজ থেকে সাইকেল নিতে যান ওই যুবক।
সেই সময় গ্যারেজে সাইকেল রাখার পাঁচ টাকা ভাড়া নিয়ে তাঁর সঙ্গে বচসা বাধে গ্যারেজ মালিকের। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, গ্যারেজের মালিক তখন আরও তিনজনকে জুটিয়ে ঝাঁপিয়ে পড়ে বিশ্বজিতের উপর। বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের জেরে ওই যুবক জ্ঞান হারালে তাঁকে পাশের খালে ফেলে দিয়ে আসেন হামলাকারীরা।
এদিকে, মারধরের সময় বাড়িতে ফোন করেন বিশ্বজিৎ। তাঁর ফোন পেয়েই মালতীপুর স্টেশনের পাশে ওই সাইকেল গ্যারেজে ছুটে আসেন পরিবারের সদস্যরা। কিন্তু, সেখানে বিশ্বজিতের সন্ধান না পেয়ে বুধবার রাতে তাঁরা নিখোঁজ ডায়রি করেন মাটিয়া থানায়। পরিবারের অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তারই মধ্যে বৃহস্পতিবার বেলার দিকে নিখোঁজ বিশ্বজিতের নিথর দেহ উদ্ধার হয় মালতীপুর স্টেশন সংলগ্ন একটি খাল থেকে। আর তা ঘিরেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।
অন্যদিকে, মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পর এদিনই বিশ্বজিতের দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী পায়েল মুণ্ডা-সহ পরিবারের বাকি সদস্যরা।প্রত্যেকেই দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। বৃহস্পতিবার ধৃত দু'জনকে নিজেদের হেফাজতে নিতে বসিরহাট মহকুমা আদালতে তাদের পেশ করা হয়েছে পুলিশের তরফে।