নানুর, 27 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে জমি জবরদখল নিয়ে যখন উত্তাল রাজ্য, সেই সময় নানুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ছবি দিয়ে 'চোর' লিখে জমি ফেরতের দাবিতে পথে নামলেন মহিলারা ৷ তাঁদের অভিযোগ, প্রায় 45 বিঘা জমি মেলার মাঠের নামে দখল করেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ নেতা আবদুল কেরিম খান ও বাপ্পা চৌধুরী ৷ তা ফেরত চেয়ে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন নানুরের বাসাপাড়ার বাসিন্দারা ৷
তৎকালীন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খান নানুরের বাসাপাড়ায় মিলন মেলার নামে প্রায় 45 বিঘা জমি অধিগ্রহণ করেছিলেন বলে অভিযোগ। এই কেরিম খান অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। গরুপাচার মামলায় এক সময় তাঁর বাড়িতে ইডি ও সিবিআই হানা দিয়েছিল। তাঁকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদও করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷
এদিন, নানুর বিডিও অফিসের সামনে হাতে ব্যানার-পোস্টার নিয়ে জমি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যখন একদিকে তৃণমূল নেতা শাহজাহান ও তার সাগরেদদের বিরুদ্ধে এই জমি দখলের অভিযোগ নিয়ে উত্তপ্ত সন্দেশখালি, ঠিক সেই সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তৃণমূল নেতা আবদুল কেরিম খানের ছবি দিয়ে বীরভূমের নানুরে 'চোর চোর চোর' লিখে প্রতিবাদে সরব বাসিন্দারা। দীর্ঘক্ষণ বিডিও অফিস ঘেরাও করে মহিলারা বিক্ষোভ দেখান। যা নিয়ে বিতর্ক তুঙ্গে ৷ স্থানীয়দের দাবি, অবিলম্বে মেলার মাঠের নামে অধিগ্রহণ করা জমি ফেরত দিতে হবে ৷
গ্রামবাসীদের মধ্যে জাহানারা বেগম, চিত্তরঞ্জন ভান্ডারি, মুয়াজ্জিন শেখরা বলেন, "মেলার মাঠের নামে জমি দখল করে নিয়েছে । আমরা পুলিশ, বিডিও, এসডিও সবাইকে অভিযোগ করেছি । আমাদের মাঠ ফেরত চাই ।" যদিও, এই বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "এই অভিযোগের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আবদুল কেরিম খানকে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেননি ৷ এই নিয়ে মামলাও চলছে ৷ তাও যারা এগুলো করছে তারা তৃণমূলের কেউ নয় ।"
আরও পড়ুন :