কলকাতা, 27 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এবার রাজ্য পুলিশকে পাঠানো হচ্ছে ভিন রাজ্যে। এই বিষয় নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, আপাতত লোকসভা নির্বাচনের জন্য মধ্যপ্রদেশে বাংলা থেকে পাঠানো হবে 5 কোম্পানি পুলিশ। দুর্গাপুর সশস্ত্র পুলিশ বাহিনী থেকে পাঁচ কোম্পানি ফোর্স পাঠানো হবে। আগামী 8 এপ্রিল থেকে মধ্যপ্রদেশে নির্বাচনী কাজ শুরু করে দেবে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায় ৷ এছাড়াও পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে ছত্তিশগড়ে।
এছাড়াও রাজ্যের কোন কোন থানা থেকে পুলিশবাহিনী নেওয়া হবে, তার একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। রাজ্য থেকে 10 কোম্পানি বাহিনী যাচ্ছে ছত্তিশগড়। এই 10 কোম্পানি ফোর্সের মধ্যে ব্যারাকপুর সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে 5 কোম্পানি, উত্তরবঙ্গ সশস্ত্র বাহিনী ব্রিগেড থেকে 2 কোম্পানি, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বা ইএফআর ব্রিগেড থেকে পাঠানো হচ্ছে 1 কোম্পানি বাহিনী, কলকাতা পুলিশ থেকে যাচ্ছে 2 কোম্পানি বাহিনী। 1 এপ্রিলের আগেই তারা নিজেদের সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে যাবে এবং কাজ শুরু করে দেবে।
এছাড়াও এই মোট ফোর্সকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক পুলিশ আধিকারিকের সঙ্গে থাকবে 9এমএম পিস্তল। কনস্টেবলদের ক্ষেত্রে সঙ্গে রাখতে হবে এসএলআর, ইনসাস। রাজ্য পুলিশের প্রতিটি কোম্পানি বুধবার কলকাতা স্টেশন থেকে দুপুর 3টের সময় বিশেষ ট্রেনে করে গন্তব্যস্থলে রওনা দেবে। প্রসঙ্গত, বারে বারে বাম, কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। তারা রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছে। এবার সেই রাজ্য পুলিশকেই বিজেপি শাসিত রাজ্যে নির্বাচনী প্রহরার জন্য পাঠাচ্ছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: