ETV Bharat / state

বাড়ি সংস্কারের কাজ না দেওয়ায় প্রবাসী বাঙালির নাক ফাটালেন দাপুটে প্রমোটার - দাপুটে প্রমোটার

Software Engineer Beaten Up: এলাকার দাপুটে প্রমোটারের সংস্থাকে বাড়ি সংস্কারের কাজ দেননি ৷ তাই মেরে প্রবাসী বাঙালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাক-মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৷ কাঠগড়ায় প্রমোটার 'ভাইলো' ও তাঁর দলবল ৷ রবীন্দ্র সরোবর থানার দ্বারস্থ প্রবাসী ইঞ্জিনিয়ার ৷

Software Engineer Beaten Up
প্রবাসী বাঙালিকে মারধর
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 7:43 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: বাড়ি সংস্কারের কাজ না-দেওয়ায় এবার খাস কলকাতায় প্রবাসী বাঙালি ইঞ্জিনিয়ারকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠল স্থানীয় প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর থানার গোলপার্কের কাকুলিয়া রোডে ৷ অভিযুক্ত প্রোমোটার এলাকায় 'ভাইলো' নামেই পরিচিত। এমনিতে তাঁর ডাক নাম খোকন । অভিযোগকারী ওই প্রবাসী বাঙালির নাম জিষ্ণু নাথ ।

তিনি জানান, চাকরি সূত্রেআমেরিকায় থাকেন । পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার । কয়েক বছর আগে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিদেশি কোম্পানিতে চাকরি নিয়ে পাড়ি দেন আমেরিকায় । পুরনো বাড়ি সংস্কার নিয়েই প্রোমোটারের সঙ্গে ঝামেলা বাদে ওই প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ।

জিষ্ণুর অভিযোগ, এই বিবাদের জেরে মারধর করা হয় তাঁকে । এই ঘটনায় স্থানীয় রবীন্দ্র সরোবর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন । তবে ঘটনার সঙ্গে যুক্ত এমন কাউকে এখনও পর্যন্ত পুলিশ আটক বা গ্রেফতার করেনি । এই বিষয়ে পুলিশের কোন উচ্চপদস্থ আধিকারিক সরাসরি মুখ খুলতে নারাজ । তবে এই বিষয়ে লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, "আমরা এই ঘটনার অভিযোগ পেয়েছি । গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ।"

জানা গিয়েছে, বর্তমানে জিষ্ণু থাকেন আমেরিকার সিয়াটেলে । গত 17 জানুয়ারি নিজের কলকাতার বাড়িতে ফেরেন । তাঁদের দীর্ঘদিনের পুরনো বাড়ির সংস্করণের করতেই তাঁর কলকাতায় আসা । অভিযোগ, তাঁর বাড়ির উপর নজর ছিল প্রমোটার 'ভাইলো'র ৷ বাড়ি সংস্কারের কথা কানে গেলে দলবল পাঠিয়ে জিষ্ণুকে হুমকি দেন তিনি ৷ ওই প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিজের বাড়ি সংস্কারের কাজ 'ভাইলো'র ঠিকা সংস্থাকে দিয়েই করাতে বলা হয় ৷ না হলে এলাকায় থাকা মুশকিল বলে হুমকি দেয় ভাইলোর লোকজন ।

ওই প্রবাসী বাঙালি বিষয়টি প্রথম দিকে গুরুত্ব দেননি । বরং তিনি অন্য একটি ঠিকা সংস্থাকে নিজের বাড়ি সংস্কারের গোটা দায়িত্ব দিয়ে দেন । খবরটি 'ভাইলো'র কানে যাওয়া মাত্রই ওই প্রবাসী বাঙালিকে মারধর করেন এবং মেরে তাঁর নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । সূত্রের খবর, এই 'ভাইলো' ওরফে খোকন দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার অত্যন্ত কাছের মানুষ । ওই এলাকায় ইমারতি ব্যবসা সেই সামলান । ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে । ঘটনার পর থেকেই এলাকা থেকে বেপাত্তা 'ভাইলো' এবং তাঁর দলবল ।

আরও পড়ুন:

  1. ব্যারাকপুরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, তোলা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ
  2. রহড়ায় তোলা না পেয়ে ব‍্যবসায়ীকে মারধর-খুনের হুমকি, গ্রেফতার তৃণমূলের শ্রমিক নেতার তিন অনুগামী
  3. তোলা না-দেওয়ায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

কলকাতা, 31 জানুয়ারি: বাড়ি সংস্কারের কাজ না-দেওয়ায় এবার খাস কলকাতায় প্রবাসী বাঙালি ইঞ্জিনিয়ারকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠল স্থানীয় প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর থানার গোলপার্কের কাকুলিয়া রোডে ৷ অভিযুক্ত প্রোমোটার এলাকায় 'ভাইলো' নামেই পরিচিত। এমনিতে তাঁর ডাক নাম খোকন । অভিযোগকারী ওই প্রবাসী বাঙালির নাম জিষ্ণু নাথ ।

তিনি জানান, চাকরি সূত্রেআমেরিকায় থাকেন । পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার । কয়েক বছর আগে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিদেশি কোম্পানিতে চাকরি নিয়ে পাড়ি দেন আমেরিকায় । পুরনো বাড়ি সংস্কার নিয়েই প্রোমোটারের সঙ্গে ঝামেলা বাদে ওই প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ।

জিষ্ণুর অভিযোগ, এই বিবাদের জেরে মারধর করা হয় তাঁকে । এই ঘটনায় স্থানীয় রবীন্দ্র সরোবর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন । তবে ঘটনার সঙ্গে যুক্ত এমন কাউকে এখনও পর্যন্ত পুলিশ আটক বা গ্রেফতার করেনি । এই বিষয়ে পুলিশের কোন উচ্চপদস্থ আধিকারিক সরাসরি মুখ খুলতে নারাজ । তবে এই বিষয়ে লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, "আমরা এই ঘটনার অভিযোগ পেয়েছি । গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ।"

জানা গিয়েছে, বর্তমানে জিষ্ণু থাকেন আমেরিকার সিয়াটেলে । গত 17 জানুয়ারি নিজের কলকাতার বাড়িতে ফেরেন । তাঁদের দীর্ঘদিনের পুরনো বাড়ির সংস্করণের করতেই তাঁর কলকাতায় আসা । অভিযোগ, তাঁর বাড়ির উপর নজর ছিল প্রমোটার 'ভাইলো'র ৷ বাড়ি সংস্কারের কথা কানে গেলে দলবল পাঠিয়ে জিষ্ণুকে হুমকি দেন তিনি ৷ ওই প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিজের বাড়ি সংস্কারের কাজ 'ভাইলো'র ঠিকা সংস্থাকে দিয়েই করাতে বলা হয় ৷ না হলে এলাকায় থাকা মুশকিল বলে হুমকি দেয় ভাইলোর লোকজন ।

ওই প্রবাসী বাঙালি বিষয়টি প্রথম দিকে গুরুত্ব দেননি । বরং তিনি অন্য একটি ঠিকা সংস্থাকে নিজের বাড়ি সংস্কারের গোটা দায়িত্ব দিয়ে দেন । খবরটি 'ভাইলো'র কানে যাওয়া মাত্রই ওই প্রবাসী বাঙালিকে মারধর করেন এবং মেরে তাঁর নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । সূত্রের খবর, এই 'ভাইলো' ওরফে খোকন দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার অত্যন্ত কাছের মানুষ । ওই এলাকায় ইমারতি ব্যবসা সেই সামলান । ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে । ঘটনার পর থেকেই এলাকা থেকে বেপাত্তা 'ভাইলো' এবং তাঁর দলবল ।

আরও পড়ুন:

  1. ব্যারাকপুরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, তোলা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ
  2. রহড়ায় তোলা না পেয়ে ব‍্যবসায়ীকে মারধর-খুনের হুমকি, গ্রেফতার তৃণমূলের শ্রমিক নেতার তিন অনুগামী
  3. তোলা না-দেওয়ায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.