ETV Bharat / state

হাতে আর কয়েক ঘণ্টা, ভোটগ্রহণ কেন্দ্রে রওনা হলেন ভোটকর্মীরা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Jalpaiguri Lok Sabha Constituency: শুক্রবার দেশজুড়ে প্রথম দফায় লোকসভা নির্বাচন । এদিনই রাজ্যের উত্তরে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট ৷ নির্বাচনী কাজের জন্য ডিপার্টমেন্ট অফ সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড সেনসাস কেন্দ্র (ডিসিআরসি) থেকে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা হলেন ভোটকর্মীরা ৷

Jalpaiguri Lok Sabha Constituency
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 11:16 AM IST

Updated : Apr 18, 2024, 1:57 PM IST

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র

জলপাইগুড়ি, 18 এপ্রিল: রাত পোহালেই প্রথম দফায় লোকসভা নির্বাচন । বৃহস্পতিবার সকালেই ডিপার্টমেন্ট অফ সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড সেনসাস কেন্দ্র (ডিসিআরসি) থেকে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা হলেন ভোটকর্মীরা ৷ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার 18 লক্ষ 85 হাজার 963 জন ৷ পুরুষ ভোটার 9 লক্ষ 58 হাজার 611 জন । মহিলা ভোটার 9 লক্ষ 27 হাজার 339 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 13 জন । প্রতিবন্ধী ভোটার রয়েছেন 11528 জন । ডিসিআরসিতে ভোট কর্মীদের জন্য প্রকাশিত ভোট কেন্দ্রের তালিকা ছিড়ে যাওয়ায় প্রথমে বেশ সমস্যায় পরেন তাঁরা ৷ পরে সেই সমস্যার সমাধান করা হয় ৷

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট মহিলা পরিচালিত বুথের সংখ্যা 149টি। থিম বুথের সংখ্যা 13টি । মোট বুথের সংখ্যা 1904টি । জেলায় স্পর্শকাতর বুথে রয়েছে 296টি । যার মধ্যে 198টি অতিস্পর্শকাতর বুথ হিসেবে বিবেচিত । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা রয়েছে । ময়নাগুড়ি, সদর, রাজগঞ্জ,ডাবগ্রাম ফুলবাড়ি,ধুপগুড়ি, মালবাজার ও মেখলিগঞ্জ বিধানসভা । এই লোকসভা কেন্দ্রে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

অন্যদিকে, কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট ভোটার 19 লক্ষ 66 হাজার 893 জন । পুরুষ ভোটার 10 লক্ষ 14 হাজার 864 জন । মহিলা ভোটার 9 লক্ষ 51 হাজার 996 জন । কোচবিহারে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 33 জন । প্রতিবন্ধী ভোটার রয়েছে 11004 জন । কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট পোলিং ষ্টেশন 2042টি। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন 14 জন প্রার্থী ।

নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে 7 দফার ভোটার জন্য মোট 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ যার মধ্যে 277 কোম্পানি অনেক আগেই রাজ্যে চলে এসেছে ৷ দ্বিতীয় দফার নির্বাচনের আগে রাজ্যে আসতে চলেছে আরও 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ সেইসঙ্গে 10 শতাংশ বুথ থেকে ওয়েব কাস্টিংয়ের চেষ্টা করা হবে ৷ তবে যেসমস্ত কেন্দ্রে ওয়েব কাস্টিং করা যাবে না, সেখানে সিসিটিভি রেকর্ডিং-এর ব্যবস্থা করা হবে । এছাড়াও থাকবে স্যাটেলাইট ফোনের পরিষেবা ।

আরও পড়ুন:

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র

জলপাইগুড়ি, 18 এপ্রিল: রাত পোহালেই প্রথম দফায় লোকসভা নির্বাচন । বৃহস্পতিবার সকালেই ডিপার্টমেন্ট অফ সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড সেনসাস কেন্দ্র (ডিসিআরসি) থেকে ভোটগ্রহণ কেন্দ্রে রওনা হলেন ভোটকর্মীরা ৷ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার 18 লক্ষ 85 হাজার 963 জন ৷ পুরুষ ভোটার 9 লক্ষ 58 হাজার 611 জন । মহিলা ভোটার 9 লক্ষ 27 হাজার 339 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 13 জন । প্রতিবন্ধী ভোটার রয়েছেন 11528 জন । ডিসিআরসিতে ভোট কর্মীদের জন্য প্রকাশিত ভোট কেন্দ্রের তালিকা ছিড়ে যাওয়ায় প্রথমে বেশ সমস্যায় পরেন তাঁরা ৷ পরে সেই সমস্যার সমাধান করা হয় ৷

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট মহিলা পরিচালিত বুথের সংখ্যা 149টি। থিম বুথের সংখ্যা 13টি । মোট বুথের সংখ্যা 1904টি । জেলায় স্পর্শকাতর বুথে রয়েছে 296টি । যার মধ্যে 198টি অতিস্পর্শকাতর বুথ হিসেবে বিবেচিত । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা রয়েছে । ময়নাগুড়ি, সদর, রাজগঞ্জ,ডাবগ্রাম ফুলবাড়ি,ধুপগুড়ি, মালবাজার ও মেখলিগঞ্জ বিধানসভা । এই লোকসভা কেন্দ্রে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

অন্যদিকে, কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট ভোটার 19 লক্ষ 66 হাজার 893 জন । পুরুষ ভোটার 10 লক্ষ 14 হাজার 864 জন । মহিলা ভোটার 9 লক্ষ 51 হাজার 996 জন । কোচবিহারে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 33 জন । প্রতিবন্ধী ভোটার রয়েছে 11004 জন । কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট পোলিং ষ্টেশন 2042টি। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন 14 জন প্রার্থী ।

নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে 7 দফার ভোটার জন্য মোট 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ যার মধ্যে 277 কোম্পানি অনেক আগেই রাজ্যে চলে এসেছে ৷ দ্বিতীয় দফার নির্বাচনের আগে রাজ্যে আসতে চলেছে আরও 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ সেইসঙ্গে 10 শতাংশ বুথ থেকে ওয়েব কাস্টিংয়ের চেষ্টা করা হবে ৷ তবে যেসমস্ত কেন্দ্রে ওয়েব কাস্টিং করা যাবে না, সেখানে সিসিটিভি রেকর্ডিং-এর ব্যবস্থা করা হবে । এছাড়াও থাকবে স্যাটেলাইট ফোনের পরিষেবা ।

আরও পড়ুন:

Last Updated : Apr 18, 2024, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.