ETV Bharat / state

ধর্মঘট তুললেন ব্যবসায়ীরা, রাজ্যে স্বাভাবিকের পথে আলুর জোগান - POTATO TRADERS CALLED OFF STRIKE

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 6:37 PM IST

Updated : Jul 24, 2024, 7:58 PM IST

Potato Traders Call to End Strike: ধর্মঘট তুলে নিলেন আলু ব্যবসায়ীরা ৷ আলু ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রী বেচারাম মান্না ও আধিকারিকদের বৈঠকেই মিলল সমাধান ৷ এখনই ভিনরাজ্যে রফতানি শুরু না-হলেও, রাজ্যে বৃহস্পতিবার থেকেই স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি ৷

Potato Traders Call to End Strike
কাল থেকেই রাজ্যে স্বাভাবিক আলুর জোগান (ইটিভি ভারত)

হরিপাল, 24 জুলাই: তিনদিন পর উঠল কর্মবিরতি । দীর্ঘ আলোচনার পর ধর্মঘট তুলে নিলেন আলু ব্যবসায়ীরা ৷ ফলে আশা করা যাচ্ছে, বৃহস্পতিবার থেকেই রাজ্যে স্বাভাবিক হয়ে যাবে আলুর জোগান ৷ যদিও এখনই আলু ভিনরাজ্যে রফতানি করা নিয়ে সিদ্ধান্ত হয়নি । জানা গিয়েছে, দাম নিয়ন্ত্রণের পরেই ভিনরাজ্যে আলু রফতানি শুরু হবে ৷

ধর্মঘট তুললেন আলু ব্যবসায়ীরা (ইটিভি ভারত)

বুধবার হরিপাল পঞ্চায়েত সমিতির সভাগৃহে আলু ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রী বেচারাম মান্না ও আধিকারিকদের নিয়ে বৈঠক হয় । সেই বৈঠকেই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের হয় । ফলে হুগলি-সহ গোটা রাজ্যে কাল থেকেই স্বাভাবিক হবে আলুর জোগান । বুধবার রাত থেকেই হিমঘর থেকে আলু বেরোবে । আলোচনায় আশ্বাস দেওয়া হয়েছে, রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণ হলে ভিনরাজ্যে আলু পাঠানো নিয়েও আলোচনা হবে ।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, ‘‘বৃহত্তর মানুষের স্বার্থে ধর্মঘট তুলে নেওয়া হল । যাতে আলু বাইরে যায়, তার জন্য সরকার কাছে আর্জি জানাব ৷ আমাদের দাবি, মন্ত্রী সহানুভূতি নিয়ে বিবেচনা করবেন । সেই আশ্বাস থেকেই আমরা কর্মবিরতি তুলে নিলাম ।’’

ওয়েস্ট বেঙ্গল কোল্ডস্টোর অ্যাসোসিয়েশনের পতিতপাবন দে জানান, তাঁদের দিক থেকে যা সাহায্য করা যায় সেটা বলা হয়েছিল । সরকার সাড়া দিয়েছে । ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নিয়েছে । তিনি বলেন "আমরা সরকারকে আলু দিয়ে সাহায্য করব । আলু অর্থনীতি নিয়ন্ত্রণ করে । আলুর দাম বেশি থাকলে চাষিরা কিছু টাকা পায় । রাজ্যে 110 লক্ষ টন আলু উৎপাদন হয় । সেটা আমাদের রাজ্যে খাওয়া যায় না ৷ তাই ভিনরাজ্যে পাঠাতে হয় । আলু চাষি ও ব্যবসায়ীরা যাতে সঠিক মূল্য পায়, সেদিকে খেয়াল রাখা হবে ।"

রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘ব্যবসায়ীদের কর্মবিরতির পদ্ধতিগত ত্রুটি ছিল ৷ আমাদের সঙ্গে আলোচনার রাস্তা সবসময় খোলা । রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে তাঁরা তা তুলে নিয়েছেন । গতকালই মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হয়েছে ৷ 493টি সুফল বাংলা কাউন্টার খোলা আছে ৷ আলু ব্যবসায়ীরা যদি কথা রাখেন, তাহলে আমরা 30 টাকার নীচে আলু খাওয়াতে পারব ৷ সর্বভারতীয় ক্ষেত্রে আলুর দাম চড়া রয়েছে । দিল্লি থেকে দেশের অন্য রাজ্যেও 45 টাকার নীচে আলু নেই ৷ সেই তুলনায় আমাদের রাজ্যে আলুর দাম কম ৷ বাইরে আলু যাওয়ার বিষয়ে ওনারা বলেছেন । আলুর জোগান স্বাভাবিক হলে সেটা নিয়ে ভাবা হবে । আজ সেটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে ৷ আলু ব্যবসায়ীদের সঙ্গে আগামী দিনে আলোচনা হবে । আলুর দাম নিয়ন্ত্রণ হলে অবশ্যই তাঁদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে ৷’’

হরিপাল, 24 জুলাই: তিনদিন পর উঠল কর্মবিরতি । দীর্ঘ আলোচনার পর ধর্মঘট তুলে নিলেন আলু ব্যবসায়ীরা ৷ ফলে আশা করা যাচ্ছে, বৃহস্পতিবার থেকেই রাজ্যে স্বাভাবিক হয়ে যাবে আলুর জোগান ৷ যদিও এখনই আলু ভিনরাজ্যে রফতানি করা নিয়ে সিদ্ধান্ত হয়নি । জানা গিয়েছে, দাম নিয়ন্ত্রণের পরেই ভিনরাজ্যে আলু রফতানি শুরু হবে ৷

ধর্মঘট তুললেন আলু ব্যবসায়ীরা (ইটিভি ভারত)

বুধবার হরিপাল পঞ্চায়েত সমিতির সভাগৃহে আলু ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রী বেচারাম মান্না ও আধিকারিকদের নিয়ে বৈঠক হয় । সেই বৈঠকেই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের হয় । ফলে হুগলি-সহ গোটা রাজ্যে কাল থেকেই স্বাভাবিক হবে আলুর জোগান । বুধবার রাত থেকেই হিমঘর থেকে আলু বেরোবে । আলোচনায় আশ্বাস দেওয়া হয়েছে, রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণ হলে ভিনরাজ্যে আলু পাঠানো নিয়েও আলোচনা হবে ।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, ‘‘বৃহত্তর মানুষের স্বার্থে ধর্মঘট তুলে নেওয়া হল । যাতে আলু বাইরে যায়, তার জন্য সরকার কাছে আর্জি জানাব ৷ আমাদের দাবি, মন্ত্রী সহানুভূতি নিয়ে বিবেচনা করবেন । সেই আশ্বাস থেকেই আমরা কর্মবিরতি তুলে নিলাম ।’’

ওয়েস্ট বেঙ্গল কোল্ডস্টোর অ্যাসোসিয়েশনের পতিতপাবন দে জানান, তাঁদের দিক থেকে যা সাহায্য করা যায় সেটা বলা হয়েছিল । সরকার সাড়া দিয়েছে । ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নিয়েছে । তিনি বলেন "আমরা সরকারকে আলু দিয়ে সাহায্য করব । আলু অর্থনীতি নিয়ন্ত্রণ করে । আলুর দাম বেশি থাকলে চাষিরা কিছু টাকা পায় । রাজ্যে 110 লক্ষ টন আলু উৎপাদন হয় । সেটা আমাদের রাজ্যে খাওয়া যায় না ৷ তাই ভিনরাজ্যে পাঠাতে হয় । আলু চাষি ও ব্যবসায়ীরা যাতে সঠিক মূল্য পায়, সেদিকে খেয়াল রাখা হবে ।"

রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘ব্যবসায়ীদের কর্মবিরতির পদ্ধতিগত ত্রুটি ছিল ৷ আমাদের সঙ্গে আলোচনার রাস্তা সবসময় খোলা । রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে তাঁরা তা তুলে নিয়েছেন । গতকালই মুখ্যসচিবের সঙ্গে আলোচনা হয়েছে ৷ 493টি সুফল বাংলা কাউন্টার খোলা আছে ৷ আলু ব্যবসায়ীরা যদি কথা রাখেন, তাহলে আমরা 30 টাকার নীচে আলু খাওয়াতে পারব ৷ সর্বভারতীয় ক্ষেত্রে আলুর দাম চড়া রয়েছে । দিল্লি থেকে দেশের অন্য রাজ্যেও 45 টাকার নীচে আলু নেই ৷ সেই তুলনায় আমাদের রাজ্যে আলুর দাম কম ৷ বাইরে আলু যাওয়ার বিষয়ে ওনারা বলেছেন । আলুর জোগান স্বাভাবিক হলে সেটা নিয়ে ভাবা হবে । আজ সেটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে ৷ আলু ব্যবসায়ীদের সঙ্গে আগামী দিনে আলোচনা হবে । আলুর দাম নিয়ন্ত্রণ হলে অবশ্যই তাঁদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে ৷’’

Last Updated : Jul 24, 2024, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.