কলকাতা, 13 সেপ্টেম্বর: জুনিয়র চিকিৎসকদের মিছিলে হামলা হতে পারে। এমনই বিস্ফোরক তথ্য দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । সেই ঘটনায় তদন্তে নেমে হালতু থেকে সঞ্জীব দাস ওরফে বুবলাই নামে এক ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । বিকেলে কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি বিস্ফোরক তথ্য দেন । একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আনেন রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ। সেই অডিয়ো ক্লিপে শোনা যায় দুই ব্যক্তির কথোপকথন। মূলত তাঁদের স্বাস্থ্য ভবনের পাশে ডাক্তারদের ধরনা মঞ্চে হামলা চালানোর পরিকল্পনা করতে শোনা যায় ।
এরপরই তড়িঘড়ি বিধাননগর কমিশনারেটের তরফে মামলা রুজু করা হয়। ফোনের আইপি অ্যাড্রেস ধরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ গড়ফা থানা এলাকা থেকে সঞ্জীব দাস নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে শুধু এই সঞ্জীব দাস নয় বরং এই ঘটনায় আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছেন বলে পুলিশের অনুমান। তাঁদের খোঁজ চালানো হচ্ছে।
ইতিমধ্যেই গড়ফার হালতু থেকে সঞ্জীবকে গ্রেফতার করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আনা হয়েছে । এই ব্যক্তির কোনও নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ব্যক্তির নামে আগে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বা অন্য কোথাও কোন অভিযোগ রয়েছে কিনা সেই বিষয়গুলি ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জুনিয়র চিকিৎসকদের উপরে হামলার পরিকল্পনায় আর কে কে জড়িত আছে তা জানতে চায় পুলিশ। সঞ্জীবের ফোন পরীক্ষা করেও দেখা হচ্ছে ।
এদিকে আরজি কর হাসপাতালে ভেতর নির্যাতিতার মা-বাবাকে নিয়ে গেল সিবিআই। জানা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে মুখোমুখি বসিয়ে কথা বলানো হয় নির্যাতিতার মা-বাবাকে। তাঁদের সকলের বয়ান রেকর্ড করেছে সিবিআই। প্রথমে শুক্রবার বিকেলে সিবিআইয়ের আধিকারিকরা ওই নির্যাতিতার পৌঁছন। পরে তাঁদের সেখান থেকে নিয়ে হাসপাতালে আসেন।