কলকাতা, 12 মার্চ: একদা ইন্ডাস্ট্রির সহকর্মী এবার ভোটের ময়দানে যুযুধান প্রতিপক্ষ ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার একাধিক আসনে লক্ষ্য করা যাবে এহেন ছবি ৷ ঘাটালে তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে যেমন লড়বেন বিজেপির হিরণ, তেমনই হুগলি লোকসভা কেন্দ্রে অভিনেত্রী টার্নড পলিটিসিয়ান লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন আরেক অভিনেত্রী টার্নড পলিটিসিয়ান রচনা বন্দ্যোপাধ্যায় ৷ এই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ লকেটের বিরুদ্ধে তাঁর একদা সহকর্মী রচনার এই লড়াইকে 'প্রেস্টিজ ফাইট' হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ৷
রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল ওই কেন্দ্র থেকে রচনা বন্দ্য়োপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই সোশাল মিডিয়ায় একটি মিম ঘুরছে ৷ মিমটির কেন্দ্রে 2004 লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল অভিনীত বাংলা ছবি 'ত্যাগ' ৷ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছিল রচনা চট্টোপাধ্যায়কে ৷ অন্যদিকে লকেট অভিনয় করেছিলেন প্রসেনজিতের বোনের চরিত্রে ৷ ছবিতে দুই অভিনেত্রীর বাদানুবাদের একটি দৃশ্য ভাইরাল হয়েছে সোশালে ৷
ঠিক তেমনই প্রেস্টিজ ফাইটের শুরুতে মতানৈক্য শোনা গেল দুই অভিনেত্রীর গলায় ৷ মতানৈক্য ঠিক কী নিয়ে? রবিবার প্রার্থী হওয়ার পর সোমবার বিশেষ কাজে বিধানসভায় গিয়েছিলেন রচনা। প্রতিদ্বন্দ্বী লকেটকে নিয়ে 'দিদি নম্বর ওয়ান; বলেন, "ও খুব ভালো বন্ধু আমার। ভালো থাকুক।"
অন্যদিকে রচনার নাম ঘোষণা হওয়ার পর লকেটকে বলতে শোনা গিয়েছে, "এই লড়াই লকেট বনাম রচনা নয়, এই লড়াই মোদি বনাম মমতার।"
পালটা এই প্রসঙ্গে রচনার কথা, "সেটা লকেটের বিশ্বাস। আমার পরিপ্রেক্ষিতে যদি বলি, মোদি ভার্সেস মমতা যদি সে বলে তাহলে আমি বলব যে মোদির ছত্রছায়ায় রয়েছে লকেট চট্টোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় রয়েছি আমি। তাহলে তো লড়াই লকেট আর রচনার মধ্যেই হচ্ছে তাই না ?”
সবমিলিয় শুরুতেই ভোটের লড়াইয়ের গনগনে আঁচ টের পাওয়া যাচ্ছে হুগলিতে ৷ নির্বাচনী প্রচারের কারণে কি তাহলে রচনা বন্দ্যোপাধ্যায় সাময়িক বিরতি নেবেন জনপ্রিয় রিয়্যালিটি শো'য়ের সঞ্চালিকা হিসেবে? এমন প্রশ্নও দানা বাঁধছে দর্শকের মনে। সেই উত্তর অবশ্য সময় দেবে। তবে, দুই জনপ্রিয় অভিনেত্রীর লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: