কলকাতা, 30 এপ্রিল: প্রয়াত হলেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি । বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি । মঙ্গলবার সারদা মঠের সদর দফতরে সকাল 9টা 45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 97 বছর ।
অধ্যক্ষা সন্ন্যাসিনীর মৃত্যুতে রামকৃষ্ণ ও সারদাপ্রেমী ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া । মাতাজির প্রয়াণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ পাঠিয়েছেন শোকবার্তাও । এই খবর প্রকাশ্যে আসার পর এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি লিখেছেন, "সারদামঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির আকস্মিক প্রয়াণের খবরে মন ভারাক্রান্ত । তিনি আজ দক্ষিণেশ্বরে সারদা মঠে মহাসমাধি গ্রহণ করেছেন । তাঁর মতো আধ্যাত্মিক নেত্রীর মহৎ আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি । গোটা বিশ্বে তাঁর যে লক্ষ লক্ষ ভক্তকুল রয়েছে, তাদের প্রতিও আমার সমবেদনা থাকছে ।"
জানা গিয়েছে, মাতাজির দেহ আজ বিকেল সাড়ে 4টে থেকে 6টা পর্যন্ত দক্ষিণেশ্বরে সারদা মঠের প্রধান কার্যালয়ে রাখা থাকবে । সেখানেই ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন ।
প্রসঙ্গত, 1927 সালে কলকাতায় প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির জন্ম । ছাত্রাবস্থা থেকে রামকৃষ্ণ সংঘের সংস্পর্শে আসেন তিনি । স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস বেছে নেন । দীর্ঘদিন তিনি রামকৃষ্ণ মঠ ও সারদা মিশনের সঙ্গে যুক্ত ছিলেন । রামকৃষ্ণ মঠ ও সারদা মিশনের সহ-সভাপতির দায়িত্বও সামলেছেন । তবে, 2022 সালে এই মঠের চতুর্থ সভাপতি প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসানের পর, 2023 সালের 14 জানুয়ারি ওই পদে আসেন আনন্দপ্রাণা মাতাজি ।
আরও পড়ুন :