মালদা, 24 জুলাই: প্রায় 70 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন মহিলা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিহারে মাদক পাচার চক্রে কাজ করার জন্য মহিলাদের ব্যবহার করছে দুষ্কৃতীরা।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল রথবাড়ি এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী, শিলিগুড়িগামী একটি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 732 গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কম-বেশি 70 লক্ষ টাকা। ধৃতদের নাম সাবিনা খাতুন, সামিমা বিবি ও জিয়াউল্লাহ হক। জিয়াউল্লাহ ও সামিমা সম্পর্কে দম্পতি। ধৃতদের তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচকের বামনগ্রাম এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগার বিহারে পাচারের ছক কষা হয়েছিল। দুষ্কৃতীরা বিহারে পাচারের জন্য মহিলাদের হাতিয়ার করছিল বলেও অনুমান পুলিশের। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডাদের হদিশ পেতে চাইছে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা।
পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "ধৃতরা এখান থেকে বিহারে ব্রাউন সুগার পাচারের ছক কষেছিল। পুলিশের চোখে ধুলো দিতেই মহিলাদের দিয়ে এই কাজ করানো হচ্ছিল। ধৃত দুই মহিলাও সব কিছু জেনেই মাদক পাচারে জড়িয়ে পড়েছিলেন। এর আগেও মালদায় মহিলাদের দিয়ে মাদক পাচারের ঘটনা সামনে এসেছে। কারা মহিলাদের কত টাকার লোভ দেখিয়ে এই কাজ করাচ্ছে তা জানার কাজ শুরু হয়েছে।" স্থানীয় বাসিন্দা অভিজিৎ বিশ্বাস জানান, রথবাড়ি এলাকায় পুলিশ এসে অভিযান চালায়। একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার হয়েছে। তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এখনও পুলিশের অভিযান চলছে।