ETV Bharat / state

পুলিশের উর্দি পড়ে তৃণমূল নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ আধিকারিক! - TMC leader birthday party - TMC LEADER BIRTHDAY PARTY

Police Officer appeared TMC leader's birthday party: পুলিশের উর্দি পড়ে তৃণমূল নেতার জন্মদিনের পার্টিতে হাজির থানার এএসআই ৷ শুধু তাই নয় সেই সময় তিনি ডিউটিতেই ছিলেন বলে জানা গিয়েছে ৷

TMC leader's birthday party
তৃণমূল নেতার জন্মদিনের পার্টিতে এএসআই (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 9:01 PM IST

Updated : Sep 15, 2024, 10:42 PM IST

বহরমপুর, 15 সেপ্টেম্বর: পুলিশের উর্দি পড়ে তৃণমূল নেতা সোহেল রানার জন্মদিনের পার্টিতে গিয়ে বিতর্কে জড়ালেন থানার এএসআই ৷ স্থানীয় একটি কেকের দোকানে ওই এএসআইকে তৃণমূল নেতার জন্মদিনের পার্টি করতেও দেখা গেল। কেক খেলেন বাকিদের মতোই ৷ পুলিশের টুপি খুলে জন্মদিনের টুপিও পড়লেন। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমকল মহকুমার রানিনগরে।

রানিনগর 2 নম্বর ব্লকের শেখপাড়ায় বাজারে একটি কেকের দোকানে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয় তৃণমূল নেতার। এই ভিডিয়ো ভাইরাল হতেই রাজ্য বিরোধীরা পুলিশকে তৃণমূলের 'চটিচাটা পুলিশ' বলে কটাক্ষ শুরু করেছেন। অভিযুক্ত পুলিশ কর্মীর নাম তাজ আলম। তাজ আলমের প্রতিক্রিয়া জানতে বারবার ফোন করা হলেও অবশ্য কোনও উত্তর মেলেনি। ব্লক তৃণমূল সভাপতি মেহেবুব মুর্শিদ বলেন, "ভিডিয়োর সত্যতা যাচাই না করে কোনও মন্তব্য করব না।"

জেলা বিজেপির সভাপতি সৌমেন মণ্ডল বলেন, " ওই এএসআই তৃণমূলের জন্মদিনে গিয়েছেন পুলিশের পোশাক পরে, ডিউটিতে থাকাকালীন । রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবেই তাঁদের চালনা করেন।" প্রত্যেকটা থানা তৃণমূলের পার্টি অফিস হয়ে উঠেছে বলে দাবি সৌমেন মণ্ডলের।

স্থানীয় কংগ্রেস নেত্রী মমতাজ বেগম বলেন, "পুলিশ এখন তৃণমূলের চটিচাটা হয়ে গিয়েছে। শুধু নেতাদের জন্মদিনে যাওয়া নয়, বিভিন্ন জায়গায় তৃণমূলের হয়ে কাজও করছে পুলিশ। নেতাদের অবৈধ কাজকর্মে মদত দিচ্ছেন পুলিশের আধিকারিকরা।" ঘটনার ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে চরম শোরগোল পড়েছে রানিনগর-2 নম্বর ব্লকে। স্থানীয় তৃণমূল নেতা সোহেল রাণার জন্মদিন পালন করা হচ্ছিল। এই বিষয়ে জেলা পুলিশ সুপার সুর্যপ্রতাপ যাদব বলেন, "পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

বহরমপুর, 15 সেপ্টেম্বর: পুলিশের উর্দি পড়ে তৃণমূল নেতা সোহেল রানার জন্মদিনের পার্টিতে গিয়ে বিতর্কে জড়ালেন থানার এএসআই ৷ স্থানীয় একটি কেকের দোকানে ওই এএসআইকে তৃণমূল নেতার জন্মদিনের পার্টি করতেও দেখা গেল। কেক খেলেন বাকিদের মতোই ৷ পুলিশের টুপি খুলে জন্মদিনের টুপিও পড়লেন। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমকল মহকুমার রানিনগরে।

রানিনগর 2 নম্বর ব্লকের শেখপাড়ায় বাজারে একটি কেকের দোকানে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয় তৃণমূল নেতার। এই ভিডিয়ো ভাইরাল হতেই রাজ্য বিরোধীরা পুলিশকে তৃণমূলের 'চটিচাটা পুলিশ' বলে কটাক্ষ শুরু করেছেন। অভিযুক্ত পুলিশ কর্মীর নাম তাজ আলম। তাজ আলমের প্রতিক্রিয়া জানতে বারবার ফোন করা হলেও অবশ্য কোনও উত্তর মেলেনি। ব্লক তৃণমূল সভাপতি মেহেবুব মুর্শিদ বলেন, "ভিডিয়োর সত্যতা যাচাই না করে কোনও মন্তব্য করব না।"

জেলা বিজেপির সভাপতি সৌমেন মণ্ডল বলেন, " ওই এএসআই তৃণমূলের জন্মদিনে গিয়েছেন পুলিশের পোশাক পরে, ডিউটিতে থাকাকালীন । রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবেই তাঁদের চালনা করেন।" প্রত্যেকটা থানা তৃণমূলের পার্টি অফিস হয়ে উঠেছে বলে দাবি সৌমেন মণ্ডলের।

স্থানীয় কংগ্রেস নেত্রী মমতাজ বেগম বলেন, "পুলিশ এখন তৃণমূলের চটিচাটা হয়ে গিয়েছে। শুধু নেতাদের জন্মদিনে যাওয়া নয়, বিভিন্ন জায়গায় তৃণমূলের হয়ে কাজও করছে পুলিশ। নেতাদের অবৈধ কাজকর্মে মদত দিচ্ছেন পুলিশের আধিকারিকরা।" ঘটনার ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে চরম শোরগোল পড়েছে রানিনগর-2 নম্বর ব্লকে। স্থানীয় তৃণমূল নেতা সোহেল রাণার জন্মদিন পালন করা হচ্ছিল। এই বিষয়ে জেলা পুলিশ সুপার সুর্যপ্রতাপ যাদব বলেন, "পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

Last Updated : Sep 15, 2024, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.